কবিতার পত্রিকার অনলাইন ভার্সানের জন্য সম্পাদকীয় লিখলাম
কবিতার পত্রিকার জন্য সম্পাদকীয় লিখলাম
আবার দেখতে দেখতে আমরা এসে পদার্পণ করলাম নতুন মাসের ২১ তারিখে। আর ২১ তারিখ মানেই আপনাদের হাতে তুলে দেওয়া কবিতার আলোর একটি ঝকঝকে নতুন সংখ্যা। নতুনের সঙ্গে আমরা মেতে উঠি নতুন বিশ্বাসে। আমরা ভালোবাসি নতুন নতুন লেখা দিয়ে নতুন সংখ্যা সাজিয়ে আপনাদের হাতে তুলে দিতে। আর সেই সংকল্প নিয়েই প্রতিমাসে প্রকাশ করে চলেছি কবিতার আলো ওয়েবজিন সংখ্যা। একটু একটু করে পা বাড়িয়ে ধীরে ধীরে নতুনের দিকে এগিয়ে চলাই আমাদের নিয়ম। আর আমরা সেই পথে নিজেদের অগ্রসর করেছি সাধ্যমত। সময়কে গুরুত্ব দিয়ে ধীরে ধীরে বদলেছি পত্রিকার উদ্দেশ্য। বর্তমান যুগে তাই প্রিন্টেড ম্যাগাজিনের সাথে সাথে আমরা প্রকাশ করে চলেছি এই ওয়েবজিন সংখ্যা। আর ইতিমধ্যে এই ওয়েবজিন যথেষ্ট জনপ্রিয়তা লাভও করেছে। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে লেখা দিয়ে আমাদের পত্রিকাটিকে সচল রেখেছেন। আর সকল লেখক ও পাঠকদের দেওয়া সাহসকে বুকে ধরে আমরা এগিয়ে চলেছি সেই নতুনের খোঁজে। রবীন্দ্রনাথ বলেছিলেন, "আমরা নূতন যৌবনেরই দূত"। এই নুতনের খোঁজে যত এগিয়ে চলা যায় ততই যেন দরজা খুলে যায় একটি একটি করে। সামনে দিগন্তবিস্তৃত আলো এবং অজানাকে জানার ইচ্ছে নিয়ে শুধু হেঁটে চলা। তাই সময়ের অনুসারী সেই নৌকায় চেপেই আমাদের পথ চলা।
আমরা চেষ্টা করি প্রতি মাসের এই সংখ্যাটিকে প্রাসঙ্গিক দিক থেকে ফুটিয়ে তোলার। আর ঠিক সেই উদ্দেশ্য নিয়ে আমরা লেখাগুলিকে এক জায়গায় নিয়ে আসি। ঠিক তেমনভাবেই আমরা গুছিয়ে তুলেছি এই মাসের সংখ্যাটিও। বহু লেখার মধ্যে থেকে কিছু লেখাকে নির্বাচন করে আমরা সাজিয়েছি এই সংখ্যা। বর্তমানে কবিতার আলো ওয়েবজিন সংখ্যা পড়েন প্রচুর পাঠক। আর আমরা পাঠকদের থেকে প্রতিনিয়ত প্রতিক্রিয়া পাই। যা আমাদের নতুনভাবে ভাবতে সাহায্য করে। পথ চলতে গেলে যেটুকু সাহস এবং প্রত্যয় লাগে, তা আমাদের কাছে পাঠকরাই জুগিয়ে দেন প্রতিবার। এই সংখ্যাটি আপনাদের ভালো লাগলে নিশ্চয় আরও ছড়িয়ে দিন সকলের মাঝে। কবিতার আলোর প্রিন্টেড সংখ্যার সাথে সাথে ওয়েবজেন সংখ্যা পড়ুন এবং অন্যকেও পড়ান। এই সংখ্যাটি যত পরিমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করবেন, ততই আপনাদের লেখা আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। কবিতার আলোর সঙ্গে থাকবার জন্য সকল লেখক এবং পাঠকদের শুভকামনা জানাই।
কৌশিক চক্রবর্ত্তী
সম্পাদক
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁক ও ৫% এবিবি চ্যারিটিকে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।