৪র্থ বর্ষে পদার্পণ || হৃদয়ের মুগ্ধতায়-পরিশুদ্ধ বাংলায়

in আমার বাংলা ব্লগlast month

Check-4.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে বেশ চঞ্চল সময় উপভোগ করার চেষ্টা করছি। সত্যি বলতে কিছু বিষয় থাকে আলাদা রকমের, যা নিয়ে ভাবতে গেলেই হৃদয় চঞ্চল হয়ে যায়, অন্য রকম একটা শিহরণ দারুনভাবে শিহরিত করতে থাকে। বিশেষ মুহুর্তে সেই বিষয়গুলো আমাদের দারুণভাবে উজ্জীবিত করে দেয়। এই তো সেদিন যাত্রা শুরু হলো আমার বাংলা ব্লগের, আর আজ দেখতে দেখতে সেটা চার বছরে পদাপর্ণ করলো, ভাবতেই দারুণ একটা অনুভূতি তৈরী হয়ে যায়।

সময় গতিশীল সেটা কতটা বেশী গতিশীল এই বিষয়টি চিন্তা করলেই পরিস্কার হয়ে যায়। অবশ্য ভালো সময় একটু বেশী গতিশীল হয় সেটার উৎকৃষ্ট প্রমাণ হতে পারে আমার বাংলা ব্লগ। সত্যি ভীষণ রকমের অবাক করার মতো একটা বিষয় এটা, এখনো মনে হচ্ছে হয়তো কয়েকদিন হয়েছে কমিউনিটি শুরু করা হলো। কিন্তু এটাই চরম সত্য, আমার বাংলা ব্লগ আজ চতুর্থ বর্ষে পা রাখলো, পরিশুদ্ধ বাংলায়-হৃদয়ের মুগ্ধতায়। হ্যা, নানা আয়োজন কিংবা শুভেচ্ছায় পুরো কমিউনিটির পাতা আজ ভরে যাবে, সবাই নানাভাবে কমিউনিটির নানা বিষয় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবেন।

Check-3.png

শুরুর দিকে ঘটনা কিংবা নিজের হৃদয়ে গেঁথে থাকা কোন স্মৃতি একটু ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করবেন। শুভেচ্ছায় শুভেচ্ছায়, ভালোবাসায় ভালোবাসায় ভরিয়ে দিবে আজ। আসলে ভালোবাসার বিষয়গুলো এমনই হয়ে থাকে, দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যায়, স্মৃতিগুলো কত দ্রুত পুরনো হয়ে যায় এবং স্বপ্নগুলো কতটা সুন্দরভাবে আলোকিত হয়ে উঠে। এটা শুধুমাত্র আমার জন্য বাস্তব সত্য নয় বরং কমিউনিটির প্রতিটি সদস্য, যারা শুরু হতেই এর সাথে সংযুক্ত ছিলেন তাদের সবার জন্য প্রয়োজ্য। আমরা একটা পরিবারের মতো যাত্রা শুরু করেছিলাম, সুখে দুখে কিংবা সুন্দর মুহুর্তগুলোতে একে অন্যের পাশে ছিলাম এবং দারুণভাবে সব কিছু ভাগ করে উপভোগ করার চেষ্টা করেছি।

ভাষার দারুণ মাধুর্যে আমরা ছিলাম পুরো কমিউনিটিতে সেরা অবস্থানে, যদিও শুরু হতে এমনটা ছিলো না বরং ধীরে ধীরে নিজেদের একটা সুন্দর অবস্থান তৈরী করতে আমরা সক্ষম হয়েছি, কাংখিত সেই অবস্থানে এগিয়ে গিয়েছি। নতুন বছরে নতুনভাবে আরো এগিয়ে যাবে আমার বাংলা ব্লগ, সামনে হয়তো পঞ্চম কিংবা দশম বর্ষ উদযাপন করবো, ততোদিন হয়তো আমরা অনেকেই থাকবো না কিন্তু হৃদয়ের ভালোবাসায় সাজানো আমার বাংলা ব্লগ ঠিক থাকবে তার অবস্থানে, বাংলা ভাষার মাধুর্য ঠিক থাকবে পুরো স্টিমিট ব্লকচেইন জুড়ে, এই স্বপ্নটা কিন্তু মিথ্যে না।

Birthday 4-1.png

যাইহোক, চতুর্থ বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমার বাংলা ব্লগকে, আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতাকে এবং শুরু হতে এর সাথে সংযুক্ত ছিলেন যে সকল এ্যাডমিন মডারেটর ও সদস্যবৃন্দ তাদের সবাইকে। সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফল এটা, সকলের সুন্দর সহযোগিতা কিংবা পারস্পরিক শ্রদ্ধাবোধের নিদর্শন এটা। কারণ একটা কমিউনিটি শুরু করা খুবই সহজ কিন্তু এর যাত্রা গতিশীল রাখা কিংবা একটা দীর্ঘ সময়ের জন্য ধরে রাখা মোটেও সহজ বিষয় না। আমাদের সকলের সুন্দর প্রচেষ্টার মাধ্যমেই এটা সম্ভব হয়েছে, এই সুন্দর প্রচেষ্টা চলমান থাকুক। ভালোবাসা রইল সকলের প্রতি-কমিউনিটির প্রতি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

অসাধারণ ভাবে হৃদয়স্পর্শী একটি লেখা! আমার বাংলা ব্লগের এই চতুর্থ বর্ষে পদার্পণের মুহূর্তটিকে আপনি যেভাবে আবেগ, ভালোবাসা এবং ভাষার সৌন্দর্যে তুলে ধরেছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। সময় কত দ্রুত চলে যায়, অথচ স্মৃতিগুলো ঠিকই হৃদয়ে জায়গা করে নেয়।আপনার লেখায় সেই অনুভবটা জীবন্ত হয়ে উঠেছে। আমাদের বাংলা ভাষাকে এবং এই প্ল্যাটফর্মকে ভালোবেসে আমরা যেন আরও অনেক বছর একসাথে এগিয়ে যেতে পারি, এটাই কামনা করি। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনাকে এবং আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্যকে।

 last month 

অনেক ধন্যবাদ আপু, ভালোবাসা-মুগ্ধতা জাগ্রত থাকুক আমার বাংলা ব্লগ জুড়ে।

 last month 

দীর্ঘ সময়ের এই পথচলা সত্যিই একদম সহজ ছিল না। তবে হাসি আনন্দেই সময় গুলো কেটে গেছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে দারুন একটি পরিবার উপহার দেওয়ার জন্য। অসাধারণ লিখেছেন ভাইয়া। আপনার লেখা অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো।

 last month 

ভালোবাসার রংঙে রঙিন ছিলো পুরো যাত্রাটা, অনেক ধন্যবাদ আপু।

 last month 

দারুণ লিখেছেন ভাই, মনে হল এই তো সেদিন শুরু হইল, সময় যে কিভাবে যাচ্ছে তা যেন বোঝাই যাচ্ছে না। শুভেচ্ছা রইল ভাই।

 last month 

অনেক ধন্যবাদ ভাই, জাগ্রত থাকুক ভালোবাসা।

 last month 

সময় কতো দ্রুত চলে যায় সেটাই ভাবছি! মনে হচ্ছে এইতো সেদিন যুক্ত হলাম! দেখতে দেখতে চারটা বছর হয়ে গেল! কতো অনুভূতি জমে আছে আমার বাংলা ব্লগকে ঘিরে। দাদাকে ধন্যবাদ এমন একটি পরিবার আমাদের আমাদের উপহার দেয়ার জন্য। আপনার কথাগুলো পড়ে বেশ ভালো লাগলো!

 last month 

ঠিক, দেখতে দেখতে কেমনে চার চারটা বছর হয়ে গেলো। গতিশীল থাকুক আমার বাংলা ব্লগের এই অগ্রযাত্রা। অনেক ধন্যবাদ

 last month 

কত দ্রুত সময় যে চলে গেল মনে হয় এই তো সেদিন আমার বাংলা ব্লগে জয়েন করলাম। আমার বাংলা ব্লগ চতুর্থ বছরে পদার্পণের জন্য আপনি এত সুন্দর ভাবে অনুভূতি প্রকাশ করেছেন যা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই এমন একটি পরিবার পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করি। আমার বাংলা ব্লগ মানেই ভালোবাসা ও হৃদয়ের বন্ধন।

 last month 

এই তো সেদিন যাত্রা শুরু হলো আমার বাংলা ব্লগের, আর আজ দেখতে দেখতে সেটা চার বছরে পদাপর্ণ করলো, ভাবতেই দারুণ একটা অনুভূতি তৈরী হয়ে যায়।

আসলেই সময় দ্রুত অতিবাহিত হয়ে যায়। তিন বছর আগে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন করেছিলাম এবং এই তিনটি বছর কিভাবে অতিবাহিত হয়েছে, সেটা টেরই পাইনি। যাইহোক আমাদের কমিউনিটি এভাবেই অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।