দিনটা ছিল স্মরণীয় || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ২২শে ফাল্গুন | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল|
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
পোস্টের টাইটেলে যেহেতু উল্লেখ করেছি সেহেতু খুলে বলার আর কিছু নেই হ্যাঁ আমি আজকে আমার স্মরণীয় একটা দিনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। স্কুল জীবনের বন্ধুদের সাথে দীর্ঘদিন পর খুব কাছ থেকে ভরপুর আড্ডা হয়েছে সেই আঙ্গিকে পুরো দিনটাই তাদের সাথে কেটেছে আর তাদের সাথে কাটানো দিনের মুহূর্তগুলোই আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। মূলত আমরা পাঁচ বন্ধু একসাথে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে একই ম্যাচে থাকতাম। সেই ২০২১ সালের কথা তারপর থেকে আর একসাথে গভীরভাবে সময় কাটানো হয়নি। রাত হলে বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়তাম সেই মুহূর্তগুলো যেন পুরনো স্মৃতিতে গেঁথেছিল।
রমজানের দুই দিন আগে আমার কিছু কাজের জন্য সকালবেলা কুষ্টিয়া গিয়েছিলাম নিজের কাজ শেষ করে আবার বাইকের কিছু কাজ করানো দরকার ছিল মোটামুটি সারাদিন বেশ ব্যস্ততার মাঝেই পার হবে ভেবেছিলাম। দুপুরের মধ্যেই আপাতত আমার কাজ শেষ হয়ে গেল পরবর্তীতে জানতে পারলাম বন্ধু রিপন কুষ্টিয়া এসেছে। ফোনে যোগাযোগের পরে আমরা কুষ্টিয়ার জনপ্রিয় রেস্টুরেন্ট মৌবনে গিয়ে লাঞ্চ করার সিদ্ধান্ত নিলাম। মূলত আমি বাইক নিয়ে তাদের চেয়ে আগেই মৌ বোর্ডে পৌঁছে গেলাম তার কিছুক্ষণ পরেই আমার বাকি চারজন বন্ধু একসাথে হলাম। দুপুরে খাওয়ার আগে বেশ ভালই আড্ডা হচ্ছিল। অনেকদিন পরে সবাই একসাথে হয়েছি আড্ডাটা বেশ ভালই জমেছিল সেই তুলনায় ওয়েটার যেন তাড়াতাড়ি আমাদেরকে খাবারটা পরিবেশন করে দিল যাইহোক খাবার মেনুতে কি ছিল সেটা দেখতেই পাচ্ছেন।
খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে আমি তাদেরকে বললাম আমার বাইকের একটু কাজ করাতে হবে তাই কিছুটা সময় ব্যস্ত থাকবো তত সময়ে তোমরা রুমে গিয়ে রেস্ট কর আমি কাজ শেষ করে তোমাদের রুমে আসছি। সরাসরি সেখান থেকে বাইকের কাজ করানোর জন্য বাইক সার্ভিসিং পয়েন্টে চলে গেলাম। বাইকের যে কাজ ছিল সেটা কমপ্লিট করতে এক ঘন্টার ও অধিক সময় লাগলো। মোটামুটি কাজ শেষ করার পরে বাইক চালিয়ে দেখলাম মোটামুটি আগের চেয়ে বেশ ভালোই লাগছিল তবে আরো কিছু কাজ করাতে হবে কিন্তু আমার কাছে খুব বেশি টাকা ছিল না ভাবলাম ঈদের আগে অথবা ঈদের পরে বাকি কাজটা কমপ্লিট করে নিলে আবার বেশ কয়েক মাস রিলাক্সে বাইক চালাতে পারব। যাইহোক সেখানে সার্ভিসিং শেষে পনেরশো টাকা পেমেন্ট করলাম সেই সাথে যিনি বাইকের কাজ করলেন তাকে কিছু টাকা বকশিশ দিলাম। আপাতত সেখানকার কাজ শেষ এবার গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পালা।
ভেবেছিলাম বিকেল পর্যন্ত তাদের সাথে আড্ডা দিয়ে শেষ বেলায় বাড়ি ফিরে যাব। কিন্তু বন্ধুদের সাথে বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পরে হঠাৎ করেই পরিকল্পনা হল আজকে আর বাড়িতে যাব না বন্ধুরা সবাই মিলে রাতভর আড্ডা দিব সেই সাথে সারা বিকেল একসাথে ঘোরাফেরা করবো। সাথে বন্ধু রিপন ছিল তাকেও বলে দিলাম আজকে বাড়ি যাওয়া হবে না আজকে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিব। সারা বিকেল টুকটাক ভালোই ঘোরাফেরা আড্ডা হল পরবর্তীতে সন্ধ্যাবেলায় বন্ধু জসিমের টিউশনি ছিল সেই সাথে মাজিদুল নিজেও একটু কাজের জন্য বাইরে গিয়েছিল তাই ভাবলাম রুমে একা একা বসে না থেকে আমরা একটু অন্য কাজ করে আসি। কাজ শেষ করে সবাই গেলাম কারখানায় গরম রুটি খেতে। রুটির সাথে যদি তিলের একটা সংমিশন পান সেক্ষেত্রে রুটির আলাদা একটা স্বাদ পাবেন যাই হোক ছবি তোলার বিষয়টি সেখানে গিয়ে মিস করেছে তা না হলে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরতাম।
পরবর্তীতে কাজ শেষ করে সবাই যখন রাত্রিবেলায় আবার একসাথে হলাম তখন পুনরায় আবার নতুন করে আড্ডা শুরু হল। মূলত স্কুল জীবনের কিছু মুহূর্ত নিয়ে সবাই নিজেদের অতীতকে আবার স্মরণ করে সব ধরনের গল্পে মেতে উঠলাম। সময়টা অতি দ্রুত যেন পার হয়ে গেল তখন প্রায় রাত দশটা বাজে। সবাই একসাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করছিলাম এখন বাইরে চা খেতে যাব। খাওয়া-দাওয়া শেষ করে আবার কিছুটা গল্প করার পরেই দেখলাম রাত প্রায় বারোটা বাজতে চলেছে। তখন সবাই মিলে আবার চা খাওয়ার উদ্দেশ্যে বের হলাম।
কুষ্টিয়া পলিটেকনিকেল এর সামনের একটি দোকানে গিয়ে সবাই চা খেলাম সেই সাথে অতীতের গল্প চলছে চায়ের আড্ডার সাথে সাথে অনেক মজার মজার সব স্মৃতিচারণ নিয়ে কথা হচ্ছে। মজার বিষয় হচ্ছে বন্ধুরা থাকবে আর তর্ক হবে না সেটা তো হয় না। ছোট ছোট বিষয় নিয়ে বেশ ভালোই তর্ক হচ্ছে বিশেষ করে বন্ধু রিপন আর জসিমের তর্ক বেশ জমেছিল। মাঝখান থেকে আমি আর বন্ধু ওহিদ মজা নিচ্ছিলাম হা হা হা। পরবর্তীতে রাত্রে ঘুমানোর আগে মনে করছিলাম আসলে এই পুরো দিনটাই স্মরণীয় হয়ে থাকবে এমন সময় প্রতিটা মানুষের জীবনে বারবার আসুক যেটা তার সোনালী অতীত গুলো মনে করিয়ে দেয়।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | মার্চ,২০২৪ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Upvoted! Thank you for supporting witness @jswit.