কয়েকটি বাবলের পেইন্টিং
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা পেইন্টিং শেয়ার করব। এটি হচ্ছে বাবলের পেইন্টিং। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটি সুন্দর পেইন্টিং শেয়ার করব। অনেকদিন পর এই ধরনের আর্ট করলাম। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পোস্টার রং
- তুলি
- পেন্সিল
প্রথমে আমি জানালার মতো অংশ ফাঁকা রেখে পুরো পেজটি কালো রং করে নিলাম ।
তারপর আমি পেজটির মধ্যে গোল গোল কিছু বাবলের শেপ দিলাম।
এরপর আমি গোল বাবলের মধ্যে নীল , গোলাপি, সবুজ ও সাদা রঙের একটা কম্বিনেশনে একটি ড্রইং করে নিলাম।
এরপর আমি সবগুলো বাবলের মধ্যে একই কাজ করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
আপনার বাবল গুলো দেখে অসাধারণ লেগেছে। আসলে আপু এই ধরনের কাজ গুলো অনেক ভালো লাগে। তবে এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
আরে বাহ্ আপু, আপনি তো দেখছি খুবই চমৎকার দেখতে একটা পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ আপনি এই পেইন্টিং অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। আপনার এই পেইন্টিং দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে। এটা করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়েছিল তা দেখে বুঝতে পারছি।
এটা ঠিক এ ধরনের আর্ট গুলো করতে একটু সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আরে বাহ আজকে তো আপনি ভিন্ন রকম পেইন্টিং করেছেন। আপনার বাবলের পেইন্টিং দেখে অনেক ভালো লাগলো। তবে এই ধরনের পেইন্টিং থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। ধন্যবাদ ভিন্নরকম পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের ভালোলাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন দেখছি। এরকম পেইন্টিং গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর পেইনটিং করতে পারছেন। আপনার আজকের করা এই পেইন্টিংটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো পেইন্টিং টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।