এক আজব ফুটবল খেলা by ashikur50
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
দুদিন আগে এক আজব ফুটবল খেলা দেখলাম। সবাই প্রায় খেলাধুলা করতে এবং দেখতে খুবই পছন্দ করেন। এখন মেয়েরাও অনেক ক্রিকেট ফুটবল খেলা দেখে থাকে এবং খেলে থাকে। ক্রিকেটের পাশাপাশি ফুটবলও অনেক মজার খেলা। যখন বিশ্বকাপ খেলা হয় তখন তো মনে হয় চারিদিকে একটা অন্য ধরনের উৎসব চলে। কে কোন দল নেবে কে কোন দলের পতাকা ওড়াবে আরো কত কি। অনেক সময় তো দলের সাপোর্ট নিয়েও বিভিন্ন সমস্যা হয়ে থাকে। অনেকেই বিষয়টা ঝড়গা মারামারিতেও নিয়ে যায়। এতেই বোঝা যায় কতটা পছন্দ করে ফুটবল খেলাকে এবং তার সাপোর্টার দলকে।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

কিছুদিন আগে আমি আর আমার ছোট ভাই রিপন বিকেল বেলা বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। রিপন আমাকে বলল ভাই চলেন হাবাসপুরের দিকে যাই ওই দিকে নদীতে নতুন পানি এসেছে দেখে আসি। যেই কথা সেই কাজ রওনা দিয়ে দিলাম হাবাসপুরের উদ্দেশ্যে। হাবুসপুরে গিয়ে কিছু সময় সুন্দর পরিবেশ উপভোগ করে ফেরার পথে দেখা মিলল এমন ফুটবল খেলা। হঠাৎ করেই সামনের দিকে তাকিয়ে দেখি অনেক মানুষের সমাগম। কাছে যেতেই দেখি ফুটবল খেলা হচ্ছে। মাঠের দিকে তাকিয়ে দেখি বড়রা ফুটবল খেলছে কিন্তু বড়দের মাঝে ছোটরা দৌড়াদৌড়ি করছে কেন। পরে শুনে দেখি বৃদ্ধ এবং বাচ্চা দের খেলা। এখানে যে বাচ্চাগুলো খেলছিল তাদের বিপরীত পক্ষ হল তাদের দাদার বয়সী। এমন খেলার কথা শুনেই বেশ আজব লাগলো। কারণ বড়দের হাটু সমান লম্বা ছোটরা এরা তাহলে বড়দের সঙ্গে কিভাবে খেলবে। এমন কথা চিন্তা করতে করতেই খেলা দেখি। খেলা দেখতে বেশ মজা লাগছিল বৃদ্ধরা অনেক হাপিয়ে যাচ্ছিল একটু বল মারতে গিয়েই কিন্তু ছোটরা অনেক একটিভ। একজন বড়র কাছে বল যখন থাকে তখন ছোটরা 3-4 জন মিলে চারপাশ দিয়ে ঘিরে ধরে। কিছুক্ষণ পরেই বড়রা একটা গোল করে দিল। মাইকে ভেসে আসলো বৃদ্ধ ছয় গোল দিয়েছে এবং বাচ্চারা পাঁচ গোল দিয়েছে। তখনই বুঝতে পারলাম খেলা তো বিশাল বাধা বেধেছে। পুরোটা না দেখলে শান্তি লাগবেনা।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
আমিও রিপন বেশ সময় ধরে খেলা উপভোগ করলাম এবং ইনজয় করলাম। খেলার আগের দিনই বৃষ্টি হয়েছিল এই জন্য মাঠে প্রচুর কাঁদা। ছোটরা যেন তেন যখন বড়রা বল মারতে যাচ্ছিল তখন এমন জোরে কাদায় সিলিপ খেয়ে পড়ছিল দেখেই হাসি পাচ্ছিল। এভাবেই খেলা চলতে থাকে এবং আমরা মজা নিতে থাকি। শেষের দুই মিনিট আগে ছোটরা কর্নার পেয়ে একটি গোল করে দিল। তখন ছোট এবং বড় সমান গোল এর অধিকারী হয়ে গেল। বৃদ্ধরা বড় হওয়াতে ছোটদের কাছে একটু জোর করেই বলছিল গোল হয়নি কিন্তু অরজিনাল ভাবে গলি হয়েছে। এইটা নিয়ে কিছু সময় একটু তর্ক হল। শেষের দিকে রেফারি সাহেব গোল ঘোষণা করে দিল। এভাবে খেলা দেখতে দেখতেই সন্ধ্যা নেমে আসলো খেলা শেষ হয়ে গেল। তারপরে আমরা পদ্মা নদীর ধার দিয়ে একটু এগিয়ে এসেই বাহাদুরপুর কফি সাথে একটু বসলাম। তারপরে দুইজন দুটো কফি অর্ডার করে সুন্দর পরিবেশ দেখতে থাকি। তারপরে আমরা কফি খাওয়া শেষ করে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। এটাই ছিল আমার আজকের গল্প। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে। সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনাই রইল।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
https://x.com/AshikurShohag/status/1946250823324852538?t=9oAvnFpEBeJSVLSqYBrNyQ&s=19
https://x.com/AshikurShohag/status/1946250948264726840?t=3WJ9wjXZnuGCm0e_6JTJPA&s=19
https://x.com/AshikurShohag/status/1946251521219232198?t=budfDQzMR25Z4ACyVX0mZg&s=19
https://x.com/AshikurShohag/status/1946251659916521852?t=aRUB9BNLXfD204UyR36Rfw&s=19
https://x.com/AshikurShohag/status/1946252053124378854?t=WTALF1ytvCK5I3ppLznHRA&s=19
https://x.com/AshikurShohag/status/1946252158778871860?t=UOKvVAWGDNpYOV0G1hltPA&s=19