কক্সবাজার সমুদ্র সৈকতের কিছু ছবি। ফটোগ্রাফি পোস্ট।
কক্সবাজার সমুদ্র সৈকতের কিছু ছবি
আজ আপনাদের সামনে কক্সবাজার সমুদ্র সৈকতের কিছু ছবি নিয়ে এলাম। কয়েক মাস আগে কয়েকটি কাজের জন্য গিয়েছিলাম বাংলাদেশে। সেই সময় কক্সবাজার ভ্রমণে গিয়েছিলাম দুই দিনের জন্য। সেখানে নিজের ক্যামেরায় ক্যামেরাবন্দি করেছিলাম কিছু প্রাকৃতিক পরিবেশের ছবি। তার মধ্যে কিছু বাছাই ছবি এখন আপনাদের সামনে তুলে আনছি। আমার চোখে কক্সবাজার অতি মনোরম একটি সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে এর নাম পৃথিবী জোড়া। বাংলাদেশের উপকূল থেকে শুরু করে এই সৈকত চলে গেছে একেবারে মায়ানমার সীমান্ত পর্যন্ত। প্রায় ২০০ কিলোমিটার লম্বা এই সৈকত এক কথায় অসাধারণ এবং নজরকাড়া। আমি কক্সবাজার গিয়েছিলাম একাই। সেখানে গিয়ে নিজের মতো দুদিন ঘুরেছিলাম। তখন যেসব ছবি ক্যামেরাবন্দি করেছিলাম তার মধ্যে খুব পছন্দের কয়েকটি ছবি আজ আপনাদের সামনে একে একে তুলে আনলাম।
💐প্রথম ছবি💐
ছবিটি কক্সবাজার সমুদ্র সৈকতে সূর্যাস্তের সময় তোলা। পশ্চিমমুখী উপকূল বলে কক্সবাজার থেকে সূর্যাস্তের ভীষণ সুন্দর ছবি পাওয়া যায়। চোখের সামনে থেকে সেই দৃশ্য দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। যদিও চেষ্টা করেছি সেই ছবির মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে আনতে।
💐দ্বিতীয় ছবি💐
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সামান্য একটু টেকনাফের দিকে এগোলে আপনি এমন অসংখ্য সাম্পানের দৃশ্য চোখের সামনে দেখতে পাবেন। সে এক অসাধারণ অভিজ্ঞতা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে মাছধরার এই ট্রলারগুলি। কিছু সচল আর কিছু দাঁড়িয়ে রয়েছে বন্ধ অবস্থায়। তারই একটি দৃশ্য গ্রহণ করেছি ক্যামেরার মাধ্যমে।
💐তৃতীয় ছবি💐
সূর্যাস্তের আরেকটি ছবি। ছবিটি চেষ্টা করেছি একটু জুম করে তোলার। এই অসাধারণ দৃশ্য সামনে থেকে প্রত্যক্ষ করার যে অভিজ্ঞতা তা কোনদিন ভুলবার নয়। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত বিভিন্ন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয়ের দৃশ্য প্রত্যক্ষ করেছি। কিন্তু কক্সবাজার সৈকত থেকে সূর্যাস্তের অনুপম শোভা উপলব্ধি করেছি সেই দিন।
💐চতুর্থ ছবি💐
কক্সবাজার সমুদ্র সৈকত আমার দেখা অন্যতম সেরা একটি সৈকত। চেষ্টা করেছি সাদা ঝুরো বালির এই সমুদ্র সৈকতের ছবি ক্যামেরাবন্দি করে রাখতে। দীর্ঘ এই সমুদ্র সৈকত অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। এর প্রস্থও কম নয়। তাই সাদা বালির এই সমুদ্র সৈকত পৃথিবীর অন্যতম সমুদ্র সৈকত গুলির মধ্যে একটি।
💐পঞ্চম ছবি💐
এবার আসুন সূর্যাস্ত হাওয়াকালীন সূর্যকে কেন্দ্র করে তোলা কিছু সাম্পানের ছবি দেখেনি। বিভিন্ন অ্যাঙ্গেলে চেষ্টা করেছি ছবিগুলিকে ধরে রাখতে। আমার চোখে দেখা এই দৃশ্য অন্যতম সেরা একটি দৃশ্য হিসেবে ধরা আছে আজও। আপনারাও ছবিতে দেখলে বুঝতে পারবেন চোখের সামনে থেকেই দৃশ্য দেখার অভিজ্ঞতা কত অন্যরকম।
💐ষষ্ঠ ছবি💐
সাম্পানের আরও একটি ছবি আপনাদের সামনে নিয়ে এলাম। একই ধরনের হলেও এই ছবি অ্যাঙ্গেল আলাদা। সাম্পান হলো বাংলাদেশের এমন অর্ধচন্দ্রাকার নৌকাগুলির নাম। সাধারণত মাছ ধরার কাজে এদের বহুল ব্যবহার করা হয়।
💐সপ্তম ছবি💐
এই ছবিটিও আমার কাছে অন্যতম একটি সেরা হিসেবে রাখা আছে আজও। প্রকৃতির অনুপম শোভায় হারিয়ে যেতে বেশি সময় লাগে না এখানে। সব থেকে সুন্দর হল মানুষের কম দাপাদাপি। বিশেষ করে যদি একটুখানি দক্ষিণ দিকে এগিয়ে যাওয়া যায় তবে যে অনুপম দৃশ্যের সাক্ষী থাকা যায় তা জীবনে ভুলবার নয়।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1861465913377333265?t=6x_OcCItHw8LRwSWUAHO4w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকের টাস্ক -
কক্সবাজার সমুদ্র সৈকতের পরে কাটানো মুহূর্তের ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো সূর্য অস্ত যাওয়ার দৃশ্যগুলো ছিল অসাধারণ।
অনেক ধন্যবাদ এমন সুন্দর মন্তব্য করে আমার পোষ্টের পাশে থাকলেন বলে। ভবিষ্যতে এমন ভাবে পাশে থাকবেন।
দূভাগ্যের কথা আর কী বলব ভাই। বাংলাদেশে থেকেও এখন পযর্ন্ত এই সৌন্দর্য দেখার সৌভাগ্য হয়নি আমার। আশাকরি খুব দ্রুতই যাব কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন আপনি ভাই। চমৎকার লাগল ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
সেকি ভাই। আমি ভারতবর্ষ থেকে কক্সবাজার দেখে চলে এলাম, আর আপনি সেখানে থেকেও এখনো দেখলেন না!! অবশ্যই ঘুরে আসুন। দারুন সুন্দর একটি জায়গা।