হঠাৎ দূ- সংবাদ মামি আর নেই!!!

in আমার বাংলা ব্লগ2 years ago


anxiety-2878777_640.jpg
Images

নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমার ব্লগ ৷ যদি আজকে মনটা আমার খুব একটা ভালো নেই ৷কারণ হঠাৎ করেই আমার এক আত্নীয় মৃত্যু সংবাদ ৷ তাই অনেকটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে ব্লগ৷

যদিও আজকে যাওয়া সম্ভব নয়৷ তবে কাল সকালেই রওনা দিতে হবে আত্মীয়ের বাড়িতে৷ আসলে সম্পর্কে আমার মামি হবে৷ অর্থাৎ আমার মামার স্ত্রী ফোন কলে কান দিতেই শুনতে পেলাম ৷ মামি আর নেই চলে গেছে পৃথিবীর এই সুন্দর ভুবন নতুন ভূবনে৷ শুনেই বুকের মাঝে হঠাৎ ধপাস শব্দ হয়েছিল এ কি৷ এইতো কিছুদিন আগেই মামার বাড়িতে ঘুড়ে আসলাম তখন একটু বেশি ভালই ছিল ৷

তবে যতটুকু শুনলাম বা বুঝলাম তো আসলে হঠাৎ করেই মৃত্যু হয়েছে অর্থাৎ ব্রেন স্ট্রোক ৷ যা সহজ ভাষায় বলে যায় যে উচ্চ রক্তচাপ ৷ এই উচ্চ রক্তচাপ মৃত্যুর এক মারাত্মক বা ভয়ানক কারন হয়ে দারায় ৷ যদিও সচরাচর এই রোগটি এখন প্রায় মানুষের হয়ে আসছে ৷

জানি সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হবে৷ ঈশ্বর আমাদের যেদিন সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেঐ ঠিক সেদিনই আমাদের মৃত্যুর তারিখ ও নির্ধারণ করেছে৷ তাই কার কখন কিভাবে মৃত্যু এই ছোট্ট নামক শব্দটি এসে হাজির হবে তা আসলে বলার খুবই মুশকিল৷

ঠিক যেমন আমার মামির মৃত্যু ঘটলো৷ যদিও শোনার পর মনের মধ্যে একটা বড় পাথর চাপা পড়ে গেল ৷ জানি জন্ম যখন হয়েছে মৃত্যু ও নিশ্চিত ৷ তবু কিছু কিছু মৃত্যু কখনো মেনে নেওয়ার নেওয়ার মতো না ৷ জানি একটা সময় সবাইকেই চলে যেতে হবে৷ তবে যখন জীবনের অনেক পথ চলে না যেতেই চলে যেতে হয় ৷ তখন সত্যিই অনেক খারাপ লাগে ৷

মৃত্যু ছোট্ট একটা শব্দ কিন্তু এর মাঝে কতটা বা কত বড় একটা কষ্ট বা অনুতপ্ত লুকিয়ে থাকে৷ সেটা আমরা পরক্ষণেই বুঝতে পারি৷ যখন নিজের বা আশে পাশের মানুষের এই মৃত্যু শব্দটা এসে যায় ৷

সেদিন আর চাইলেও সে পরিচিত মানুষ টাকে ফিরে পাবো না ৷ পাবো না আর তাকে কোনো দিন এই পৃথিবী বুকে ৷ আমার এখন মনে পরছে আমার মামির সাথে কাটানো মুহূর্ত গুলো ৷ যে মামা আমাকে নিজ হাতে খাইয়ে এতো বড় করলো ৷ সে অজান্তে চলে গেলো অনেক দুরে ৷

যে মামি মায়ের মতো করেছিল ৷ ওই বলে না মামার বাড়ি মধুর হাড়ি ৷ ঠিক যেন তাই প্রতিদিন অনেক যত্নে আদর করে খাওয়া তো ৷ মামার বাড়ি থেকে নিজ বাড়িতে আসতে ইচ্ছেই করতো না ৷

সত্যিই রাতের এমন দুঃ সংবাদ শুনে মনটা অনেকটা কষ্টের পাথরে পরিনত হলো ৷ যদিও আজকে অন্য একটি পোষ্ট করার ইচ্ছে ছিল ৷ কিন্তু এমন সংবাদ শুনার পড়েই ইচ্ছে টা তজনজ হয়ে গেলো ৷ তাই আজ না হয় একটু কষ্টের অনুভুতি টাই শেয়ার করলাম ৷

যা হোক ব্লগের প্রতিটি সদস্য যেন. ভালো থাকে সুস্থ থাকে এমনটাই কামনা করি পরমেশ্বর ভগবানের কাছে ৷



4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

ঠিক বলছেন হঠাৎ করে এমন মৃত্যুর সংবাদ শুনলে বুকের মধ্যে একটা যেন পাথর চাপা দিয়ে বসে থাকে।আপনি ঠিক বলছেন এমন কিছু কিছু মিত্যু আছে যেগুলো সহজে মেনে নিতে খুব কষ্ট হয় যেমন উচ্চ রক্তচাপের কারণেমৃত্যু। পরপারে যেন উনি ভালো থাকেন সে কামনা করি।জন্ম যখন হয়েছে মৃত্যুবরণ করতে হবে সেই কথা মাথায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে শক্ত মনোভাব নিয়ে।

 2 years ago 

আসলে হঠাৎ করে কাছের মানুষ গুলোর মৃত্যু গুলো মেনে নিতে কষ্ট হয় ৷ আর জন্ম মৃত্যু এসব জীবনের শুরু শেষ ৷ তাই শক্ত মনোভাব নেওয়াই দরকার ৷

 2 years ago 

দুঃখের সংবাদ শুনে মনটা খারাপ হয়ে গেল।
আসলে প্রতিটা মানুষের মৃত্যু নিশ্চিত।
আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে তার পরেও নিজেকে শান্ত করার চেষ্টা করুন।প্রিয় মানুষের আত্মার মাগফিরাত কামনা করুন।

 2 years ago 

ধন্যবাদ ভাই দোয়া করবেন তিনি যেন সর্গবাসি হোন ৷

 2 years ago 

খুবই খারাপ লাগলো আপনার মামির মৃত্যুর সংবাদ শুনে। আসলে হঠাৎ করে কারো মৃত্যুর সংবাদ শুনলে একেবারে বিশ্বাস করা যায় না। মনে হয় সেদিনই তো তাকে দেখেছিলাম। আসলে নিজের আত্মীয়দের মধ্যে কেউ মারা গেলে তার সাথে কাটানো মুহূর্ত এবং প্রত্যেকটি স্মৃতি মনে পড়ে যায়। সবাইকে একদিন এই পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে এটা কিন্তু একেবারেই সত্যি। আপনার মামির সাথে কাটানো মুহূর্তগুলো আপনার মনে পড়ারই কথা।

 2 years ago 

হুম আপু এটা সত্যি যে এখন আমার সব সৃতি গুলো মনে পড়ছে ৷ আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে মারা গেছে ৷
কিন্তু মেনে তো নিতেই হবে ৷

 2 years ago 

আসলে মৃত্যু অনিবার্য, তাই একদিন আমাদের সবাইকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। আপনার মামি মারা গেছেন জেনে ভীষণ খারাপ লাগলো। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 2 years ago 

জি ভাই মৃত্যু অনিবার্য আর এটাকে শিকার করতেই হবে ৷

 2 years ago 
ভাই ঠিকই বলেছেন, মৃত্যু শব্দটা ছোট হলেও এর মধ্যে বিশাল কষ্ট থাকে।মৃত্যু যেন সবকিছু তছনছ করে দেয়।আসলে মৃত্যুর জন্য নির্দিষ্ট সময়, স্হান ও কারণ যখন ঠিক হয়ে যায় তখনই তাকে এই পৃথিবীর মায়াজাল ছেড়ে চলে যেতে হয়।যাইহোক,শোকাহত পরিবারের সবাই তাদের প্রিয় মানুষকে হারানোর কষ্ট যাতে সহ্য করতে পারে।এই কামনাই করি।
 2 years ago 

জন্ম,মৃত্যু কোনো নির্ধারিত সময় নেই ৷ যে কেউ যখন তখন এই পৃথিবীর মায়াজাল থেকে চলে যেতে হবে ৷

আপনার কষ্ট আসলে আমরা বুঝতে পারছি ভাই। আসলে এরকম ঘটনা শোনার পর কি মন্তব্য করব সেটাই বুঝতে পারছি না। এখন তো ব্রেন স্টোক করা বলতে গেলে নরমাল হয়ে গেছে। হসপিটালে গেলেই দেখা যায় অল্প বয়সের মানুষেরাও ব্রেন স্টোক করছে। মৃত পরিবারের জন্য সমবেদনা রইল এবং আশীর্বাদ করি যেন আপনার মামী স্বর্গবাসী হন।

 2 years ago 

জি দাদা এখন ব্রেন স্টোক অনেক বেরে গেছে ৷ প্রায় সব বয়সে মৃত্যু হচ্ছে ৷

 2 years ago 

আপনার মামির মৃত্যুর সংবাদ শুনে খুবই খারাপ লেগেছে। হঠাৎ করে এভাবে আত্মীয়-স্বজনের মৃত্যুর সংবাদ শুনলে একেবারে বিশ্বাসই করা যায় না। অন্যরকম মনে হয় বুকের মধ্যে। সব স্মৃতি মনে পড়ে যায় তার সাথে কাটানো। আপনি ঠিকই বলেছেন মৃত্যু ছোট্ট একটা শব্দ কিন্তু কত বড় একটা কষ্ট বা অনুতপ্ত লুকিয়ে থাকে সেটা কাউকে বোঝানো যায় না। আমরা যেভাবে এই পৃথিবীতে এসেছি একদিন সেভাবেই সবাইকে চলে যেতে হবে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই মৃত্যু একটা ছোট্ট শব্দ ৷ কিন্তু এর কষ্ট টা অনেক বড় পাথর চাপা ৷