কালারফুল ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- জেল পেন
- পেন্সিল কম্পাস
- রং পেন্সিল
প্রথমে আমি মাঝখানে বাঁকা করে একটা চতুর্ভুজ এর মতো অঙ্কন করে নিলাম। এবার এর চারপাশে বড় বড় ফুলের পাপড়ি ডাবল করে একে নিলাম। এরপর এই ড্রইং টুকু জেল পেন দিয়ে এঁকে নিলাম।
![]() | ![]() |
---|
এবার বড় পাঁপড়ির মাঝখানের অংশগুলো হলুদ রং করে নিয়েছি। এরপর মাঝখানের অংশটুকু কালো করে নিয়েছি এবং ছোট ছোট পাতার মতো অংশগুলো সবুজ রং করে নিলাম।
বড় বড় পাপড়ির মাঝখানে বিভিন্ন রকম ডিজাইন করে নিলাম। এর পাশে ছোট ছোট বৃত্ত দিয়ে ডিজাইন করে নিয়েছি।
এরপর পাপড়ির মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর মধ্যে কিছু কালার করে নিলাম। সবগুলোই সবুজ কালার করে নিয়েছি।
এরপর বড় বড় পাপড়ির চারপাশে আরো কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম।
এরপর এই ছোট ছোট ফুল গুলোর মধ্যে সবুজ এবং হলুদ কালার কম্বিনেশন এর রং করে নিয়েছি। এভাবে কালারফুল মেন্ডেলা আর্ট করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1965793040293056525?t=Kfvdqp73pQk8CNF-eAwC7A&s=19
কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে অনেক ভালো লাগলো আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনার ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে। আসলে আপু এই ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এগুলো করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। ধাপ গুলো সুন্দর করে দেখিয়েছেন। নিশ্চয় ধাপ দেখে যেকেউ তৈরি করতে পারবে।ধন্যবাদ আপু।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
বরাবরের ন্যায় আপনার আজকের আর্ট করা ম্যান্ডেলা দৃশ্যটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার ম্যান্ডেলা আর্ট গুলি দেখতে চমৎকার দেখায়। প্রত্যেকটা ধাপকে সুন্দর বর্ণনার সাথে সহজ ভাষায় উপস্থাপন করেছেন।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
বেশ সুন্দর হয়েছে আপনার ম্যান্ডালাটি। অনেকটা আলপনা মতো লাগছে। বিয়ে বাড়িতে এ ধরনের আলপনা দেয়া হয়ে। তবে কালাফুল হওয়ায় দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ সুন্দর একটা ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা অবিরাম।
আপনার মেন্ডেলা আর্ট গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে৷ এগুলো আমি সবসময় দেখার চেষ্টা করি৷ যতই নতুন আর্ট গুলো দেখি ততই মুগ্ধ হয়ে যাই৷ আজকে যেভাবে আপনি এত চমৎকার এই ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন ৷ তার পাশাপাশি এখানে এই আর্ট শেয়ার করার মধ্য দিয়ে খুবই ভালোভাবে আপনি একটি আর্ট ফুটিয়ে তুলেছেন৷ এখানে যেভাবে আপনি রঙের সংমিশ্রণ দিয়েছেন তা খুব সুন্দরভাবে দিয়েছেন৷ একই সাথে এখানে আপনি ডিজাইনগুলো একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷৷
আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
এই ধরনের আর্ট দেখতে আসলেই খুব ভালো লাগে। বিশেষ করে কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে। খুব ভালো লাগলো আর্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।