খুদে ভাত প্রোগ্রামে কাটানো কিছু মুহূর্ত
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে ভার্সিটির একটা প্রোগ্রামে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব। প্রোগ্রামটা বেশ কিছুদিন আগে এরেঞ্জ করা হয়েছে। তবে আমার মুহূর্তগুলো শেয়ার করতে মনে ছিল না। যাইহোক প্রোগ্রামটা ছিল একদমই ভিন্ন রকম একটা প্রোগ্রাম। ভার্সিটিতে আমার এখনো এক বছর শেষ হয়নি তাই এই প্রোগ্রাম সম্পর্কে আগে জানা ছিল না। প্রোগ্রামটা যেদিন হয়েছে তার এক সপ্তাহ আগে থেকেই নোটিশ দিয়েছে প্রোগ্রামটার রেজিস্ট্রেশন করার জন্য। তবে যেহেতু আগেই কখনো সম্পর্কে তেমন কোন ধারনা ছিল না তাই রেজিস্ট্রেশন করতে একটু দেরি হয়েছে। প্রোগ্রামের দুইদিন আগে আমার রেজিস্ট্রেশন করেছিলাম।
এই প্রোগ্রামটা পুরো বছরে একবারই হয়। আর নবান্নের সময় এই প্রোগ্রামটা করা হয়। এটা হচ্ছে খুদে ভাত প্রোগ্রাম। এই প্রোগ্রামে একটা গণভোজের আয়োজন করা হয়। আর এই আয়োজনে সবাইকে খুদে ভাত খাওয়ানো হয়। যেহেতু সারা বছর তেমন একটা খুদে ভাত খাওয়া হয় না তাই এই অনুষ্ঠানটা নিয়ে আমরা বেশ এক্সাইটেড ছিলাম। তবে যেহেতু গনভোজ তাই অনেকটা ঝামেলা হয়েছিল। তবে ভলান্টিয়াররা সবকিছু ঠিকঠাক ভাবে করার চেষ্টা করেছে। সবার হাতে একটা করে সিল দিয়ে তারপর লাইনে দাড় করানো হয়েছিল। বাইরে যে ডেকোরেশন টা করা হয়েছে সেটা খুব সুন্দর ছিল। আর এটা পুরোটাই চারু এবং কারু কলা ডিপার্টমেন্ট থেকে করা হয়েছিল।
এইটা উপলক্ষে আশেপাশে কিছু স্টল ও বসেছে। এই পুরো অনুষ্ঠানটাই চারু কারু কলা ডিপার্টমেন্ট থেকে করা হয়। সেই ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই মূলত এই স্টলগুলো দিয়েছে। বিভিন্ন ধরনের স্টল ছিল সেখানে। তবে সেদিন বৃষ্টি হওয়ার কারণে পুরো অনুষ্ঠানটা ভালোভাবে উপভোগ করা হয়নি। আর আমাদের ক্লাস থাকার কারণে আমরা ফ্ল্যাশ মুভ টাও এনজয় করতে পারিনি। এইসব অনুষ্ঠান গুলোর ফ্ল্যাশ মুভ আমার খুব ভালো লাগে।
আমাদের যে খাবারটা দেওয়া হয়েছিল সেটাও অনেক ভাল ছিল। প্রথমে ভেবেছিলাম যেহেতু ফ্রিতে দিচ্ছে হয়তো খুব একটা ভালো হবে না। তবে যখন খাবারটা ট্রাই করেছি সত্যি অনেক ভালো লেগেছ। খুদে ভাত খুব একটা খাওয়া হয় না অনেকদিন পর সেদিন খেয়ে বেশ ভালো লেগেছে। এর সাথে ছিল বেগুন ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ এবং মরিচের ভর্তা সেই সাথে বুটের ডাল। তার সাথে পায়েশ ও ছিলো। প্রত্যেকটা খাবারে বেশ মজা হয়েছে।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1949499116738031763?t=YH8uGhVJ6xk3MEqrlPteXw&s=19
https://x.com/IsratMim16/status/1949499604933951694?t=6FtAUJuqvbru20wKJ0LJew&s=19
খুদে ভাত আমারও বেশ পছন্দ। আর বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে বেশ মজা লাগে। আমিও মাঝে মাঝে রান্না করি এই খুদের ভাত। তবে বৃষ্টির দিনে খেতে বেশি মজা লাগে এই খুদে ভাত। বেশ সুন্দর আয়োজন করেছে আপনাদের ইউনিভার্সিটির চারু এবং কারু কলা ডিপার্মেন্ট।
এই প্রোগ্রাম সম্পর্কে আমার কোন কিছুই জানা ছিল না৷ আজকে আপনার কাছ থেকে প্রথম এই প্রোগ্রাম সম্পর্কে জানতে পারলাম৷ এই প্রোগ্রামে আপনি খুবই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন৷ এটি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালই লাগছে৷ একই সাথে এখানে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে সবকিছু আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷