ডাই : ডিজাইনার পার্টি ড্রেস তৈরি।

in আমার বাংলা ব্লগlast month

Colourful Minimalist Painting Course YouTube Thumbnail_20250305_232213_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ডিজাইনার পার্টি ড্রেস তৈরি করলাম।

আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি ডিজাইনার ড্রেস তৈরি করে শেয়ার করলাম। সত্যি বলতে আমার খুবই ইচ্ছা ডিজাইনার ড্রেসগুলো তৈরি করার। তাছাড়া এই ড্রেসগুলো তৈরি করতে পারব বলে আমার মনে হয়েছে। এইজন্য আমি একটা ড্রেস তৈরি করতে বসে পড়লাম। ড্রেসটা তৈরি করার সময় একটা ডিজাইন চিন্তা করে তৈরি করতে বসলাম। তবে এই ড্রেসটা তৈরি করতে করতে দেখলাম বেশ সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। কিন্তু এই ড্রেসটা তৈরি করতে আমার অনেক বেশি সময় লেগেছে। তবে ড্রেসটা পুরোটা কমপ্লিট করার পর আমার কাছে অনেক বেশি অসাধারণ লেগেছে। এজন্য এত পরিশ্রম করার পরেও অনেক বেশি ভালো লেগেছে। ড্রেসটা নাশিয়াকে পরিয়ে দিলাম। ওতো নতুন ড্রেস পরে অনেক বেশি খুশি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

20250217_165808.jpg

20250211_154641.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সিল্কের কাপড়
• কাঁচি
• পুঁতি
• সুঁই
• সুতা
• সেলাই মেশিন

IMG-20250309-WA0019.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি সিল্কের কাপড় নিলাম। এরপর আমি জামার উপরের অংশটা কেটে নিলাম।

IMG-20250309-WA0018.jpg

ধাপ - ২ :

এরপর যেমন নিচের অংশে দুইটা পার্টের জন্য সমান করে কাপড় গুলো কেটে নিলাম।

IMG-20250309-WA0016.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি সেলাই মেশিন দিয়ে গলার অংশ টাকে সেলাই করে নিয়েছি।

IMG-20250309-WA0014.jpg

ধাপ - ৪ :

এরপর জামার পেছনের অংশটায় আমি সেলাই করে একটা চেইন লাগিয়ে নিলাম।

IMG-20250309-WA0015.jpg

ধাপ - ৫ :

এরপর আমি ড্রেসের ভেতরের অংশের জন্য ক্যান ক্যান একটা পাতলা কাপড়ের উপরে সেলাই করে নিয়েছি।

IMG-20250309-WA0011.jpg

ধাপ - ৬ :

এরপরে নিচের পার্টের জন্য কাপড় গুলোকে একটু সেলাই করে হাত দিয়ে টেনে কুচি করে নিলাম।

IMG-20250309-WA0010.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি ড্রেসের নিচের দুইটা পার্ট সেলাই করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20250309-WA0007.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি একটা কাপড়কে ভাঁজ করে কুচি করে সেলাই করে নিলাম।

IMG-20250309-WA0002.jpg

ধাপ - ৯ :

এরপর আমি এই কচি করা অংশটাকে একটু ভাঁজ করে করে একটা ফুল সেলাই করে নিলাম।

IMG-20250309-WA0003.jpg

ধাপ - ১০ :

এই ফুলটাকে আমি ড্রেসের সামনের অংশে জোড়া লাগিয়ে নিলাম। এরপরে কয়েকটা পুঁতি ফুলের উপরে লাগিয়ে নিলাম। এরপর ড্রেসের সামনের অংশে আরও কয়েকটা পুঁতি লাগিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20250309-WA0006.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20250217_165808.jpg

20250217_165838.jpg

20250211_154641.jpg

20250217_165829.jpg

20250211_154723.jpg

20250211_160201.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last month 

আপনি তো কঠিন টেইলার্স। কত সুন্দর ভাবে কাপড় কেটে ড্রেসটি বানিয়ে ফেললেন। আবার দেখলাম পুতির কাজও করেছেন। ড্রেসটা খুব সুন্দর হয়েছে। এই ড্রেসটা আপনার মেয়েকে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ।

 last month 

পুঁতির কাজ করার কারণে দেখতে বেশি সুন্দর লাগছিল।

 last month 

Screenshot_2025-03-08-10-36-19-64_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-08-10-37-53-15_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last month 

বাহ, দারুন ড্রেস তৈরি করেছেন আপু। কিছুদিন আগে ভাইয়ার কাছ থেকে শুনছিলাম যে আপনারা এ ধরনের ড্রেস গুলো তৈরি করতে চান। নাশিয়ার গায়ে ড্রেসটা দারুন লাগছে। খুব সুন্দরভাবে ক্লিপ এর সাথে ফুল এবং জামার উপরে ফুল দিয়েছেন। সিল্কের কাপড়ের এই ড্রেস গুলো দেখতে এমনিতেই দারুন লাগে। খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 last month 

ডেসটি দারুন হয়েছে শুনে ভালো লাগলো।

 last month 

বাহ, দারুন একটি ড্রেস বানিয়েছেন তো আপু। আপনার তৈরি ডিজাইনার পার্টি ড্রেস দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার মেয়েকে পড়িয়ে ছবি তোলার পর আপনার মেয়েকে পরীর মতো লাগছে। আপনার হাতের কাজ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের কাজগুলো দেখতে খুব ভালো লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত ইউনিক একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

আমার হাতের কাজের প্রশংসা করার জন্য ধন্যবাদ। আমার তৈরি করা ড্রেস দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লেগেছে।

 last month 

আপনি অনেক সুন্দর করে ড্রেসটি তৈরি করেছেন। সুন্দর পার্টি ডিজাইনের ড্রেসটি সত্যি নতুনত্ব ডিজাইন হয়েছে। আর আপনার মেয়েকে ড্রেসটি পড়ে রাজকুমারীর মত সুন্দর দেখতে লাগছে। আপনার হাতের কাজ যে এত সুন্দর সেটা এই ড্রেসটি দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে ড্রেসটি এবং আপনিও অনেক সুন্দর করে প্রতিটি ধাপে বর্ণনা করেছেন।

 last month 

আমার মেয়ে অনেক খুশি হয়েছিল ড্রেসটা যখন পড়েছিল তখন।

 last month 

আপু আপনি বেশ সুন্দর পার্টি ড্রেস বানিয়েছেন। অনেক নিখুঁতভাবে এই পার্টি ড্রেসটি তৈরি করেছেন আপু আপনি যার জন্য ড্রেসটি অসম্ভব সুন্দর হয়েছে। আপু আপনার মেয়েকে ড্রেসটি পড়ে অনেক কিউট লাগছে। ড্রেস তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে বর্ণনা করেছেন আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

সত্যি আমার মেয়েকে অনেক কিউট লাগছিল ড্রেসটা পড়ার পর।।

 last month 

আপনি দেখছি সব ধরনের কাজের মধ্যে অনেক বেশি পারদর্শী। আপনি আজকে খুবই সুন্দর করে ডিজাইনার পার্টি ড্রেস তৈরি করেছেন। আপনার তৈরি করা ড্রেস টি অসাধারণ হয়েছে আপু। আপনার মেয়ে কে এই ড্রেস এ বেশ ভালো মানিয়েছে।

 last month 

আমার তৈরি করা এই ড্রেস অসাধারণ হয়েছে এটা ভাবতেই তো ভালো লাগছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

সেলাইয়ের কাজ করাটা আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয়। কারণ কাটাকাটি করা তারপর আবার সেলাই করা এই বিষয়টা অনেক সময় সাধ্য ব্যাপার। তারপরও যদি সুন্দর কিছু তৈরি করা যায় তখন বেশ ভালো লাগে নাশিয়ার জন্য সিল্কের কাপড় দিয়ে দারুন একটা জামা তৈরি করেছেন। দেখেই একদম আকর্ষণীয় লাগছে।

 last month 

আসলে এগুলো করতে অনেক সময় লাগে। কিন্তু তৈরি করার পর দেখতে খুবই ভালো লাগে।