আমার আজকের কর্মব্যাস্ত দিন [benificiary ১০% @shy-fox]

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আজ - ২১ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার| শরৎকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে আমার সারা দিনের কর্মব্যস্ত দিন সম্পর্কে উপস্থাপন করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।



  • কর্মব্যস্ত দিন
  • আজ ২১ ভাদ্র , ২০২১
  • রবিবার


তো চলুন শুরু করা যাক


আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে এবং আল্লাহর ইচ্ছায় আর একটি সকাল উপভোগ এবং দেখার ভাগ্য হলো। এই জন্যে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদাই করছি,আজ আমি আপনাদের সামনে আমার সারাদিন এর ব্যাস্ততাময় কর্মময় দিন উপস্থাপন করবো

আসসালামুওয়ালাইকুম, সবাই কেমন আছেন..?আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি।


IMG20210715052400-01.jpeg

ছবিঃ-শুভ সকাল

আমি ভোর ০৫ঃ০০ টায় ঘুম থেকে জেগে উঠি। তারপরে আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হই এবং দাঁত ব্রাশ করি। তারপরে টিউবওয়েল থেকে ওযু করি ফজরের সলাত আদাই করার জন্যে। ওযু শেষ করে আমি আমার রুমে চলে আসি, রুমে এসে আমি জামা-কাপড় পরিধান করে মসজিদের উদ্দেশ্য যাই ফজরের নামাজ আদাই করার জন্যে। মসজিদ টা আমার মেসের পাশেই তাই যেতে তেমন একটা বেশি সময় লাগে না। সলাত শেষ করে আমি বাইরে যাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। তারপর রুমে এসে কিছুক্ষণ বসে থাকি ফোন চালাই স্টিমে যাই এবং এক এক করে নোটিফিকেশন দেখি,তাপরে আমি লেখাপড়ায় মনোনিবেশ করি ভোর ৬ঃ০০ টা থেকে ৭ঃ৩০ পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাই।

IMG20210905103455.jpg

IMG20210905103940.jpg

ছবিঃ-দুপুরে রান্নার জন্যে

তারপরে মেসের খালা এসে খাবার দিয়ে যায়। আমি ৭ঃ৪৫ থেকে ৮ঃ০০ মধ্যে সকালের খাবার খাই। তারপরে কিছুক্ষণ বিশ্রাম করি। বিশ্রাম করতে করতে কিছু সময় ঘুমাই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হই তারপরে দোকানে যাই এবং কিছু খাবার কিনে নিয়ে আসি তারপরে কিছু খাবার খাই। মেসে খালা চলে আসে দুপুরে রান্না করার জন্যে আমি আবার দোকানে যাই ডিম ক্রয় করার জন্যে এবং ডিম ক্রয় করে আবার মেসে চলে আসি।রুমে এসে খালাকে ডিম দিয়ে সব কিছু বোঝায়ে দিই। দুপুরে কয়টা মিল হবে তা কি রান্না করতে হবে সব কিছু বুঝিয়ে আমি আমার রুমে চলে আসি। রুমে এসে আমি শুয়ে থাকি আবার মাঝেমাঝে বই পড়ি।

IMG_20210905_110819.jpg

Screenshot_2021-09-05-11-12-16-52.jpg

ছবিঃ-অনলাইন ক্লাস

যেহেতু কলেজ বন্ধ সেহেতু আমাদের কলেজে যাওয়ার নিয়ে তারাহুরো নাই আমি অনলাইনে ক্লাস করি। সকাল ৯ঃ০০ থেকে আমার অনলাইন ক্লাস শুরু হয় ১২ঃ০০ আমার ক্লাস শেষ হয়। ক্লাস শেষ করে আমি গোসল করার জন্যে টিউবওয়েল এর উদ্দেশ্য যাই, টিউবওয়েল থেকে গোসল শেষ করে আমি আমার রুমে যাই এবং পোশাক চেঞ্জ করি। তারপরে আমি কিছু খাবার খাই। খাবার খাওয়া শেষ করে আমি আমার রুমে যাই এবং বিশ্রাম করি আবার মাঝেমধ্যে গান শুনি ফেসবুক চালাই। এভাবে ১২ঃ৫৫ টা পর্যন্ত চলতে থাকে।
তারপর যোহরের আযান হয় আমি ওযু করে নামাজ পরার উদ্দেশ্য মসজিদে যাই এবং যোহরের সলাত আদাই করি। নামাজ শেষে আমি রুমে চলে আসি।কাল রাতে ব্যাস্ত থাকার কারনে লেখাপড়া ভালো হয় নাই তাই ঠিক করি আমি আজ দুপুরে ঘুমাবো না যেই কথা সেই কাজ না ঘুমিয়ে আমি দুপুর ২ঃ০০ থেকে ঠিক ৪ঃ৪৫ পর্যন্ত ডিজাইন অব মেশিন এলিমেন্টস এর অংক গুলো সমাধান করি। অংক গুলো করতে আমার খুবই ভালো লাগছিল। বিশেষত আমি অংক দেখে খুবই ভয় পাই তবে কেন জানি আজ আংক গুলো আমার কাছে বেশ ভালো লাগছিল।

IMG20210905165933-01.jpeg

ছবিঃ-নামাজের সময়

অংক শেষ করে আমি ওয়াশরুম যায়ে ফ্রেশ হই এবং ওযু করি আসরের নামাজ আদাই করার জন্যে কিছুক্ষণ পরে আসরের আযান হয় আমি নামাজ পড়ার জন্যে মসজিদে যাই । নামাজ শেষ করে আমি আমার মেসের পাশে ছোট ছেলেরা খেলাধুলা করে তাদের খেলা দেখি এবং তাদের সাথে গল্প করি। কাছে ফোন না থাকার কারনে তাদের সাথে ফটো তুলতে পারিনি।

IMG20210515182528.jpg

ছবিঃ-বিকেল সময়

খেলাধুলা শেষে মাগরিবের নামাজ আদাই করি এবং রুমে চলে আসি এবং কিছু শুকনো খাবার খাই। তারপরে কিছু সময় বিশ্রাম নিই,বিশ্রাম শেষ করে লেখাপড়া শুরু করি। মাঝে এশার নামাজ আদাই করার জন্যে মসজিদে যাই। নামাজ শেষ করে আমি রাতের খাবার খাই। খাবার খেয়ে মেসের সবার সাথে একটু আড্ডা দেই। তারপরে আমি ৯ঃ৩০ এ আবার পড়তে বসি, মাঝেমধ্যে দু একটা গান শুনি রুমমেট এর সাথে গল্প করি।

IMG20210905191347.jpg

ছবিঃ-রাত্রি বেলা

এভাবেই চলতে থাকে। পড়াশোনা শেষ করি ১১ঃ৩০ টায়। তারপরে আমি ১২ঃ০০ সময় বেডে যাই ঘুমানোর জন্যে। ঘুমানর আগে ডিসকোর্ড এ সবার সাথে কিছুসময় কথা বলি তারপরে ১২ঃ৩০ সময় চোখে ঘুম চলে আসে এবং ১২ঃ৪৫ এ ঘুমিয়ে যাই



আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন।


Sort:  
 4 years ago 

আপনার কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটি ভালোই কেটেছে। আরো সুন্দরময় হোক এটাই কামনা করি। পরিশেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

Apna kaw dhonnobad vhai

আপনার ব্যাস্ত দিনের গল্পটা বেশ ভালো ছিল।আপনার উপস্থাপনা খুব ভালো ছিল।এমন একটি ব্যাস্ত দিনে আপনি দুটি সুন্দর ফটোগ্রাফি করেছেন।পোষ্টের একটি ছবি অন্য মোবাইল থেকে তুলেছেন নাকি ভাই?

IMG_20210905_221055.jpg

আমি খুবই দুঃখিত যে আপনি এই ছবিটি কোথাও থেকে রিসিভ করেছেন অথবা ডাউনলোড করেছেন।

cc:@rme @rex-sumon @winkels @shuvo35 @moh.arif @hafizullah

 4 years ago 

আমি ও আমার ফোন দিয়ে ফটো টা তুলেছিলাম কিন্তু আমার ছবি টা ঝাপসা আসার কারনে আমি অন্য জনের কাছ থেকে ফটো টা নিয়েছিলাম

আপনাকে ধন্যবাদ জানানোর জন্যে,আমি ফটো চেঞ্জ করে দিচ্ছি

 4 years ago 

দিনটি আমাদের সকলের সামনে ভালোভাবে তুলে ধরেছেন। ভালো থাকুন।

 4 years ago 

আপনি ও ভালো থাকুন দিদি