রোড এক্সিডেন্ট। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২০শে চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বসন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000117178.png

Canva দিয়ে তৈরি



ঈদের ব্যস্ততা শেষে এখনো পুরোপুরি ফ্রি হতে পারিনি। তুলনামূলক এবারের ঈদে ছুটি অনেক দিন। বেশ কিছুদিন ছুটি থাকার কারণে যারা মূলত গ্রামে ঈদ করতে এসেছে তারা একটা লম্বা সময় গ্রামের মানুষের সাথে কাটাচ্ছে যার কারণে বাংলা ব্লগে কাজের প্রতি একটু অনিহা তৈরি হয়েছে বলতে পারেন। তবে হ্যাঁ নিজের ব্যস্ততার ফাঁকেও কমিউনিটিতে টুকটাক সময় দেয়ার চেষ্টা করছি। এদিকে আমাদের দোকানে কিছুদিন পরেই শুভ হালখাতা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে সে বিষয়ের প্রতি বড় একটা দায়িত্ব আমার কাঁধে পড়েছে। সেই দায়িত্ব পালন করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুরোটা সময় সিরিয়াল করে চিঠি লিখে সেই চিঠিগুলো আবার বিতরণ করতে হবে। একটা লম্বা সময়ের ব্যাপার। সেই সাথে পরিবারের আপন লোকগুলোকে সময় দিতে হচ্ছে আবার কমিউনিটিতে কাজ করতে হচ্ছে বলা চলে সব কাজ একবারে চেপেছে। যাইহোক মূল প্রসঙ্গে আসি, বর্তমান পরিস্থিতিতে টিভি চ্যানেল বা মোবাইল ফোন অন করলেই শুধু একসিডেন্টের নিউজ সামনে আসে।

সাধারণত ঈদের সময়ে সব এলাকাতেই গাড়ির চাপ বৃদ্ধি পায় যার কারণে মাত্রার অতিরিক্ত রোড এক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা লক্ষ্য করা যায়। তাছাড়াও মানুষের অসচেতনতার কারণেও এই সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। যখন একটি গাড়ি রাস্তায় চলে তখন ওভার স্পিডের কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়। মূলত প্রতিটা মানুষের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সময়ের মূল্যের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনি তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিজের জীবন হারালেন সেক্ষেত্রে আপনি যদি আপনার পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষের সেক্ষেত্রে আপনার পরিবারটা কোন অবস্থায় দাঁড়াবে একটু চিন্তা করে দেখেছেন?? নিজের জন্য না হলেও পরিবারের মানুষের ভালো চেয়ে গতিশীমার মধ্যে যানবাহন চালানো উচিত।



ঈদের দুই দিন আগে থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনার দৃশ্যপট গুলো তুলে ধরা হচ্ছে তবে অনেক জায়গায় বাইক এক্সিডেন্টের মর্মান্তিক সব দৃশ্য দেখে বাইক চালাতে রীতিমতো ভয় ধরে গিয়েছে। সত্যি বলতে মাঝে মাঝে মনে হচ্ছে বাইক নিয়ে যদি দূরে কোথাও যাই সেখান থেকে আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবো কিনা কে জানে?? হ্যাঁ সত্যি বলছি আমার মনের মধ্যে কেমন জানি একটা ভীতি কাজ করছে সৃষ্টিকর্তা জানে কেন এমন মনে হচ্ছে। গতকালকেও আমাদের কুষ্টিয়া জেলা স্কুলের সামনে থেকে একটি প্রাইভেট কার এবং বাইক এক্সিডেন্টে ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী মারা গিয়েছে। মানুষ এত বিলাসবহুল জীবন যাপন করছে আর হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় সবকিছু ফেলে রেখে শূন্য হাতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছে।



আমি যদি আমার নিজের ব্যক্তিগত কথা বললি সে ক্ষেত্রে বর্তমানে সড়ক দুর্ঘটনা নিয়ে খুব ভয়ে আছি। অনেকের কাছেই হয়তোবা প্রশ্ন জাগতে পারে এতটা ভয় কেন?? মূলত ঈদের সময় একশ্রেণীর ছেলেরা এতটাই বেপরোয়াভাবে বাইক চালায় যেটা আসলেই মনে ভয় ধরিয়ে দেয়। মনে করুন আপনি বাইক নিয়ে যাচ্ছেন আপনার পেছন থেকে বেপরোয়া ভাবে ছুটে আসা একটি বাইক আপনাকে ধাক্কা দিল সে ক্ষেত্রে আপনি সামান্য গতিতে বাইক চালানোর পরেও সড়ক দুর্ঘটনা স্বীকার হলেন। মূলত ঈদের সময়ে একশ্রেণীর ইয়াং জেনারেশন বাইক নিয়ে অনেকটাই বেপরোয়া হয়ে ওঠে তাই রাস্তায় বাইক নিয়ে বের হতে কিছুটা ভয় করেন সত্যি বলতে এই ঈদে বাইক নিয়ে কোথাও ঘুরতে যাইনি।



যাইহোক পোষ্টের শেষে একটা কথাই বলতে চাই যারা বাইক চালান তারা তুলনামূলক একটু গতিশীমার মধ্যে বাইক চালানোর চেষ্টা করবেন। সেই সাথে যারা ছুটিতে বাড়িতে এসেছেন তারা রাস্তা পারাপারের সময় একটু দেখেশুনে রাস্তা পারাপার হবেন তাছাড়া দূরপাল্লার বাধে বা প্রাইভেট কারে দীর্ঘ পথ অতিক্রম করার ক্ষেত্রে ড্রাইভারকে সবসময় সচেতন করার চেষ্টা করবেন বিশেষ করে ওভার স্পিডে গাড়ি চালানোর সময় যখন একটা গাড়ি ওভারটেক করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে তখন সড়ক দুর্ঘটনার সৃষ্টি হয়। সাম্প্রতিক কয়েকদিনে যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটেছে তার সবগুলোই ওভারটে ক করার সময় দুর্ঘটনা ঘটেছে। যাই হোক আজকের পোস্টে এতোটুকুই বলার ছিল আর সবশেষে নিজের সতর্কতা নিজে অবলম্বন করুন।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

আসলে ভাইয়া এক্সিডেন্ট তো এক্সিডেন্টটি। আমাদের সাবধান থাকতে হবে কিন্তু বিপদ আসলে সাবধানে কাজ হয় না।আর বাইক গুলো বর্তমান মারাত্মক এক্সিডেন্ট করে। তাই আমাদের সবার উচিত সাবধানে থাকা। অনেক ভালো লিখেছেন।