আজ নববর্ষের সূচনা। তাই সকলের উদ্দেশ্যে নতুন বছরের এই শুভেচ্ছামূলক পোস্ট।
আজ নববর্ষের সূচনা। তাই সকলের উদ্দেশ্যে এই শুভেচ্ছামূলক পোস্ট।
🙏বাংলা নববর্ষ ১৪৩২ 🙏
আজ পয়লা বৈশাখ ১৪৩২, শুরু হলো নতুন বাংলা বছর। এই দিনটা বাঙালিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু নতুন একটা ক্যালেন্ডারের পাতাই নয়, বরং এই দিন মানে নতুন আশা, নতুন স্বপ্ন, আর এক রকম নতুন জীবন শুরু করার সুযোগ। আমরা যেসব কষ্ট, দুঃখ বা ভুল নিয়ে আগের বছর পার করেছি, সেগুলোকে পেছনে ফেলে নতুনভাবে এগিয়ে চলার প্রতিজ্ঞা করি এই দিনে।
বাংলা নববর্ষের শুরুটা হয়েছিল মোগল সম্রাট আকবরের সময়ে। তখনকার দিনে খাজনা আদায়ের সুবিধার জন্য নতুন একটা ক্যালেন্ডার তৈরি করা হয়, যেটাকে বলা হতো “ফসলি সন”। এই সনটাকেই পরবর্তীতে আমরা বাংলা বছর হিসেবে মানতে শুরু করি। তখনকার দিনে গ্রামের কৃষকরা এই সময় খাজনা দিতেন, আর ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা খুলতেন। এখনো অনেক দোকানে ‘হালখাতা’ নামে একটা অনুষ্ঠান হয়—যেখানে পুরোনো দেনা-পাওনা মিটিয়ে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
নববর্ষ এখন কেবল ব্যবসার হিসাবের দিন নয়, এটা হয়ে উঠেছে বাঙালির এক বড় উৎসব। এই দিনে সকাল থেকে শহরের রাস্তায় মঙ্গল শোভাযাত্রা বের হয়, ঢাকায় রমনা বটমূলে ছায়ানটের গান হয়, কলকাতায় রবীন্দ্রসদন বা নন্দনে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই নতুন জামা পরে বের হয়—মেয়েরা পরে লাল-সাদা শাড়ি, ছেলেরা পরে পাঞ্জাবি। অনেক জায়গায় মেলা বসে, খাওয়া-দাওয়ার আয়োজন হয়, আর বন্ধু-পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া হয়।
খাবার-দাবারেও থাকে বৈচিত্র্য। কেউ খায় পান্তা-ইলিশ, কেউ খায় মিষ্টি, চটপটা, জিলিপি বা খাজা। এই দিনটা যেন এক রকম প্রাণের উৎসব।
এই দিনটি শুধু আনন্দের নয়, ভাবনারও। নতুন বছরে আমরা যেন আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, ভুলগুলো শুধরে নিই, আর নতুন কিছু শেখার ইচ্ছে রাখি। যেসব কাজে ভালো লাগা পাই, যেমন গান, কবিতা, বই পড়া—সেগুলোর চর্চা বাড়াই।
বাংলা নববর্ষ ১৪৩২ আমাদের জীবনে আনুক শান্তি, ভালোবাসা আর সুস্থতা। চল, আমরা সবাই মিলে এই নতুন বছরকে ভালোভাবে শুরু করি।
শুভ নববর্ষ ১৪৩২!
নতুন বছরে নতুন স্বপ্নে এগিয়ে চলার সময় এলো।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.