হাতের তালুতে একটি সিম্পল মেহেদি ডিজাইন
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী
প্রথমে আমি হাতের তালুতে নিচের দিকে একটা চাঁদ অংকন করে নিয়েছি। চাঁদ টা চিকন করে অংকন করে নিলাম। এবার আমি সম্পূর্ণ অংশটা ভরাট করে দিয়েছি।
এবার চাঁদের দুই দিকে ছোট ছোট কয়েকটা ফুল অংকন করে নিয়েছি। আর উপরের দিকে তারার মত ডিজাইন করে দিলাম।
এবার হাতের তালুর উপরের দিকে একটা কোনায় কিছুটা অংশ ডিজাইন করে নিয়েছি। প্রথমে আমি সেখানে ক্রসের মতো ডিজাইন করে নিয়েছি। এরপর অন্য পাশে ছোট ছোট পাপড়ির মতো ডিজাইন করে নিলাম।
এবার আমি এই ডিজাইনের নিচের দিকে লম্বা তিনটা লাইন দিয়ে দিলাম। লাইনগুলোর মধ্যে ডট দিয়ে ডিজাইন করে নিয়েছি। এরপর এগুলোর নিচে চাদ, তারা এবং ল্যাম্পের একটা ডিজাইন করে নিলাম।
এবার আমি আঙ্গুলের উপরের কিছুটা অংশ ভরাট করে নিয়েছি। তারপর আঙ্গুলের মাঝখানের অংশগুলোতে হালকা সিম্পল ডিজাইন করে নিলাম। বাকি খালি জায়গায় গুলোতে আরো কিছু ছোট ছোট ফুল অংকন করে ডিজাইন করে নিয়েছি।
ধন্যবাদান্তে
@isratmim
বাহ,দারুণ মেহেদী ডিজাইন করেছেন তো হাতে।আমারও ইচ্ছা হয় তবে করা হয়ে ওঠে না।যাইহোক আপনার হাতে সুন্দরভাবে ফুটে উঠেছে ডিজাইনটি,ধন্যবাদ আপনাকে।
https://x.com/IsratMim16/status/1922475922780832191?t=cu0yqYIJ8EhXZ34g2qb3dA&s=19
https://x.com/IsratMim16/status/1922476662412763581?t=leALagrKn3AW-SPOWLMhhw&s=19
https://x.com/IsratMim16/status/1922477397984583731?t=hA-cLgZ4k9XY0r6Z-L7TjA&s=19
অসাধারণ! অনেকদিন পর আপনার মেহেদি ডিজাইন দেখে মনটা ভালো হয়ে গেল। আপনার কথাগুলো থেকেই বোঝা যায় আপনি যত্ন নিয়ে কাজটি করেছেন, আর সেটা আরও বেশি প্রশংসার যোগ্য কারণ আপনি নিজের হাতে ডিজাইনটি করেছেন। কাবেরী মেহেদির ব্যবহারেও নিঃসন্দেহে রঙটা খুবই দারুণ হয়েছে। এমন সুন্দর একটি শেয়ারের জন্য ধন্যবাদ
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক সুন্দর হয়েছে আপনার মেহেন্দি ডিজাইনটি। দেখে মনে হচ্ছে ঈদ স্পেশাল মেহেন্দি ডিজাইন। মেহেন্দি ডিজাইন খাতায় করার থেকে হাতে করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। অনেক সুন্দর একটি মেহেন্দি ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার হাতের তালুতে সিম্পল মেহেদি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। প্রকৃতির সাথে ফাইনাল আউটলুকটা দারুন হয়েছে। ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মেহেদী পরতে বা কাউকে দিয়ে দিতে আমার খুবই ভালো লাগে। মেহেদী এমন একটা জিনিস যেটা দিলে মন খুশিতে ভরে যায়। আর ঈদের সময় মেহেদী পড়তে কার না ভালো লাগে। আপনিও সকলকে মেহেদী দিয়ে দিয়েছেন এবং নিজেও পড়েছেন শুনে ভালো লাগলো। আপনার হাতের খুব সুন্দর ভাবে মেহেদি দিয়েছেন আপুপিআপনার শেয়ার করার ডিজাইন টা আমার কাছে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
হাতের তালুতে একটি সিম্পল মেহেদি ডিজাইন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি যদিও সিম্পল ডিজাইন করেছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে মেহেদী ডিজাইন করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।এ ধরনের মেহেদী ডিজাইন গুলো নিজের হাতে করলে দেখতে অনেক সুন্দর লাগে। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
বাহ্ হাতের তালুতে অনেক সুন্দর একটি সিম্পল মেহেদি ডিজাইন করেছেন। মেহেদি ডিজাইন টি দেখতে খুবই দারুন লাগছে। আপনার মত আমিও মেহেদি পড়তে অনেক পছন্দ করি। এত সুন্দর একটি ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি মেহেন্দি ডিজাইন আপনি তৈরি করেছেন। হাতের তালুতে মেহেন্দি করলে রঙ অনেক গারো হয়। কিন্তু হাতের ওপরে মেহেন্দি করলে হাতের তালুর তুলনায় অনেক কম রং আসে। অনেক সুন্দর করে চাঁদ তারা দিয়ে মেহেন্দিটি তৈরি করেছেন দেখতে অনেক ভালো লাগছে।
আপনি আজকে খুবই সুন্দর করে হাতের তালুতে একটি সিম্পল মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপনার আর্ট করা মেহেদি ডিজাইনটি দেখে বেশ ভালো লাগলো। পুরো আর্ট টি একদম সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আপনার এই মেহেদি ডিজাইন আর্ট টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগছে।