"মনের নীলচে অনুভূতি" (Poem of my writing"Blue feeling in the mind")||by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৬ই বৈশাখ | ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্ম-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
প্রতি সপ্তাহে যেহেতু একটি করে কবিতা পোস্ট শেয়ার করি সেক্ষেত্রে সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আজকে আবার আরেকটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতা লেখার একটা ধারাবাহিকতা বলেন বা কবিতা লেখার অভ্যাস বলেন কি হয়েছে যার কারণে প্রতি সপ্তাহে লেখার চেষ্টা করি তবে কবিতা গুলো কতটা ভালোভাবে তুলে ধরতে পারে সেটা আমি নিজে বলতে পারব না আপনারা যারা আমার লেখা কবিতা গুলো পড়েন বা দেখার চেষ্টা করেন তারা ভালো বলতে পারবেন। তবে হ্যাঁ যেহেতু লেখার কাজটা নিজে করে থাকি সেহেতু লেখার সময় একটু আলাদাভাবে যদি তুলে ধরতে পারি সে ক্ষেত্রে সকল ইউজার কবিতার লাইনগুলো পড়বে পরবর্তীতে আমার কবিতাগুলো করার আগ্রহ প্রকাশ করবেন যেটা হয়তোবা আমার সবচেয়ে বড় সার্থকতা। মূলত সকালের দিকে পোস্ট করতে চেয়েছিলাম তবে ইদানিং আবার ফোনের একটু সমস্যা হওয়ার কারণে সেটা সম্ভব হয়নি তাছাড়া টাস্ক গুলো কমপ্লিট করে পোস্ট করতে গেলে রাতের বেলায় ভালো হয়।
এই কবিতায় যে বিষণ্ণতা সেইটা কষ্টদায়ক হলেও খুব বাস্তব এমন একটা বাস্তবতা যা আমরা অনেকেই অনুভব করি কিন্তু সহজে প্রকাশ করতে পারি না। আমি সুখ তো খুঁজি নাই শুধু বরাবরই একটু ভালো থাকার স্বপ্ন খুঁজেছি এই লাইনটা সত্যি আমার মনে গেঁথে গেছে। এখানে এক অসহায় মানুষের আর্তনাদ আছে, যে চায়নি রাজপ্রাসাদ, শুধু একটু আশ্রয়, একটু ভালোবাসা।
এক কথায় মানুষের মনে তীব্র খুব বা দুঃখ থেকে কিছু অনুভূতি জন্ম নেয় আবার অনেক ক্ষেত্রে ভালোবাসা থেকেও মানুষের অনেক রকম অনুভূতির জন্ম নেয়। মূলত কবিতার মাধ্যমে একজন মানুষের মনের অনুভূতি প্রকাশ করা যায়। ঠিক একইভাবে আমিও এই কবিতার মাধ্যমে কিছু অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি অনেকের কাছেই এই কবিতার লাইনগুলো আশ্চর্যজনক মনে হতে পারে তবে লাইনগুলো শুধু কল্পনার জগত থেকে অনুভূতির ডাকে সাড়া দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি।
আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।
চলুন শুরু করা যাক
ঝুলে আছি বিধ্বস্ত এই আমি,
অন্তিমতার খোঁজে ছুটে চলা মন
সব হারিয়ে নাম পেয়েছে বেনামী।
আমি সুখতো খুঁজি নাই
শুধু বরাবরই একটু ভালো থাকার স্বপ্ন খুঁজেছি,
পেলাম আর কই
বরং দুঃস্বপ্নগুলোর ভালোবাসা পেয়েছি।
নিঃশব্দে মন ভেঙে চৌচিরতায় হারায়
তবুও ব্যাকুলতার নিঃশেষে যায় না,
দীর্ঘ অপেক্ষার এই অবসানও সব শেষে
কিঞ্চিৎ স্বস্তির দেখা পায় না।
হৃদয়ের মাঝে বেদনার ধারা
অবলীলায় বয়ে চলে চোখের কার্নিশ বেয়ে,
আর ঠোঁট জোড়া স্তব্ধ হয়ে সঙ্গ দেয়
ওই হৃদয়ের সখানুভূতি হয়ে।
আমি হিসাব মেলাতে গেলেই দেখি
আমার সব আছে,
কিন্তু এই থাকার মাঝেও আমি নিঃস্ব
এ বুঝি আমার ভবিতব্য।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি । আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাই। বিশেষ করে এই লাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
খুবই সুন্দর হয়েছে আজকে আপনার এই কবিতা৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগছে৷ একইসাথে এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে যেভাবে আপনি সুন্দর একটি কবিতা যেভাবে সবগুলো লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন এবং ছন্দে ছন্দে সবকিছু মিল রেখেছেন তা পড়ে একেবারে আলাদা একটা অনুভূতি কাজ করছে৷৷