একটি মেহেদী ডিজাইন
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী
প্রথমে আমি হাতের উপরের সাইডে কব্জি বরাবর বড় একটা ফুল অংকন করে নিয়েছি। এরপর এটার উপরে এবং নিচে ছোট ছোট কিছু ফুল অংকন করে নিলাম।
এবার আমি ফুলগুলোর সাথে দুইটা বক্স আর্ট করে নিয়েছি। তারপর বক্সগুলোর বাইরে ফুলের পাপড়ির মতো ডিজাইন করে দিলাম। সেই সাথে ডট দিয়ে কিছু ডিজাইন করে দিয়েছি। তবে মাঝখানে একটুকু খালি রেখেছি।
এবার এই বক্সগুলোর সাথে আরও দুইটা বক্স এঁকেছি। একটা হচ্ছে ছোট্ট এবং অন্যটা বড় করে এঁকেছি। বড়টার আশেপাশে আরও কিছু ডিজাইন করে নিলাম।
এবার বক্স গুলোর অন্য পাশে ছোট ছোট কিছু ফুল অঙ্কন করে নিয়েছি। এইভাবে আমি ডিজাইনটা আঙ্গুলে উঠিয়ে নিলাম। তারপর পুরো আঙ্গুলের মধ্যে ক্রস এর ডিজাইন টা আর্ট করে নিয়েছি।
এরপর অন্য আরেকটা আঙ্গুলে ডিজাইন করে নিয়েছি। প্রথমে কিছুটা অংশ ক্রসের মতো ডিজাইন করেছি তারপর ক্লাসগুলোর মাঝখানের ডট দিয়ে দিলাম। এরপর নিচে আবারো ছোট ছোট বক্সের দুইটা ডিজাইন করে দিয়েছি।
তারপর বাকি আঙ্গুলগুলোতেও পছন্দ মত ডিজাইন করে দিয়েছি। এভাবেই মেহেদি ডিজাইন টা শেষ করলাম। আমি খুবই সিম্পল ডিজাইনগুলো পছন্দ করি তাই এরকম ডিজাইন গুলোর বেশি করা হয়।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1914610681921298456?t=V3ajogSvUfISG-uLWR6Qdg&s=19
https://x.com/IsratMim16/status/1914611148701515994?t=zFC3oYdliJUMSJT8HsY_dw&s=19
https://x.com/IsratMim16/status/1914611520857891174?t=LFOhXQLfsC-sihHWGEBjnA&s=19
ঈদের মধ্যে প্রায় সকলেই মেহেদী পড়ে থাকে। আমার কাছেও মেহেদি পড়তে খুব ভালো লাগে। কিছুদিন আগেই আমি নিজের হাতে মেহেদি পড়েছিলাম। ঈদের মধ্যে অনেকের হাতে মেহেদি দিয়ে দিলেও ছবি তুলতে পারেনি। আমি নিজেও অনেকে মেহেদি পরিয়ে দিই ছবি তোলা হয় না। নিজের হাতে পড়া মেহেদি ডিজাইনটি বেশ চমৎকার হয়েছে। ধাপে ধাপে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো আপু। আপনাকে ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপু আপনি দেখছি আপনার নিজের হাতের চমৎকার মেহেদি ডিজাইন আর্ট করেছেন। ঈদের সময় আর এমনিতে মেয়েরা মেহেদি দিতে বেশি পছন্দ করে। তবে আপনার হাতে মেহেদি ডিজাইন ছোট ছোট ডিজাইন করার কারণে দেখতে বেশ চমৎকার লাগলো। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের হাতে মেহেদি ডিজাইন করা সুন্দর করে আমাদের মাঝে পোস্ট করেছেন।