📷🌼শখের ফটোগ্রাফি পর্ব-৮১ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1000086485.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহের মত আজকেও নতুন একটি ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছি। ধারাবাহিক যে ফটোগ্রাফি পর্বগুলো শেয়ার করি সেই আঙ্গিকে আজকে ৮১ তম পর্ব নিয়ে হাজির হলাম। গত দুই মাস ধরে আনেকটা ব্যস্ত সময় পার করেছি যার কারণে প্রতি সপ্তাহে যে ধারাবাহিক ফটোগ্রাফি পর্বগুলো শেয়ার করি সেটা ধরে রাখতে পারিনি। আগের কয়েকটি পোস্টে উল্লেখ করেছিলাম আমার ভাই ইন্ডিয়ার দিল্লিতে নিজের কিছু ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে গিয়েছে যার কারণে আমি অনেকটা ব্যস্ত সময় পার করেছি। দীর্ঘ ৪৩ দিন পরে আমার ভাই আবার বাংলাদেশে ফিরেছে যার কারণে কিছুটা আবার স্বাধীনতা পেয়েছি তাই এদিক-সেদিক কম বেশি ঘোরাফেরা হচ্ছে যার কারণে ভিন্ন ভিন্ন সৌন্দর্য নিয়ে কিছু ফটোগ্রাফি ক্যাপচার করতে পেরেছি তবে এখন যেহেতু সব নদীতেই পানিতে ভরপুর তাই নদী কেন্দ্রে অনেকগুলো ফটোগ্রাফি আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া প্রতিটা ফটোগ্রাফি করবে যেমন একটি চাঁদের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি ঠিক একইভাবে আজকের এই ৮১ তম ফটোগ্রাফি পারবে একটি চাঁদের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20240819_182127.jpg


পড়ন্ত বিকেল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • দীর্ঘদিন পরে নদীতে ঘুরতে গিয়েছিলাম যদিও নদীতে নতুন পানি এসেছে অনেকদিন। নিজের ব্যস্ততা শেষ করে বন্ধু এবং বড় ভাইদের সাথে বিকেল বেলা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য আমাদের বাজার থেকে কিছু শুকনা খাবার সহ মজার সন্দেশ নিয়ে নদীর দিকে রওনা হলাম। আমাদের টার্গেট ছিল নদীর মাঝখানে নৌকা থামিয়ে সেখানে বসে সবাই গল্প করবো আর যে খাবারগুলো কিনেছি সেগুলো খাবো। নদীর পাড়ে গিয়ে নৌকার জন্য অপেক্ষা করছিলাম কারণ নদীর বিপরীতপারের নৌকা ছিল কিন্তু আমরা যে পাড় থেকে উঠেছি সেখানে শুধু খেয়ার নৌকা ছিল তাই খেয়ার নৌকায় নদী পার হয়ে বিপরীত পাড় থেকে আমাদের নৌকায় উঠতে হবে তাই খেয়া ঘাটের নিয়ে যখন নদী পাড় হচ্ছিলাম তখন লক্ষ্য করলাম নদীর মাঝে ছোট্ট কিছু ছেলে মেয়েরা নদীতে গোসল করছে আর সেই মুহূর্তে এই ছবিটা তুলেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20240708_112933.jpg


সাদা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ফুল পবিত্রতার প্রতীক। ফুল দিয়ে সব ধরনের পবিত্র কাজ গুলো সম্পন্ন করা হয়। ভালোবাসার ক্ষেত্রে ফুল আদান-প্রদান হয় যেকোনো বন্ধন তৈরি ক্ষেত্রে ফুল ব্যবহার করা হয় এমনকি পূজার ক্ষেত্রেও ফুল ব্যবহার করা হয়। এর কারণে এই ফুলের সৌন্দর্যের পাশাপাশি আলাদা একটা সম্মান রয়েছে। উপরে যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটা আমার কাছে খুবই দারুণ লেগেছিল ফুলের সাদা পাপড়ি যে কাউকে আকৃষ্ট করার মতো যথেষ্ট সুন্দর ছিল। আসলে সবুজ পাতার মাঝে এরকম সাদা ফুলের সৌন্দর্য দেখে বাধ্য হয়ে ফোন ক্যামেরা দিয়ে দৃশ্যটা ক্যাপচার করেছিলাম আর তাই এখন আপনাদের সাথে শেয়ার করেছি। এই ফুলের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20240817_202844.jpg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • প্রতিটা ফটোগ্রাফি পর্বেই একটা চাঁদের ছবি বিদ্যমান রাখার চেষ্টা করি। কখনো কখনো পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করেও চাঁদের ফটোগ্রাফি শেয়ার করি। যেহেতু এখন গরমের মৌসুম বিদ্যুৎ না থাকলেই গ্রামের মানুষ কিন্তু বাইরে গিয়ে চাঁদের সৌন্দর্যটাই উপভোগ করে। তবে যে পরিমাণ গরম পড়ছে সেই তুলনামূলক লোডশেডিং খুব একটা হচ্ছে না তাই বাইরে খুব একটা থাকা হয় না। তবে প্রয়োজনের তাগিদে অনেক সময় বাইরে থাকতে হয় যাই হোক প্রয়োজনের কথা বাদ দিই আমি ফটোগ্রাফি পর্ব সাজানোর জন্য সপ্তাহের প্রথম থেকেই বিভিন্ন ছবিগুলো কালেক্ট করার চেষ্টা করি। রাতের বেলা দেখলাম আকাশে দারুন চাঁদ উঠেছে তাই ছবি তুলে রেখেছিলাম এখন শেয়ার করছি। যদিও এখনো বাইরে বেশ চাঁদের আলো লক্ষ্য করতে পারছি। জানালা দিয়ে বাইরে তাকালেই যেন চারিপাশটা চাঁদের আলোয় ঝিলমিল করছে।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20240807_151720.jpg


বৃষ্টি ভেজা পথ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে বৃষ্টিভেজা রাজপথ দেখতে পাচ্ছেন। বাংলাদেশের ছাত্ররা আন্দোলন শেষে আমাদের কুষ্টিয়ার গড়াই নদীর ব্রিজের বিপরীত পাশে যে টোল প্লাজা ছিল সেটা ভেঙে দিয়েছে। একশ্রেণীর স্বার্থবাদী লোক গুলো ক্ষমতার প্রভাব দেখিয়ে এখান থেকে টোল আদায় করত। প্রতিদিন প্রচুর গাড়ি পারাপারের টাকা উঠতো যাইহোক যেহেতু সপ্তাহে দুইদিন কুষ্টিয়া যাওয়া হয় তাই আমার নিজের পকেট থেকেও ৪০ টাকা সেখানে দেওয়া লাগতো তবে বর্তমানে এখন আর এই টাকাটা দেওয়া লাগে না। সেদিন টোল প্লাজার পাশেই দাঁড়িয়ে ছিলাম আর সেখানকার বর্তমান পরিস্থিতির একটি ছবি তুলেছিলাম যদিও বৃষ্টি ভেজা রাস্তার সৌন্দর্যটা ক্যাপচার করেছিলাম তবে রাস্তায় যানবহন অনেকটা কম থাকার কারণে সৌন্দর্যটা পুরোপুরি ফুটে উঠেছে।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20240816_145949.jpg


খেলনা নৌকা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • নদী কেন্দ্রিক ছেলেমেয়েরা বেশিরভাগ সময় নদীতে গোসল করে সময় পার করে বিশেষ করে ভর দুপুরের পর থেকেই তাদেরকে নদীর পাড়ে গোসল করতে দেখা যায়। নৌকা থেকে নদীতে ঝাঁপ দেওয়া নৌকা চালিয়ে নদীর মাঝে গিয়ে গোসল করা এ ধরনের মজা নেওয়া তাদের কাছে স্বাভাবিক বিষয়। ছোট থেকে এ পর্যন্ত নদী কেন্দ্রিক যত ছেলেমেয়েদেরকে দেখেছি তারা বেশিরভাগ সময় নদীর পাড়ে সময় কাটায়। সেদিনের নদীর পাড়ে ঘুরতে গিয়ে লক্ষ্য করলাম একটি ছেলে নৌকা নিয়ে নদীর পাড়ে গোসল করছে তবে সেটা বড় নৌকা না সেটা ছিল একটি খেলনা নৌকা। আমি যখন নৌকা সহ ছেলেটার ছবি তুলতে যাচ্ছিলাম তখন ছেলেটা আরো আমার সন্নিকটে আসছিল সেই মুহূর্তে ছবিটা আরো স্পষ্ট এসেছে।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20240816_181207.jpg


নৌকা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • নদীতে পানি আসলে নৌকা ভ্রমণ হবে না সেটা তো হয় না। প্রতিবছরই আমার বন্ধুরা প্লানিং করে তবে নিজের সমস্যার কারণে গত বছরে বন্ধুদের সাথে নৌকা ভ্রমণের বিষয়টা মিস করেছি তারা অনেক করে বলেছিল কিন্তু আমি পারিবারিক সমস্যা থাকার কারণে অর্থাৎ আমার ফুফুর বাড়িতে অনুষ্ঠান থাকার কারণে সেই পিকনিকে জয়েন হতে পারিনি। এই বছরে আর সেটা মিস করিনি। বন্ধুদের সাথে নৌকা ভ্রমণের মুহূর্তে নৌকার সামনে বসে নদী আর আকাশের সৌন্দর্যটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। লাল মেঘ আর কালো মেঘের কম্বিনেশনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20240819_193027.jpg


রাতের আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা নদীর মাঝে থেকে তোলা। নৌকা নিয়ে নদীর মাঝে সময় পার করতে অনেক বেশি ভালো লাগে যদি রাতের আকাশে চাঁদ থাকে তাহলে তো আরো বেশি মজা লাগে। আমরা যেদিন নৌকা নিয়ে নদীর মাঝে ছিলাম সেদিন ছিল রাখি পূর্ণিমা। চাঁদের আলো পুরো নদীর সৌন্দর্যতা উপভোগ করতে সাহায্য করেছে। যখন চাঁদের আলোর নিচ দিয়ে নৌকা যাচ্ছিল তখন সেই মুহূর্তটা আরও বেশি সুন্দরভাবে উপভোগ করেছি এমন সৌন্দর্য চাইলেও সব সময় উপভোগ করা যায় না আর প্রকৃতির সৌন্দর্য প্রতিটা ক্ষেত্রেই আপনাকে মুগ্ধ করবে যেটা সেদিন রাতের বেলায় বারবার উপভোগ করেছি।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়


20231121_224724-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

বাহ্ আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাই।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে নৌকা এবং চাঁদের ফটোগ্রাফি দারুন হয়েছে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 8 months ago 

বেশ সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। আর নতুন পানিতে ভরপুর নদী। দেখেই বেশ ভালো লাগছে। আর সেই পানিতে বাচ্চাদের গোসল করার দৃশ্য কি যে ভালো লাগলো। আর আকশের ফটোগ্রাফিগুলোও বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 8 months ago 

হ্যাঁ সবার কাছেই প্রকৃতির সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে।

 8 months ago 

ফটোগ্রাফি আমি অনেক পছন্দ করি করতে এবং দেখতে। এত সুন্দর করে আপনি এই ফটোগ্রাফি গুলো করেছেন, যেগুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রকৃতির সৌন্দর্য এমনিতেই অনেক পছন্দ করি আমি। আর এত সুন্দর করে ফটোগ্রাফি করা হলে তো দেখতে আরো বেশি ভালো লাগে। এখানে থাকা সবগুলো ফটোগ্রাফি একেবারে মুগ্ধ হওয়ার মতো ছিল।

 8 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো আপু মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

বাহ! বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর। এবং ফটোগ্রাফিগুলোর বর্ণনা আপনি বেশ সুন্দর করে তুলে ধরেছেন। তবে পড়ন্ত বিকেলের ফটোগ্রাফিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মত শেয়ার করার জন্য.

 8 months ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

প্রকৃতির সৌন্দর্য পছন্দ করে না এরকম মানুষ একেবারে কম রয়েছে। আমি তো অনেক বেশি পছন্দ করি প্রকৃতির সৌন্দর্য দেখতে। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি এত সুন্দর ভাবে করেছেন, যা দেখতে দারুণ লাগছে। প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠে যদি এরকম ফটোগ্রাফি করা হয় তাহলে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

ঠিকই বলেছেন ভাই প্রকৃতির সৌন্দর্য সবাই পছন্দ করে আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

আজকে আপনি ভিন্ন রকম চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আপনার বৃষ্টি ভেজা রাস্তার ফটোগ্রাফি বেশিই ভালো লাগলো আমার কাছে। এবং সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 8 months ago 

ভেজা রাস্তার ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

ভাইয়া আপনি অনেক দারুন দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল তবে বিশেষ করে ছয় ও সাত নম্বর ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 8 months ago 

স্বাগতম আপনাকে।