রঙিন মাছ কে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি মাছকে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- জেল পেন
- রং পেন্সিল
- পেন্সিল কম্পাস
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা মাছ অংকন করে নিলাম। মাছের শরীরের অংশ লেজ এবং কানকো গুলো অংকন করে নিয়েছি সেই সাথে মাছের চোখগুলো অঙ্কন করে নিলাম।
এবার আমি পুরো মাছটা মার্কার পেন দিয়ে ডিজাইন করে নিলাম এবং বর্ডার গুলো জেল পেন দিয়ে অঙ্কন করে নিলাম। কিছু কিছু অংশ একটু মোটা করে বর্ডার টেনে নিয়েছি আর কিছু কিছু অংশ হালকা বর্ডার দিয়েছি। মাছে ডোরা কাটা ডিজাইন দিয়ে দিলাম।
এবার পুরো মাছটা কমলা রঙের করে নিয়েছি। মাঝখানে ডোরাকাটা অংশটুকু সাদা রেখেছি।
এবার মাছ টার উপরের দিকে পেন্সিল কম্পাস দিয়ে বেশ কয়েকটা বৃত্তচাপ একে নিলাম। তারপরে বৃত্তচাপ গুলো কলম দিয়ে আবারো অঙ্কন করে নিয়েছি।
সবশেষে প্রত্যেকটা বৃত্তচাপের ভেতরে ছোট ছোট কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম। এক একটা বৃত্ত চাপের ভিতর একেক রকম ডিজাইন করেছি। এভাবেই আর্ট টা সম্পন্ন করলাম।
ধন্যবাদান্তে
@isratmim
অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপু। রঙিন মাছ কে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1948794207596151081?t=PlXC7QM09lvsmmS0BVt-_Q&s=19
আপনি যে অনেক ভালো আর্ট করেন সেটা আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত দেখতে পায়। আজকে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। রঙিন মাছকে কেন্দ্র করে চমৎকার ম্যান্ডেলা টি আসলেই চোখে লাগার মত। ম্যান্ডেলা অঙ্কন করতে অনেকটা সময় লাগলো সৌন্দর্য তা বসিয়ে দেয়। প্রতিটি ধাপ দেখিয়ে এত সুন্দর আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে।
রঙিন মাছকে কেন্দ্র করে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন আপু। খুব ভালো লাগলো আর্টটি দেখে। আপনার আর্ট গুলো সবসময়ই খুব সুন্দর হয়। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাহ আপু আপনি তো রঙিন মাছকে কেন্দ্র করে খুব চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। একসাথে মাছ এবং ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগলো। আর ছোট ছোট ডিজাইনের কারণে আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার আর্ট করে শেয়ার করার জন্য আমাদের মাঝে।
আপনার মেন্ডেলা আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ সব সময় আপনার কাছ থেকে কিছু ম্যান্ডেলা আর্ট দেখে আসছি৷ আজকেও যেভাবে আপনি অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন তা দেখে বেশি ভালো লাগলো৷ এখানে যেভাবে আপনি এই মাছকে কেন্দ্র করে এত চমৎকার ম্যান্ডেলা আর্ট তৈরি করে ফেলেছেন তা একেবারে চমৎকার হয়েছে৷ একইসাথে এখানে এর যে ডিজাইনগুলো দিয়েছেন সেগুলো একেবারে নিখুঁত হয়েছে৷৷
ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। আপনার আর্ট দেখে অনেক ভালো লেগেছে। নিখুঁতভাবে আর্ট করেছেন আপনি। আর দেখতে খুবই ভালো লাগছে আপু।