বাইক ট্যুর নড়াইল (পর্ব-০৩)। ||০১-০৮-২০২৫|| by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ10 days ago (edited)

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার একটি ভ্রমণ কাহিনী শেয়ার করব।



নড়াইল ভ্রমণের দুইটা পর্ব গত দুই সপ্তাহে ধারাবাহিকভাবে শেয়ার করেছি আজকে নড়াইল ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কুষ্টিয়া থেকে বাইক নিয়ে নড়াইল গিয়েছিলাম আর বাইক নিয়ে যাওয়ার পথে যেখানে যেখানে বিরতি নিয়েছিলাম সেই দৃশ্যগুলো অবশ্য সবগুলো পর্বেই ফোন ক্যামেরার মাধ্যমে ছবি তুলে শেয়ার করেছি। আমরা দুপুর নাগাদ নড়াইল পৌঁছে ছিলাম। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে কিছু সময় ঘুমানোর পরে আবার সুমন ভাইয়ের দুলাভাইয়ের মাছের ঘরের দিকে রওনা হয়েছিলাম। বিকেল বেলায় মাছের ঘেরের দিকে বেশ মজা লাগে গত পর্বে অবশ্য মাছের ঘেরে প্রবেশের সময় চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম আজকে তার পরবর্তী দৃশ্যপাঠ গুলো এই তৃতীয় পর্বে তুলে ধরব।



1000010488.jpg

Canva দিয়ে তৈরি



মাছের ঘেরের মাঝখানে রয়েছে বড় একটা গরুর খামার। চারপাশ দিয়ে ছোট ছোট অনেকগুলো কুকুর আর মাঝখানে একটা গরুর খামার। পুকুরের পার ঘিরে আমরা গরুর খামারের দিকে গেলাম তবে সেখানকার সিস্টেমটা দারুন ছিল। সব পুকুরের পাশ দিয়ে ঘাস লাগানো হয়েছে সেই ঘাস গরুর খামারে নিয়ে গরুকে খাওয়ানো হয় এক কথায় মাছ চাষের পাশাপাশি এখানে ঘাস চাষ করে গরু পালনের দারুন একটা আইডিয়া কাজে লাগানো হয়েছে। প্রথমেই সেখানে গেলাম যাওয়ার পরে দেখলাম ছোট বড় অনেকগুলো গরু রয়েছে। গরু গুলোকে ঘাস খাওয়ানোর পাশাপাশি পুষ্টিকর আরো কিছু খাবার রান্না করে খাওয়ানো হয়। আমরা যখন গরুর খামারে গেলাম তখন দেখলাম গরুর খামারের কয়েকজন রাখাল গরুর জন্য খাবার রান্না করছে। ভুট্টা গম সহ বিভিন্ন শুকনা খাবার একসঙ্গে করে পানিতে ভিজিয়ে রাখা হয় পরবর্তীতে সেটা রান্না করে গরুকে খাওয়ানো হয় যার ফলে গরু খুব দ্রুত মোটা তাজা হয়।

1000006290.jpg

1000006291.jpg

1000006292.jpg

গরুর খামার।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

1000006293.jpg

1000006294.jpg

1000006295.jpg

1000006298.jpg

মাছের ঘের, নড়াইল।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

পরবর্তীতে তাদের সঙ্গে কিছুটা সময় কথা বলে জানতে পারলাম এই খামারে অনেকগুলো গরু আছে আর এই খামার সহ মাছের ঘের পাহারা দেওয়ার জন্য তারা দুইজন রাতের বেলায় এখানেই থাকে। মাঝে মাঝে অবস্থানে যে গরুর খামার রয়েছে সেখানে একজন রাত্রিবেলায় ছোট্ট একটি ঘরের মধ্যে থেকে গরুগুলোকে পাহারা দেয় আর ঠিক তার বিপরীত পাশে মাছের ঘের পাহারা দেওয়ার জন্য আরেকজন লোক ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকে তবে তাদের খাওয়া-দাওয়া রান্না বান্নার জায়গা মূলত গরুর খামারের পাশেই। সেখানে টিউবয়েল সহ পানি শেষ দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা আছে। পুরো বিষয়টা দেখার পরে আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম। যত সামনে যাচ্ছিলাম তত প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা যেন উপভোগ করতে পারছিলাম। যতদূর চোখে যায় শুধু মাছের ঘেরের এরিয়া।

1000006296.jpg

1000006297.jpg

1000006299.jpg

1000006300.jpg

নড়াইল।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

আমরা সেখানে যাওয়ার পরে মাছের ঘেরের দায়িত্বে যে লোক ছিল তাদের মধ্যে থেকে একজন কিছু খাবার নিয়ে আমাদের সঙ্গে আসলেন এবং হালকা করে মাছের খাবার দেওয়াতেই বুঝতে পারলাম ছোট্ট এই পুকুরটিতে প্রচুর পরিমাণে মাছ আছে যদি ছবিগুলো ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন পানিটা কতটা তরঙ্গ তৈরি করেছে। মূলত যখন মাছগুলোকে খাবার দেওয়া হয় তখন সবগুলো মাছ একসঙ্গে সেই খাবার খেতে আসে যার ফলে পানির মধ্যে তরঙ্গ তৈরি হয়। ছোট ছোট এই পুকুরগুলোতে কি পরিমানে মাছ আছে সেটা দেখার পরে আমরা মোটামুটি ভালই অবাক হলাম। আরেকটা মজার বিষয় যখন পুকুর পাড়ে গিয়ে বিকট শব্দে আওয়াজ করা হচ্ছিল বা পানির পাশে কিছু একটা ছুড়ে মারা হচ্ছিল তখন মাছগুলো ছুটে অন্যপ্রান্তে যাচ্ছিল আর এভাবেই পানির তরঙ্গ তৈরি হচ্ছিল।

1000006304.jpg

1000006305.jpg

1000006306.jpg

নড়াইল।

what3words address.
https://w3w.co/swatted.engraving.shall

সারা বিকেলটা মাছের ঘেরে চারপাশ ঘুরে দেখার পর সন্ধ্যার সময় আমাদের পিকনিকের আয়োজন করা হলো। মূলত সুমন ভাইয়ের দুলাভাই তার কাজের লোক দুজনকে বলে দিয়েছিল এরা সবাই কুষ্টিয়া থেকে এসেছে রাতের বেলায় সেখানে থাকবে তাদের যা কিছু প্রয়োজন যেন সেগুলো এগিয়ে দিতে হেল্প করে। তবে আমরা চাইছিলাম আমরা পুরোটা জায়গা নিজেরা আলাদাভাবে উপভোগ করবো এবং মজা নিব। তবে তারা শুধু আমাদেরকে মাছের ঘেরের টাটকা মাছ ধরে দিয়েছিল। মজার বিষয় তারা দুজন সেই মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে রান্নার উপযোগী করে দিয়ে যায়। আমরা তাদেরকে দাওয়াত করলাম রাতের বেলায় যেন তারা এসে আমাদের সঙ্গে খায়। একদিকে সন্ধ্যার পর থেকে পিকনিকের রান্নাবান্নার আয়োজন চলছে আর অন্যদিকে পুকুর পাড়ে আগুন জ্বালিয়ে গানের প্রতিযোগিতা চলছে। হালকা হালকা কুয়াশা আর হালকা শীত তাই আগুনের তাপটা বেশ এনজয় করছিলাম সবাই মিলে। আরো বেশকিছু মজার মুহূর্ত বাকি আছে সেটা জানতে আর দেখতে হলে কিছুটা অপেক্ষা করতে হবে হা হা হা।



বন্ধুরা, এটিই ছিল আমার আজকের আয়োজনে, আশাকরি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে।এই ভ্রমণ কাহিনী পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏


আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান।আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

বাহ চমৎকার সময় কাটিয়েছেন দেখতে পাচ্ছি। বিশেষ করে বিকেল বেলা মাছের ঘের এর মধ্যে কাটানো সময়টা আর সন্ধ্যাকালীন সময়ে আগুন জ্বালিয়ে উষ্ণতা অনুভব করা এই দুটো মুহূর্তই যেনো অভিস্মরণীয়। নতুন জায়গায় গিয়ে এরকম একজন লোক পেয়ে আপনাদের ভালোই হয়েছিল। যাই হোক আপনার বাইক ট্যুর নড়াইল যাওয়ার গল্পটা পড়ে ভালই লাগলো।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin