সেলাই পোস্ট: // হ্যান্ড এমব্রয়ডারি কমলার স্লাইসের ডিজাইন //

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে।

IMG20240315155724-01.jpeg

প্রতিদিনই আপনাদের সঙ্গে ইউনিক কিছু পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকে পোস্ট করার আগে ভাবছিলাম কি পোস্ট করা যায়। ভাবতে ভাবতেই মনে হল এ সপ্তাহে তো কোন সেলাইয়ের পোস্ট করা হয়নি। তাই আজকে একটি সেলাইয়ের পোস্ট করা যাক। কিন্তু কি সেলাই করব সেটা নির্ধারণ করতেও বেশ সময় লেগে যায়।

অবশেষে মনে হল আজকে সিম্পল এবং সুন্দর কিছু সেলাই করা যাক। তাই আজকে কমলার স্লাইসের একটি হ্যান্ড এমব্রয়ডারি নকশা সেলাই করলাম।আমরা সাধারণত কমলা অথবা লেবুর স্লাইসের পেন্টিংগুলো করে থাকি। কিন্তু আমি ভাবলাম এটা পেইন্টিং না করে যদি সেলাইয়ের মাধ্যমে উপস্থাপন করা যায় তাহলে বিষয়টা কেমন হয়। তাই সুঁই সুতা নিয়ে বসে পড়লাম সেলাইয়ের জন্য। অবশেষে সেলাই করে ফেললাম কমলার স্লাইসের হ্যান্ড এমব্রয়ডারি। এটি দেখতে আমার কাছে বেশ ভালই লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আজকে এই কমলার স্লাইসের হ্যান্ড এমব্রয়ডারি করলাম।

হ্যান্ড এমব্রয়ডারি কমলার স্লাইসের ডিজাইন

IMG20240315160057-01.jpeg

IMG20240315160028-01.jpeg

IMG20240315155923-01.jpeg

IMG20240315155836-01.jpeg

IMG20240315155716-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাপড়
২.সুঁই
৩.রঙিন এমব্রয়ডারি সুতা
৪.পেন্সিল
৫.ফ্রেম

IMG20240315145436.jpg

ধাপ-১:

প্রথমে আমি ফ্রেমের সাথে সাদা রঙের কাপড়টি সুন্দরভাবে সেট করে নিব। এরপর কাপড়টির উপর পেন্সিল দিয়ে কমলার স্লাইসের নকশাটি অংকন করব।

IMG20240315145635.jpg

ধাপ-২:

এরপর সুঁইয়ের মধ্যে কমলা রঙের সুতা পরিয়ে নিব। চিত্রের মত করে দাগ দেয়া অংশে সুঁইটি নিচ থেকে উঠিয়ে নিব।এবং একটু ফাঁকা রেখে দাগের উপর দিয়ে সুঁইটি আবার নিচে নামিয়ে নিব।

IMG20240315145749.jpgIMG20240315145817.jpg
IMG20240315145832.jpgIMG20240315145839.jpg
ধাপ-৩:

সুঁইটি নিচ থেকে টান দিয়ে সুতা ঠিক করে নিব। এভাবে একটি ফোঁড় সেলাই করে নিলাম। একইভাবে সবগুলো ফোঁড় তুলে কমলার স্লাইসের নিচের অংশটুকু সেলাই করে নিব।

IMG20240315145903.jpgIMG20240315145925.jpg
IMG20240315150707.jpgIMG20240315150917.jpg
ধাপ-৪:

এখন কমলার স্লাইসের মাঝের অংশটুকু সেলাই করব। প্রথমে সুঁইটি কমলার স্লাইসের মাঝ বরাবর উঠিয়ে নিব। এরপর একই জায়গায় আবার সুঁইটি নিচে নামিয়ে নিব। তারপর চিত্রের মতো করে সুঁইটি আবার নিচ থেকে সুতার মধ্যে দিয়ে তুলে আবার নিচে নামিয়ে নিব।

IMG20240315151030.jpgIMG20240315151101.jpg
IMG20240315151221.jpgIMG20240315151253.jpg
ধাপ-৫:

এরপর সুতাটি নিচ থেকে সুন্দরভাবে টেনে ঠিক করে নিব। এভাবেই মাঝের সম্পূর্ণ অংশটি সেলাই করে নিব।

IMG20240315151304.jpgIMG20240315153047.jpg
ধাপ-৬:

এখন কমলার স্লাইসের নিচের দিকে প্যাঁচানো সেলাই দিব। প্রথমে সুঁইটি নিচ থেকে উঠিয়ে নিয়ে চিত্রের মত করে একটি ফোঁড় দিব। এভাবেই সবগুলো ফোঁড় দিয়ে কমলার স্লাইসের নিচের অংশটুকু সেলাই করে নিব।

IMG20240315153152.jpgIMG20240315153208.jpg
IMG20240315153231.jpgIMG20240315153900.jpg
ধাপ-৭:

এরপর চিত্রের দেখানো উপায়ে কমলার স্লাইস এর সামনের তিনটি বীজ সেলাই করে নিব। এভাবেই আমার সম্পূর্ণ অংকন শেষ হলো।

IMG20240315153930.jpgIMG20240315153946.jpg
IMG20240315154021.jpgIMG20240315154044.jpg
IMG20240315154054.jpgIMG20240315154532-01.jpeg
ফাইনাল আউটপুট:

IMG20240315155512-01.jpeg

IMG20240315155756-02.jpeg

IMG20240315155903-01.jpeg

IMG20240315155457-01.jpeg

IMG20240315155938-01.jpeg

IMG20240315160038-01.jpeg

আমার আজকে সেলাই করা কমলার স্লাইসের হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন আপনাদের কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আশা করি আপনাদের ভাল লেগেছে। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীহ্যান্ড এমব্রয়ডারি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 last year 

বাহ!!দারুন তো। চমৎকারভাবে কমলার স্লাইস এর হ্যান্ড এমব্রয়ডারি করে আমাদের মাঝে দেখিয়েছো। এ ধরনের এমব্রয়ডারি গুলো আমার কাছে খুব ভালো লাগে দেখতে। ধাপে ধাপে পোস্টটি এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে।

 last year 

গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমার হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

আমি তো ভাবতেছি বাস্তবে কোন কমলার স্লাইস পড়ে আছে। আপনি যে এত দারুণভাবে কাজটি সম্পন্ন করেছেন। মেয়েরা বসে থাকতে পারে না, বসে থাকলেই তারা বিভিন্ন কাজ করে থাকে। সেলাই পোস্ট করেছেন আজকে বেশ দুর্দান্ত ছিল। অনেক সুন্দর ভাবে আপনি হ্যান্ড এমব্রয়ডারি কমলার স্লাইসের ডিজাইনটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 last year 

আমার সেলাই করা হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last year 

হ্যান্ড এমব্রয়ডারি কমলার স্লাইসের ডিজাইন অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। আপনার ধাপে ধাপে ডাই পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ধাপ গুলো শেয়ার দেখে অনেক ভালো লাগছে। ইউনিক ডাই দেখতে পেলাম।

 last year 

মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

সাদা কাপড়ের উপর রঙিন এমব্রয়ডারি সুতা দিয়ে অনেক সুন্দর ভাবে কমলার স্লাইসের ডিজাইন তৈরি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে।এই ধরনের আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। সেলাইয়ের ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।

 last year 

হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইনগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ডাল সেলাই আর বোতাম ফোর দিয়ে কমলার স্লাইড সেলাই করেছেন।তবে কালার টা বেশ ভালো লেগেছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন।তবে বিচি গুলো সাদা কালার হলে আরো বেশি ভালো লাগতো।সব মিলিয়ে এমনেও ভালো লাগছে।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 last year 

প্রশংসামূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু আপনার হ্যান্ড এমব্রয়ডারির কাজগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার হাতের কাজগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আপনার এই কাজগুলো দেখে আমারও শিখতে ইচ্ছে হয়। আজকের কমলার স্লাইসের ডিজাইন টা খুবই সুন্দর হয়েছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আমার কাজগুলো আপনার এত ভালো লাগে জেনে খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার এই ধরনের যত পোস্ট দেখি ততই মুগ্ধ হয়ে যায়। অসাধারণ পোস্ট করে থাকেন আপনি। এ ধরনের ডাই দেখলে আসলেই চোখ ফেরানো দুষ্কর হয়ে পড়ে।হ্যান্ড এমব্রয়ডারি কমলার স্লাইসের ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আমার পোস্টগুলো আপনার ভালো লাগে জেনে খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনি হাতের সেলাইয়ের কাজ খুব ভালো পারেন আপু। এর আগেও এরকম একটা ডিজাইন দেখেছিলাম। আজকেও অনেক সুন্দর একটা সেলাই দেখলাম আপনার হাতের। হ্যান্ড এমব্রয়ডারি কমলার স্লাইসের ডিজাইন আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখতে। এই ধরনের আর্টগুলো আমরা করে থাকি। আর আপনি এটাকে সেলাইয়ের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। সিম্পলের উপরে এটা করলেও, আমার মনে হচ্ছে সময় লেগেছিল এটা করতে।

 last year 

প্রশংসামূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সেলাই আপনার ভালো লাগে জেনে খুশি হলাম।

 last year 

খুব সুন্দর একটি হ্যান্ড এমব্রয়ডারি কমলার স্লাইসের ডিজাইন করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এমনিতেও এরকম ডিজাইন গুলো দেখতে আমার খুব ভালো লাগে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্যও অনেক শুভকামনা রইল ।

 last year 

অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে এমব্রয়ডারি কমলার স্লাইসের ডিজাইন করছেন। আসলে আপু এই ধরনের কাজ গুলো করলে নিজের সৃজনশীলতা বৃদ্ধি পায়। ধন্যবাদ আপু সুন্দর একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ এত সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।