হাতে থাকা একটি আইসক্রিমের আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি হাতে থাকা আইসক্রিমের আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- জেল পেন
- রং পেন্সিল
- পেন্সিল কম্পাস
প্রথমে আমি পেন্সিল দিয়ে হাতের আঙ্গুল গুলো আর্ট করে নিয়েছি। একটা কোন আইসক্রিম ধরে আছে আঙ্গুলগুলো এভাবে অংকন করে নিয়েছি। এই জিনিস টুকু আর্ট করতে সবচেয়ে বেশি সময় লেগেছে।
![]() | ![]() |
---|
এবার আমি আইসক্রিমের উপরের অংশ একে নিলাম।
এবার আমি হাত এবং হাতের নখগুলো রং করে নিয়েছি। সেই সাথে আইসক্রিমটাও রং করে নিলাম। এবার আইসক্রিমের উপরে ছোট্ট একটা চেরি ফল অঙ্কন করে নিয়েছি।
আইসক্রিমের পিছনে পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তচাপ এঁকে সেগুলোর ভিতর ছোট ছোট মেন্ডেলা ডিজাইন করে নিয়েছি।
বাকি সব কিছু রং করে এবং চারপাশের বর্ডার টুকু আবারও আর্ট করে নিয়েছি। এভাবেই আজকের ড্রয়িংটি শেষ করলাম।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে। আজকে আপনি খুব সুন্দর করে হাতে থাকা আইসক্রিমের আর্ট করেছেন। মনে হচ্ছে বাস্তবে কাউকে হাত দিয়ে আইসক্রিম গিফট করা হচ্ছে। ধন্যবাদ এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার আইসক্রিমের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/IsratMim16/status/1943355666019852731?t=DEgIlHog7SWrOik1eeKRvw&s=19
https://x.com/IsratMim16/status/1943356084087034113?t=hz5jiw8vR3OWiVmxVrhNJw&s=19
আপনার আর্ট খুবই সুন্দর।টিউটরিয়াল দেখে নিজের একটু চেষ্টা করতে ইচ্ছে করছে।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আজ আপনি একটা ভিন্ন রকমের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। তাও আবার কালারফুল আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আইসক্রিম আমার খুবই পছন্দ আর আপনি সে আইসক্রিমের এত সুন্দর একটি আর্ট তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আইসক্রিম ধরে রেখেছে এমন হাতটিও আপনি ভীষণ সুন্দর আর্ট করেছেন। হাতে ধরে রাখা আইসক্রিমটি দেখতে ভীষণ সুন্দর এবং কালারফুল হয়েছে। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি আর্ট দেখে ধন্যবাদ।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ফিগারের কোন অংশ আঁকা বেশ কঠিন। তবে আপনি হাতটি বেশ সুন্দর এঁকেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। সাথে ম্যান্ডালা আঁকার কারনে দেখতে আরও সুন্দর লাগছিলো। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
দারুন একটি আর্ট শেয়ার করেছেন আপু। আপনার আর্ট মানেই নতুন কিছু। হাতে থাকা আইসক্রিমের আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
সত্যিকারের মুহূর্তে যখন আমরা আইসক্রিম হাতে ধরে রাখি ঠিক সেরকমই মনে হচ্ছে আজকে আপনার শেয়ার করা এই আর্ট যেভাবে আপনি আজকের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷ একই সাথে যেভাবে আপনি আইসক্রিমের আর্ট এখানে শেয়ার করেছেন তা একেবারে বাস্তবের মনে হচ্ছে৷ একইসাথে এখানে আপনি যেভাবে রঙের সংমিশ্রণ দিয়েছেন তার পাশাপাশি এখানে একের পর এক ডিজাইন গুলা একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷৷