জেনারেল রাইটিং : দূরত্ব
![]() |
---|
মানুষের মাঝে দূরত্ব কখনো হঠাৎ করে তৈরি হয় না। প্রতিটি সম্পর্কের ভেতরে ছোট ছোট অভিমান জমতে জমতেই একসময় সেই দূরত্ব একটা দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়। বিশেষ করে ভালোবাসার সম্পর্কে, যেখানে একটা সময় দুইজনই একে অপরকে জাস্ট চোখের ইশারায় বুঝতো, সেখানে একসময় চুপচাপ থাকা শুরু হয়। কেউ কিছু বলে না, কিন্তু দুজনেই টের পায় কিছু একটা বদলে গেছে।
সবাই'ই সাধারণত আগলে রাখে। সবাই চায় ভালোবাসে আগলে রাখতে। কারণ প্রতিটি মানুষের হৃদয়ে একটা আশ্রয় খুঁজে নেওয়ার স্বভাব আছে। তারা সম্পর্কটাকে বাঁচাতে চায়, আঁকড়ে ধরতে চায় শেষ মুহূর্ত পর্যন্ত। তবে যদি কোনো কারণে কেউ এক সময় সেই আগলে রাখা বন্ধ করে দেয়, যদি সে আর চেষ্টা না করে - বুঝে নিতে হবে, সে হয়তো ভীষণ ক্লান্ত। হয়তো সে আর যুদ্ধ করার শক্তি খুঁজে পায় না।
ভালোবাসা মানেই কেবল রোমান্টিকতা নয়, তা মানিয়ে নেওয়ার শক্তি, ত্যাগের সাহস, এবং একে অপরের রাগ-অভিমান বোঝার গভীরতা। এখানে দুটি অপরিচিত মানুষ শুধুই একসাথে থাকবে বলে সম্পর্কে জড়ায়। দুজনেরই চিন্তা ভাবনা আলাদা থাকে। একজন মানুষ যদি সত্যিই ভালোবাসে, তাহলে সে কখনো সঙ্গীর অভিমানকে অবহেলা করে না। বরং সে বুঝে ফেলে, এই অভিমান ভাঙানোর মধ্যেই আছে ভালোবাসার প্রকৃত শান্তি।
পুরুষরা সাধারণত শান্তি খোঁজে। সংসারে যদি সেই শান্তি না পায়, তাহলে তারা বাইরে গিয়ে খোঁজে। কিন্তু খোঁজে ঠিকই, কারণ তার চাওয়া শান্তি, বিশ্রাম, একটা নির্ভরতার জায়গা। অথচ কতজন পুরুষ বোঝে, সেই শান্তির ঠিকানা হয়তো তার পাশের মানুষটিই হতে পারতো? যদি সে একটু সময় দিত, একটু মন দিত, একটু যত্ন নিত।
রাগ বা অভিমান কখনো কাউকে অনুমতি দিয়ে ভাঙাতে হয় না। যে অভিমান করে সে কখনো বলবে না - এসো, আমার অভিমান ভাঙাও। বরং সে হয়তো মুখে বলে দিয়েছে, তোমার দরকার নেই আর আসার, কিন্তু ভিতরে ভিতরে সে অপেক্ষায় থাকে, কেউ একজন দরজায় টোকা দিক, না বলা কথাগুলো শুনে ফেলুক। দরজা হয়তো বন্ধ, কিন্তু ছিটকিনি তো ভেতর থেকে কেউ লাগায়— মানে, সে এখনো আশা ছাড়েনি।
যদি কোনো সম্পর্ক এমন হয়— এই খেতে এসো.. না, আমার খিদে নেই ... ওকে, ঠিক আছে—তাহলে সেটা আর ভালোবাসার সম্পর্ক থাকে না। সেটা তখন হয়ে ওঠে ইগো আর নির্লিপ্ততার সম্পর্ক। সেখানে আর কোনো যত্ন থাকে না, আরাম থাকে না, থাকে শুধু একে অপরকে প্রমাণ করার চেষ্টা— কে বেশি শক্ত, কে আগে মুখ ফিরিয়ে নেয়। অথচ ভালোবাসা মানে তো একজন পেছনে থাকলেও অন্যজনের হাত শক্ত করে ধরে রাখতে হবে।
ভালোবাসা, আদর, যত্ন—এগুলো শেখানো যায় না। এগুলো কোনো টিউটোরিয়াল দেখে আয়ত্ত করা যায় না। এগুলো আসে হৃদয়ের গভীর থেকে। যখন আপনি কারও ভালোবাসায় ভেসে যান, তখন তাকে যত্ন করতে আপনার কোনো ক্লান্তি লাগে না। কিন্তু কেউ যদি প্রতিদিন বলে দিতে হয়— আমাকে একটু ভালোবাসো, আমার খেয়াল রেখো, তখন সম্পর্কটা বোঝা হয়ে দাঁড়ায়। একতরফা সম্পর্ক বেশিদিন টিকে না, কারণ একা ভালোবাসা যথেষ্ট নয়।
তবুও মানুষ অভ্যাসের দাস। একবার কাউকে ভালোবেসে ফেললে, তার রাগ, হাসি, অভিমান—সবকিছুই অভ্যাস হয়ে যায়। আর এই অভ্যাস থেকে বের হওয়াটাই সবচেয়ে কষ্টকর। তাই হয়তো মানুষ দূরত্ব চায় না, কিন্তু দূরত্ব এসে পড়ে। মাঝে মাঝে না চাইলেও, কিছু না বললেও, কিছু জেনে-শুনেও—দূরত্ব তৈরি হয়।
আর সেই দূরত্ব একদিন এসে এমনভাবে ভেঙে দেয় সম্পর্কটাকে, যে বাঁচিয়ে রাখার সব চেষ্টাই তখন আর কাজ করে না। তখন শুধু মনে হয়— যদি একটু আগে বুঝতাম... যদি একটু সময় দিতাম... যদি একটু ভালোবেসে বলতাম। কিন্ত সেই একটু সময় আর ফিরে আসে না। ভালোবাসা আসলে অত কঠিন কিছু নয়। একটু বোঝা, একটু সময়, একটু মন দেওয়া—এটুকুই। এইটুকু না করতে পারলে, কোনো সম্পর্কই বাঁচানো যায় না।
আমার লিখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। অন্য কোনোদিন অন্য লিখা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জবের পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
টাক্স:
https://x.com/Junaid_2208/status/1951818219372925075
https://x.com/Junaid_2208/status/1951817560426463255
... especially virtual "relationships", that breaks my heart into thousand pieces. Not