সেলাই পোস্ট:// হ্যান্ড এমব্রয়ডারি ডেইজি ফুলের ডিজাইন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

IMG20240326110319-02.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে।

আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি পোস্ট। আজকে শেয়ার করতে চলেছি হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন। আপনারা ইতোমধ্যে জানেন প্রতি সপ্তাহে আমি একটি করে সেলাইয়ের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে একটি সেলাইয়ের পোস্ট নিয়ে এলাম। বিভিন্ন ধরনের রঙিন সুতা ব্যবহার করে ফুলের ডিজাইনগুলো সেলাই করতে আমার ভীষণ ভালো লাগে।আজকে লেজি ডেইজি সেলাই দিয়ে সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছে। এই ধরনের কাজগুলো করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে ধৈর্য ধরে কাজটি করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার আজকের সেলাই করা ফুলের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক কিভাবে হ্যান্ড এমব্রয়ডারি ফুলের নকশাটি তৈরি করলাম।

হ্যান্ড এমব্রয়ডারি ডেইজি ফুলের ডিজাইন

IMG20240326105550-01.jpeg

IMG20240326105554-01.jpeg

IMG20240326110110-01.jpeg

IMG20240326110113-01.jpeg

IMG20240326110138-01.jpeg

IMG20240326110224-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাপড়
২.সুঁই
৩.রঙিন এমব্রয়ডারি সুতা
৪.পেন্সিল
৫.ফ্রেম

IMG20240326101756.jpg

ধাপ-১:

প্রথমে আমি ফ্রেমের সাথে সাদা রঙের কাপড়টি সুন্দরভাবে সেট করে নিব। এরপর কাপড়টির উপর পেন্সিল দিয়ে ফুল ও পাতার নকশাটি অংকন করব।

IMG20240326101942.jpg

ধাপ-২:

এরপর সুঁইয়ের মধ্যে সাদা রঙের সুতা পরিয়ে নিব। প্রথমে আমি লেজি ডেইজি সেলাই দিয়ে ফুলটি তৈরি করবো।প্রথমে সুঁইটি দাগ দেওয়া ফুলের পাঁপড়ির মাঝ দিয়ে উঠিয়ে নিব। এরপর একই জায়গায় আবার সুঁইটি নিচে নামিয়ে নিব। তারপর চিত্রের মতো করে সুঁইটি আবার নিচ থেকে সুতার মধ্যে দিয়ে তুলে আবার নিচে নামিয়ে নিব।

IMG20240326102017.jpgIMG20240326102038.jpg
IMG20240326102145.jpgIMG20240326102218.jpg
ধাপ-৩:

এরপর চিত্রের মত করে সুঁইটি সাদা রঙের সুতার মধ্যে দিয়ে তুলে আবার দাগ দেওয়া অংশের মধ্যে দিয়ে নিচে নামিয়ে নিব।এভাবেই লেজি ডেইজি সেলাই দিয়ে একটি পাঁপড়ি তৈরি করলাম।

IMG20240326102304.jpgIMG20240326102356.jpg
IMG20240326102438.jpgIMG20240326102511.jpg
ধাপ-৪:

একইভাবে ফুলের সবগুলো পাঁপড়ি সেলাই করে নিব।

IMG20240326102902.jpgIMG20240326103527.jpg

IMG20240326103849.jpg

ধাপ-৫:

এরপর ফুলের মধ্যে অনেকগুলো ফ্রেঞ্চ গিঁট সেলাই দিব। প্রথমে কাপড়ের নিচ থেকে সুঁই উঠিয়ে নিব। এরপর সুঁই এর মাথায় সুতা দিয়ে দুইটি প্যাঁচ দিয়ে সুঁইটি কাপড়ের মধ্যে দিয়ে নামিয়ে নিচে টান দিব। এভাবেই হয়ে গেল ফ্রেঞ্চ গিঁট সেলাই।

IMG20240326104058.jpgIMG20240326104114.jpg
IMG20240326104126.jpgIMG20240326104146.jpg
ধাপ-৬:

একইভাবে সবগুলো ফ্রেঞ্চ গিঁট সেলাই করে নিব।এখন ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছে।

IMG20240326104437.jpg

ধাপ-৭:

এখন ফুলের ডাল সেলাই করে নিব। এখানে আমি ডালটি সেলাই করার জন্য চিত্রের মত করে ডালফোঁড় দিব।ডালফোঁড় দিয়ে ফুলের সম্পূর্ণ ডালটি সেলাই করে নিয়েছি।

IMG20240326104649.jpgIMG20240326104722.jpg
IMG20240326104748.jpgIMG20240326104941.jpg
ধাপ-৮:

এরপর ফিশবোন সেলাই দিয়ে পাতা সেলাই করে নিব। এখন পাতা সেলাই করার জন্য,পেন্সিল দিয়ে আঁকা পাতার উপরের অংশে সুঁই উঠিয়ে নিব। এবং চিত্রের মতো করে পাতার মাঝের অংশ দিয়ে সুঁই নামিয়ে একটি ফোঁড় তুলে নিব। একইভাবে পাশে আরো দুইটি ফোঁড় তুলে নিব।এভাবেই সবগুলো ফোঁড় তুলে পাতা সেলাই করে নিব।

IMG20240326105021.jpgIMG20240326105033.jpg
IMG20240326105047.jpgIMG20240326105251.jpg
ধাপ-৯:

একইভাবে আমি পাশে আরো একটি পাতা সেলাই করে নেব। তৈরি হয়ে গেল হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুলের ডিজাইন।

IMG20240326110211-01.jpeg

ফাইনাল আউটপুট:

IMG20240326110255-01.jpeg

IMG20240326110302-01.jpeg

IMG20240326110247-01.jpeg

IMG20240326110230-01.jpeg

IMG20240326110311-01.jpeg

IMG20240326110338-01.jpeg

সেলাইয়ের প্রথম দিকে ফুলটি দেখতে খুব একটা ভালো লাগছিল না। তবে সম্পূর্ণ সেলাই কমপ্লিট করার পর ফুলের ডিজাইনটি দেখতে আমার কাছে বেশ ভালই লাগছিল। আপনাদের কাছে আমার আজকের সেলাই করা ফুলের ডিজাইন কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীহ্যান্ড এমব্রয়ডারি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

আপনি সবসময় অনেক সুন্দর করে হাতে সেলাই করে থাকেন। যেগুলো আমি দেখেছি এর আগেও বেশ কয়েকবার। ডেইজি ফুলের ডিজাইন করেছেন আপনি খুব সুন্দর করে। সত্যি আপু আপনার হাতের কাজ কিন্তু অনেক বেশি নিখুঁত। আপনার এই সুন্দর কাজটা দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়েছি। কারণ সুঁই এবং সুতা দিয়ে এত সুন্দর করে এটা করেছেন যে দেখতে ভালোই লাগছিল। আশা করছি এই ধরনের কাজগুলো পরবর্তীতেও আমরা দেখতে পাবো।

 2 years ago 

আমার সেলাইয়ের কাজ আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এ ধরনের হ্যান্ড এমব্রয়ডারি এগুলো করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয় সময়ও ব্যয়বহুল সাথে খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। আমার কাছে সব থেকে বেশি ভয় লাগে খুব যাতে হাতে ফুঁড়ে না যায়। কিন্তু আপু ঠিকই বলেছেন আপনি এই কাজগুলো করার পরের মুহূর্তটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে লেজি ডেইজি ফুলের একটি হ্যান্ড এমব্রয়ডারি শেয়ার করেছেন যেটা ধাপগুলো খুবই দারুণভাবে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

সেলাই করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। তা না হলে হাতে সুঁই বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে ক্রিয়েটিভিটি থাকলে বহু কিছু করা সম্ভব। আপনি সুই সুতার মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলেছেন। এধরনের কাজগুলো সত্যিই প্রশংসনীয়। আর দেখতে কিন্তু কাজটি খুব সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু সুই সুতার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার প্রশংসনীয় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যান্ড এমব্রয়ডারি ডেইজি ফুলের ডিজাইন অসাধারণ হয়েছে। আপনি প্রতি সপ্তাহে এই সেলাইয়ের কাজগুলো শেয়ার করা শুরু করে দিয়েছে।ন আজকেও নতুন একটি পোস্ট শেয়ার করলেন। আসলে এ ধরনের কাজ করতে অনেক দক্ষতা এবং সময় প্রয়োজন হয়। আপনি ঠিক দক্ষতা ও সময় নিয়েই সুন্দরভাবে আমাদের মাঝে এই কাজগুলো উপহার দিচ্ছেন। আপনারা আজকের ফুলের ডিজাইন অসাধারণ ছিলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ, প্রতি সপ্তাহে একটি করে সেলাই এর পোস্ট করার চেষ্টা করি। সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার হ্যান্ড এমব্রয়ডারির কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এর আগেও আপনার এই ধরনের কাজের বেশ কয়েকটি পোস্ট দেখেছিলাম। আজকের ডেইজি ফুলের ডিজাইন টিও চমৎকার হয়েছে। খুবই সুন্দর লাগছে ফুলটি দেখতে। আপনি সম্পূর্ণ কাজটা সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আমার হ্যান্ড এমব্রয়ডারি কাজগুলো আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

বাহ আপু খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করেছেন আপনি। এভাবে হাতে সেলাইয়ের কাজ আমার খুব পছন্দ। কিন্তু এগুলোতে আমি খুব একটা এক্সপার্ট না। ডেইজি ফুলের এমব্রয়ডারি করাতে বেশি সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। জামার মধ্যে এ ধরনের সেলাই গুলো করে, ডিজাইন করলে খুবই সুন্দর লাগবে।

 2 years ago 

আপনিও সেলাইয়ের কাজ পছন্দ করেন জেনে ভালো লাগলো। মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে ডেইজি ফুলের দারুন একটি সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন।
সচরাচর এখন এই ধরনের কারু কাজ গুলো কমে চোখে পড়ে।
কালার টাও দারুণ ফুটেছে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসামূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর একটি ফুল তৈরি করে দেখিয়েছেন। আমিও কম-বেশি এই জাতীয় ফুল তৈরি করতে পারি আপু। আমার একটি সুন্দর কাঁথা এভাবে ফুল তৈরি করছিলাম। তবে এখনো বাকি রয়েছে। আপনি এই বিষয়ে দক্ষ দেখে ভালো লেগেছে আমার।

 2 years ago 

আপনিও সেলাইয়ের কাজ পারেন জেনে ভালো লাগলো। সেলাইয়ের কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে।

 2 years ago 

অনেক সুন্দর একটি ডিজাইন শেয়ার করেছেন আপু। ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু, মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।