ক্লে দিয়ে ক্যাকটাস শোপিস তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
শোপিস সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
প্রথমে আমি মাটি রংয়ের একটু ক্লে নিলাম। এবার সেটা কে হাতের সাহায্যে টবের মত তৈরি করে নিয়েছি। এবার কালো রঙের প্লে টবের ভিতর ঢুকিয়ে দিলাম। মাঝখানের অংশটা একটু গর্তের মতো করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার সবুজ রঙের ক্লে নিয়ে পাতার মতো তৈরি করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার ক্যাকটাস গাছের মতো টবের উপরেই পাতাগুলো সাজিয়ে নিলাম। সূচালো কিছু দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি পাতাগুলোর মধ্যে। পাতাগুলোর উপরে হালকা গোলাপি রঙের ফুলের মত বসিয়ে দিলাম। এভাবে একটা ক্যাকটাস গাছ তৈরি করে নিয়েছি।
![]() | ![]() |
---|
তবে নিচে একটু শক্ত করার জন্য একটা প্লেটের মতো তৈরি করে দিয়ে দিলাম নিচে।
একইভাবে আমি আরেকটা টব তৈরি করে নিলাম। এবার টবের মধ্যে কিছু সবুজ রঙের ক্লে চিকন লম্বা রোল তৈরি করে বসিয়ে দিলাম। এইভাবে আমি আরেকটা ক্যাকটাস গাছ তৈরি করে নিয়েছি।
![]() | ![]() |
---|
একইভাবে আমি অন্য আরেকটা ক্যাকটাস গাছ তৈরি করে নিলাম। একটু ভিন্ন রকম করার জন্য টব টাও রাউন্ড শেপে তৈরি করেছি। প্রথমে ভেবেছিলাম এটা তৈরি করা একদম সহজ হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই টবগুলো তৈরি করা একটু ঝামেলার ছিল।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1949152036471402846?t=yj5dYLQtld0AhDadReZMcA&s=19
https://x.com/IsratMim16/status/1949152551175332185?t=fA2S6N_39bn4ubljvFKHUA&s=19
ক্লে দিয়ে ক্যাকটাস শোপিস তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দারুন হয়েছে আপু। অনেক সুন্দর ভাবে কাজটি করেছেন দেখে ভালো লাগলো।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি যদি সব সময় এরকম সুন্দর সুন্দর শোপিস গুলো তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর এবং আকর্ষণীয় শোপিস তৈরি করতে পারবেন। অবশ্যই এরকম সুন্দর সুন্দর শোপিস গুলো তৈরি করে ঘরে সাজাবেন। তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এগুলো কিন্তু সত্যি খুব দারুণ লাগছে দেখতে।
এটা ঠিক এই ধরনের তৈরি করা শোপিস গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ক্লে দিয়ে আপনি খুব চমৎকার দেখতে ক্যাকটাস শোপিস তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই ক্যাকটাস শোপিস গুলো তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
ক্লে ব্যবহার করে আপনি এত সুন্দর করে ক্যাকটাস তৈরি করলেন। দেখতে সত্যি কারের ছোট ক্যাকটাস মনে হচ্ছে। তাছাড়া আপনি মাঝেমধ্যেই ক্লে দিয়ে খুব সুন্দর জিনিস তৈরি করেন। আমি সবসময় আপনার এ ধরনের জিনিস ভীষণ পছন্দ করি। কখনো কখনো নিজেও কিছু ছোটখাট জিনিস তৈরি করার চেষ্টা করি। আজকে এত সুন্দর ভাবে কেকটাস তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।
ক্লের কাজগুলো দেখতে বেশ সুন্দর হয়।আপনার বানানো বিভিন্ন ধরনের ক্যাকটাসগুলো বেশ সুন্দর হয়েছে। আর দেখতেও অনেকটা সত্যিকারের ক্যাকটাসের মতো লাগছে।ধন্যবাদ আপু ধাপে ধাপে ক্যাকটাস বানানোর কৌশল শেয়ার করার জন্য।