মামা কে রিসিভ করতে যাওয়ার কিছু মুহূর্ত
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে বিমানবন্দরে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করছি। ২৫ রোজার দিন আমার ছোট মামা কোরিয়া থেকে এসেছে। আমরা যেহেতু বিমানবন্দরের কাছাকাছি থাকি তাই আমরা গিয়েছিলাম আমাকে রিসিভ করার জন্য। প্রথমে কথা ছিল বাবা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের বাসায় আসবে। তবে পরে আমার নানু বললো যে আমাদের বাসায় লাগিয়ে বাড়িতে চলে আসতে। তাহলে হঠাৎ করে ডিসিশন হলো ঈদের আগে আমাদের বাড়িতে চলে আসার। এবছর ঈদ আমি গ্রামে করেছি। ছোটবেলা থেকে সব সময় শহরে ঈদ করেছিলাম। তবে এবার গ্রামে নানুদের বাড়িতে করেছি। ঈদের আগে বাড়িতে আসার তেমন কোন প্ল্যান ছিল না। তবে মামা অনেকবার করে বলল যে আমি যেন মামার সাথে চলে আসি বাড়িতে।
মামার বিমানের ল্যান্ডিং টাইম ছিলো ৯ঃ৫৫ তে। প্রায় দশটার কাছাকাছি। আমরাও সেই টাইম অনুযায়ী একটা গাড়ি ভাড়া করে বের হয়ে পড়লাম। বাবা বলেছিল একটা বড় হাইস নেওয়ার জন্য। সে রকম একটা গাড়ি ভাড়া করে আমরা আটটার দিকেই বাসা থেকে বের হয়েছি। ঈদের আগে ঢাকার রাস্তায় জ্যাম অবশ্যই থাকবে। তাই আমরা হাতে টাইম নিয়ে বের হয়েছি। আর মামার ও এয়ারপোর্ট থেকে বের হতে খুব বেশি সময় লাগেনি। প্রায় এগারোটার দিকে বের হয়ে পড়ল।
আমরা গাড়ি নিয়ে দশটার দিকেই পৌঁছে গেলাম। মোটামুটি ভালোই জ্যাম ছিল রাস্তায়। ঈদের আগে সবাই শপিং এর জন্য বের হয়েছে, তাই জ্যাম বেশি। এগারোটার দিকে মামা এয়ারপোর্ট থেকে বের হলো। পরে আমরা কিছুক্ষণ খাওয়া-দাওয়া করলে এবং সেখানে সময় কাটালাম। তারপর বারোটার দিকে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি গ্রামের বাড়ি অর্থাৎ নোয়াখালীতে আসার উদ্দেশ্যে। যেহেতু ঈদের আগে তাই রাস্তার পাশে শপিংমলে খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল। তেমনি একটা ছবি ক্যাপচার করেছি। এই ছবিটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে ক্যাপচার করা। তারপর সারারাত জার্নি করে আমরা প্রায় সকাল ছয়টার দিকে বাড়িতে এসে পৌঁছাই। ঈদের আগে হওয়ার কারণে অনেক জ্যাম ছিল রাস্তায়। তারপরও নিরাপদে বাড়ীতে পৌঁছাতে পেরেছি।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1908191513391022405?t=th04OfGi2J8GTFsec46qRQ&s=19
https://x.com/IsratMim16/status/1908192564013944880?t=Mlhc5D_0so9bDh6VsyqDyA&s=19
মামা কোরিয়া থেকে এসেছে তাই মামাকে রিসিভ করতে গিয়ে মুহুর্ত গুলো শেয়ার করলেন আপু।শহরে সব সময় ঈদ উৎসব উদযাপন করলেও এবার মামার কারনে নানা বাড়িতে ঈদ করলেন।আর ঈদের আগে প্রচুর জ্যাম থাকাতে ভোর ছয়টায় বাড়িতে পৌঁছাতে পারলেন।আশাকরি সবার সাথে ঈদ উৎসব খুবই চমৎকার কেটেছে।ধন্যবাদ আপু।
এবারের ঈদ আসলেই খুব ভালোভাবে কেটেছে। পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।