আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং আমার একদমই করা হয় না। অনেকদিন পর আজকে একটা পেইন্টিং শেয়ার করছি। আজকে আপনাদের সাথে সুন্দর একটা বৃষ্টি পড়ার দৃশ্যের পেইন্টিং শেয়ার করছি। গত কয়েকদিন ধরে প্রত্যেকদিন প্রায় বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে তো আজকে সকাল থেকে টানা বৃষ্টি। হঠাৎ করে মনে হল এরকম একটা পেইনটিং করা যাক। আমি পেইন্টিং খুব সুন্দর ভাবে পারি না। আমার কাছে মনে হয় আমি কালার গুলো সুন্দর ভাবে মিক্স করতে পারি না। আসলে এই পেইন্টিং এর পেছনে খুব একটা টাইম দেওয়া হয় না তাই হয়তো এটা তে উন্নতিও করতে পারছি না। ম্যান্ডেলা আর্ট গুলো আমার ভালো লাগে। পেইন্টিং এ দক্ষতা নেই বললেই চলে। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি পেইন্টিং করার। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
পেইন্টিং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

- আর্ট পেপার
- পোস্টার কালার
- তুলি
- মাস্কিং টেপ
প্রথমে আমি আর্ট পেপারের চারদিকে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তারপর পুরা পেজটা প্রথমে সাদা এবং নীল রঙের কম্বিনেশনে রং করে নিয়েছি।

এবার নীল রঙের পেইন্টিং এর উপরে সাদা রঙ দিয়ে মেঘ অঙ্কন করে নিলাম। তার ওপর হালকা নীল রং দিয়ে আবারো মেঘগুলো অঙ্কন করে নিয়েছি।

এবার একপাশে একটা ল্যাম্পপোস্ট অংকন করে নিলাম। তারপর সেটাকে রং করে নিয়েছি। ভিতরে আলো জ্বলছে এরকম বুঝানোর জন্য হলুদ রং করে নিলাম।

ল্যাম্পপোস্টের কাছে কিছু গাছ বোঝানোর জন্য গাছের পাতা অঙ্কন করে নিয়েছি। প্রথমটা আমি কালো রং করে নিয়েছি কালো রংয়ের উপর সবুজ রঙের পাতা অঙ্কন করে নিলাম।

এবার ল্যাম্পপোস্টের কাছে কিছু তার ঝুলছে এরকম একটা দৃশ্য অঙ্কন করে নিয়েছি। তার ওপরে একটা কোনায় ছাদ বুঝানোর জন্য কালো রং করে নিলাম।

সবশেষে চিকন ব্রাশ দিয়ে সাদা রং ব্যবহার করে আমি বৃষ্টি পড়ছে এরকম দৃশ্য অঙ্কন করে নিয়েছি। এভাবেই আমি আজকের পেইন্টিং টা শেষ করলাম।




এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕




ধন্যবাদান্তে
@isratmim
🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍
আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
বৃষ্টিস্নাত রাতের দৃশ্যের পেইন্টিং খুবই চমৎকার লাগছে। এই ধরনের পেইন্টিং করতে অনেক সময় প্রয়োজন। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1950951820634800571?t=2xc5qCdLdccZ_CXmmesBvA&s=19
https://x.com/IsratMim16/status/1950953266277384317?t=HzhkiQKS9FmDQDVmz9_Ruw&s=19
আহা, একেবারে হৃদয় জুড়ানো পেইন্টিং করেছেন আপু। সেই সাথে পেইন্টিং এর প্রত্যেকটা ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন বর্ণনা সাথে। বৃষ্টিস্নাত রাতের এরকম মনোমুগ্ধকর দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু আপনার প্রেইন্টিং চমৎকার হয়েছে। আসলে আপু বৃষ্টির দৃশ্য গুলো একটু বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে বাস্তবে বৃষ্টি হচ্ছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার বৃষ্টিস্নাত রাতের দৃশ্যের পেইন্টিং টি দারুণ সুন্দর হয়েছে। এখন বর্ষাকাল, প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে এমন দৃশ্য নিয়ে টেইন্টিং করা সত্যিই সুন্দর।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও অসাধারণ আপু আজকে আপনি চমৎকার বৃষ্টিস্নাত এর পেইন্টিং করেছেন। সত্যি বলতে আপনার পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর এভাবে পেইন্টিং গুলো করতে অনেক সময় লাগে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টিস্নাত এর পেইন্টিং করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা অবিরাম ।
আজকে আপনি অনেক সুন্দর একটা পেইন্টিং করেছেন। আমার কাছে আপনার করা এই পেইন্টিং দেখতে অনেক সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর পেইন্টিং গুলো অনেক বেশি নিখুঁতভাবে আর সময় নিয়ে অঙ্কন করা লাগে। আপনি পুরোটা দারুণভাবে এঁকেছেন। নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ভালো লাগলো দেখে।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজে সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।