সম্পাদনার নীরব দায়িত্ব: ভালো কবিতা নির্বাচনের অন্তরালের কথা
সম্পাদনার নীরব দায়িত্ব: ভালো কবিতা নির্বাচনের অন্তরালের কথা
🙏 সকলকে স্বাগত জানাই 🙏
পত্রিকা মানেই শুধু কাগজে ছাপা কিছু লেখা নয়, পত্রিকা মানে একটি সময়ের দলিল, একটি চিন্তার প্রতিফলন, একটি সমাজ-মননের প্রতিবিম্ব। আর কবিতা যখন পত্রিকার প্রাণ হয়, তখন সেই পত্রিকার দায়িত্ব আরও বেশি হয়ে দাঁড়ায়। “কবিতার আলো” আমার সম্পাদিত একটি ছোটপত্রিকা, যেখানে প্রতিবার নতুন সংখ্যার জন্য পাঠকদের কাছ থেকে আসা কবিতার মধ্য থেকে নির্বাচিত কিছু রচনাই জায়গা পায়। বর্তমানে বৈশাখ সংখ্যার প্রস্তুতি চলছে। প্রতিবারের মতো এবারেও আমি ইমেলে আসা সমস্ত কবিতা পড়ে যাচ্ছি—খুঁটিয়ে, মন দিয়ে, গভীর মনোযোগে।
ভালো কবিতা বেছে নেওয়ার কাজটা সহজ নয়। এটি কেবল ব্যক্তিগত পছন্দ বা পছন্দের বিষয় নয়, বরং এটি একটি দায়িত্ব। পাঠকদের কাছে একটি সংখ্যা কীভাবে উপস্থাপিত হবে, কী বিষয় নিয়ে ভাববে পাঠক, কী ছোঁয়া পাবে কবিতার মাধ্যমে—সবটাই নির্ভর করে এই নির্বাচনের উপর। একজন সম্পাদককে হতে হয় একাধারে পাঠক, সমালোচক এবং দৃষ্টিভঙ্গির পথপ্রদর্শক।
প্রতি সংখ্যায় প্রচুর কবিতা জমা পড়ে। সেই কবিতার মধ্যে কেউ হয়তো সদ্য লিখতে শুরু করেছেন, কেউ হয়তো অনেকদিন ধরেই লেখালেখি করছেন, আবার কেউ হয়তো দীর্ঘদিনের অভিজ্ঞ কবি। কিন্তু সম্পাদক হিসেবে আমার প্রথম কাজ হচ্ছে কবিতার মধ্যে সত্যিকারের অনুভব, ভাষার দ্যুতি, ভাবনার মৌলিকতা এবং কবিত্বের গভীরতা খুঁজে বের করা। অনেক সময় কবিতা বাহ্যিকভাবে সুন্দর হলেও তার মধ্যে আবেগের স্থায়িত্ব থাকে না। আবার অনেক সময় নির্লিপ্ত ভাষার আড়ালে থাকে এক অসামান্য গভীরতা—যা ধরা দেয় শুধুমাত্র মনোযোগী পাঠনে।
সম্পাদকের এই নির্বাচন প্রক্রিয়া একটি সংখ্যা প্রকাশের ভিত গড়ে তোলে। একটি বৈশাখ সংখ্যা মানে শুধু ঋতুর পালাবদল নয়, এটি বাংলা নতুন বছরের প্রথম কাব্যিক উচ্চারণ। এই সময় পত্রিকার প্রতিটি শব্দ, প্রতিটি অনুচ্ছেদ যেন হয়ে ওঠে নবজাগরণের সুর। সেই সুর তালমেল করে তুলতে হলে প্রয়োজন হয় এমন কবিতা, যা সত্যিই মন ছুঁয়ে যায়।
তাই সম্পাদক হিসেবে আমি শুধু ভালো কবিতা খুঁজি না, খুঁজি সেইসব কবিতাও, যা সময়ের সঙ্গী হবে, পাঠকের অন্তরে স্থান করে নেবে, বাংলা কবিতার ধারাকে একটু হলেও এগিয়ে নিয়ে যাবে। সম্পাদকীয় কাজের এই নিরব দায়ভাগই "কবিতার আলো" পত্রিকাকে বারবার আলোকিত করে তোলে।
শেষ পর্যন্ত, একটি সংখ্যা তখনই সার্থক হয়, যখন পাঠকের চোখে তা ভাসে ‘ভালো লাগা’র আলোয়। আর সেই আলো জ্বালানোর প্রাথমিক মশাল থাকে সম্পাদক তথা কবিতা-নির্বাচকের হাতে।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1909297066779799658?t=DXRn0yZ8Mkw22w4zsWEusA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/KausikChak1234/status/1909631949234119003?t=s9uyl4rkcTr_lEEK4VAHtg&s=19
https://x.com/KausikChak1234/status/1909632191019246032?t=rpoc-MmkMeK4lKjH9NACCA&s=19
https://x.com/KausikChak1234/status/1909632387278848280?t=ysq9NUAEyiyABe0W0n7yUQ&s=19
https://x.com/KausikChak1234/status/1909632610206175447?t=zkugH0HW-CvMIPLcdK8NsQ&s=19
https://x.com/KausikChak1234/status/1909632940352430159?t=xJ1pzJKDALWMN9y45lixyw&s=19
https://x.com/KausikChak1234/status/1909633145395175597?t=J3ol4L3odG49zGWQabCIsw&s=19