ম্যাপল পাতার অরিগামি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই প্রজেক্ট শেয়ার করছি। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে ম্যাপল পাতার ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে। এটা তৈরি করার প্রক্রিয়া গুলো দেখতে সহজ মনে হলেও অনেক সময়ের ব্যাপার ছিল এটা তৈরি করা। তবে জিনিসটা আমার নিজের কাছেও বেশ ভালো লাগেছে। জানিনা আপনাদের কাছে এটা কেমন লাগবে। তবে এখানে জিনিস গুলো সাজিয়ে রাখলেও সুন্দর লাগে দেখতে। আমি চেষ্টা করেছি তৈরীর প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
ডাই এর সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- গ্লু
- কাঁচি
প্রথমে আমি একটা কালার পেপার বর্গাকৃতির কেটে নিলাম। তারপর সেটাকে লম্বা অবস্থায় দুই দিক থেকে ভাঁজ করে নিয়েছি।
এরপর আমি নিচ থেকে আরেক বার কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি।
কালার পেপারের নিচে দুই দিক থেকে লম্বালম্বি ভাবে ভাঁজ করে নিয়েছি।
আবারো আমি দুই দিক থেকে ভাঁজ করে নিলাম।
এরকম করে আমি কয়েকটি বানিয়ে নিলাম।
তারপর আমি একটার সাথে একটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবং একটি লম্বা করে কাগজ কেটে সেখানে বসিয়ে দিলাম।
আঠা দিয়ে সবগুলো লাগিয়ে একটি পাতার শেপ দিয়ে দিলাম।
এভাবেই আমি হলুদ কালারের আরেকটি ম্যাপল পাতা বানিয়ে নিলাম। এভাবে আমার ডাই টি তৈরি হয়ে গেল।
ধন্যবাদান্তে
@isratmim
অরিগ্যামি তৈরি করা অনেক সহজ বলে মনে হয়। কিন্তু তৈরি করার সময় বোঝা যায়, এগুলো আসলে কত কঠিন এবং সময় সাপেক্ষের ব্যাপার। অরিগ্যামি গুলো উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা অনেক বেশি কষ্টকর। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরার চেষ্টা করেছেন। এই বিষয়টা দেখে অসম্ভব ভালো লাগলো।
আপনাদের ভালোলাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার তৈরি অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। অনেক সময় এবং ধৈর্য ধরে প্রত্যেকটি ডাই এবং অরিগ্যামির তৈরি করে থাকেন। এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
রঙিন কাগজের অরিগামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে ম্যাপল অগ্রগামী বানিয়েছেন। তবে এ ধরনের অরিগামি গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু ভালো লাগে। খুব সুন্দর করে কাগজের অরিগামি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত।
এই পাতা কখনোই দেখা হয়নি৷ মনে হয় এই পাতা কানাডার পতাকার মধ্যে দেখেছিলাম প্রথম৷ আজকে আপনার কাছ থেকে এটি আবার দেখতে পেলাম৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর পাতা অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি ইউনিক একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷