বুফেতে ডিনার। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ -১২ই জ্যৈষ্ঠ | ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | গ্রীষ্ম-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আমরা ২০২৫ সালের ফেব্রুয়ারির দিকে সবাই একসাথে ঢাকায় গিয়েছিলাম মূলত বুফেতে একসাথে ডিনার করবো বলে। জানুয়ারিতে বান্দরবান থেকে ঘুরে আসার পরে হঠাৎ করেই নিজেরা প্ল্যানিং করলাম ঘোরাঘুরির পাশাপাশি খাওয়া-দাওয়ার প্রয়োজন আছে তাই এবারে বুফেতে ডিনার করবো সেই সাথে ঢাকার পূর্বাচল গিয়ে হাঁসের মাংস খাব। আমরা সাধারণত ঢাকা গেলে মোহাম্মদপুর থাকি। প্রথম দিনে বিকেল বেলায় ঢাকা পৌঁছলাম আর আগে থেকেই ধানমন্ডির হোয়াইট হল বুফেতে আমাদের বুকিং দেয়া ছিল। সন্ধ্যার সময় আমরা সবাই একসাথে দুইটা রিকশা নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হলাম। মোটামুটি ভালোমতো বোধজ্ঞান হওয়ার পরে এবারই প্রথম বুফেতে ডিনার করবো যদিও ছোটবেলায় একবার মামার বাসা থেকে এসেছিলাম তবে তখন এরকম খাওয়া-দাওয়া নিয়ে অতটা চিন্তা ভাবনা ছিল না।
বাসা থেকে বেরিয়ে রিক্সা নিয়ে সোজা ধানমন্ডি পৌঁছে গেলাম তবে মোহাম্মদপুর থেকে যখন রিক্সায় উঠলাম তখন পকেট থেকে ফোন বের করে ছবি তুলতে গিয়ে কিছুটা ভয় ভয় লাগছিল কারণ মোহাম্মদপুর এলাকা নিয়ে নতুন করে কারো তো আর কিছু বলার প্রয়োজন নেই যারা বাংলাদেশী ইউজার আছেন তারা মোহাম্মদপুরের পরিবেশ সম্পর্কে ভালোই জানেন। তবুও মন মানছিল না তাই সুযোগ বুঝে কয়েকটা ছবি তুলেছিলাম যেন পোস্ট টা সুন্দরভাবে করতে পারি। যাই হোক পোস্ট লেখার জন্যই বেশ কিছু ছবি তুলেছিলাম যেগুলো ইতিমধ্যে শেয়ার করেছি। ভিসা নিয়ে আমরা সোজা ধানমন্ডি হোয়াইট হল বুফের সামনে পৌঁছে গেলাম মূলত লিফটের সপ্তম তলায় এই বুফেক্ট রেস্টুরেন্টের লোকেশন। আপনি লিফট থেকে নামার পরে হাতের বাম পাশে বুফেট হোয়াইট হল রেস্টুরেন্ট পাবেন আর ঠিক তার ডান পাশে ছোট কমিউনিটি সেন্টার যেখানে জন্মদিনের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান পরিচালনা করা হয়।
সাধারণত বুফেটে আপনি তিন ঘন্টা আনলিমিটেড খাওয়া-দাওয়া করতে পারবেন সেখানে ১০০ এর অধিক আইটেম থাকবে আর আপনার পছন্দমত সেই আইটেমগুলো আপনি খেতে পারবেন তবে হ্যাঁ বিভিন্ন জায়গায় খাবারের সংখ্যা কমবেশি হতে পারে কেননা কোথাও কোথাও একশন অধিক খাবার আইটেম থাকে আবার কোথাও কোথাও কিছু কম আইটেম থাকে মূলত সেটা প্যাকেজের উপর নির্ভর করে। প্যাকেজে যত টাকা বেশি দেখবেন সেখানকার আইটেম সংখ্যাও বেশি পাবেন তবে আমরা যেখানে বুকিং দিয়েছিলাম সেখানে মোটামুটি একশোর অধিক আইটেম ছিল আর আমাদের লক্ষ্য ছিল সেখানে গিয়ে প্রতিটা আইটেম টেস্ট করে দেখব সেটা অল্প হোক বা বেশি হোক।
ভেতরে প্রবেশ করার পরেই খাবার গুলোর পাশেই যে টেবিল ছিল সেখানকার একটি টেবিলের আমরা সবাই বসে পড়লাম। আমরা প্রায় আধা ঘন্টা আগেই সেখানে পৌঁছে গিয়েছিলাম আর সেখানে পৌঁছানোর পর লক্ষ্য করলাম একে একে আইটেমগুলো সাজানো হচ্ছে। কিছু সময় পর সবাই মিলে দেখছিলাম আসলে সেখানে কোন কোন আইটেমের খাবার গুলো রয়েছে যদিও সেখানকার খাবারের আইটেমগুলো নিয়ে আলাদাই একটি পোস্ট শেয়ার করব আজকে শুধু সেখানে যাওয়া এবং খাওয়ার অনুভূতিটাই তুলে ধরব। খাবার গুলো দেখার পরেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম কোন খাবারগুলো বেশি খেতে হবে। তবে সুমন ভাই আবার প্রথমদিকেই বলে দিল হুটহাট করে কোন খাবার বেশি খাওয়ার প্রয়োজন নেই যে খাবার খাব সঙ্গে যেন একটা করে সালাত আইটেম রাখি। সালাত আইটেমগুলো খেলে ভরপুর খাওয়ার পরেও কোন সমস্যা হবে না।
যাই হোক যখন খাওয়ার পর্ব শুরু হলো তখন আর অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগ নেই ভরপুর খাওয়া দাওয়া হল প্রায় সব আইটেম গুলোই কমবেশি টেস্ট করা হলো। সবার কথা ছিল টাকা উসুল করতে হবে হা হা হা। তবে পোস্টে খাওয়া-দাওয়ার একটা মাত্র ছবি শেয়ার করেছি যেখানে সবশেষে রাহুল বড় একটি নলি নিয়ে বসে ছিল। যদিও এই নলিটি আমরা চার বন্ধু মিলে খেয়েছিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে যারা যারা এই পোস্ট পড়লেন তারা যদি কখনো বুফেতে ডিনার করতে যান তাহলে আমাকে আগে থেকে ইনভাইট , মূলত কিভাবে বুফেতে গিয়ে পয়সা উসুল করতে হয় সেটা দেখিয়ে দিব 😜।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | মে,২০২৫ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Daily tasks.
Link 🔗
https://x.com/KaziRai39057271/status/1927017056840335607?t=U9IduRuF56kThWWo2b11jg&s=19
https://x.com/KaziRai39057271/status/1927017320892809699?t=_5sZTs-w4pLwblIeTIJzjg&s=19
https://x.com/KaziRai39057271/status/1927017687210717516?t=t-eUPG0D2cXWc0cB7uOilQ&s=19
https://x.com/KaziRai39057271/status/1927017908342796426?t=K18f_II7F_fzg-qT1VTKNQ&s=19
https://x.com/KaziRai39057271/status/1927034546421158048?t=0_liB4-6IxouigKHUknXvg&s=19
https://x.com/KaziRai39057271/status/1927034795122421914?t=DgNMO3dKKhDK8905a7YYOg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.