এসো নিজে করি - " ক্লে দিয়ে কৃষ্ণচূড়া ফুল ও ফুলের ডাল তৈরি "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ক্লে দিয়ে কৃষ্ণচূড়া ফুল ও ফুলের ডাল তৈরিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ খুব সুন্দর একটি ডাই পোস্টের।ফুল তো আমরা সবাই ভীষণ ভালোবাসি তাই না বন্ধুরা? তাই আমি চিন্তা করলাম কোন একটা ফুল ক্লে দিয়ে করার।গতকাল ছেলের স্কুলের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে এতোটাই ভালো লাগছিলো কি আর বলবো।এতো প্রচন্ড রোদের তাপ তার মধ্যে কৃষ্ণচূড়া ফুল গুলো লাল লাল হয়ে তার সৌন্দর্যতাকে তুলে ধরেছিলো।লাল লাল ফুল দিয়ে গাছটিতে যেনো আগুন জ্বলছিল।কি যে সুন্দর লাগছিলো।তাইতো ভাবলাম কৃষ্ণচূড়া ফুল ও ফুলের ডাল তৈরি করার।যেমন ভাবনা তেমন কাজ। রাতে বসে বেশ কিছু সময় নিয়ে আমি এই ফুলটিকে ক্লে দিয়ে তৈরি করে জীবন্ত করে তোলার চেষ্টা করে আপনাদের মাঝে তুলে ধরতে আজ চলে এলাম।আপনারাই বলেন কেমন হলো? আসুন বন্ধুরা,আগে জেনে নেই এই ফুল ও ফুলের ডাল তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল --
প্রয়োজনীয় উপকরনঃ
১.ক্লে
২.কাঠি
৩.পোস্টার রঙ
৪. কেঁচি
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে আমি একটি কাঠি নিয়ে নিলাম।এরপর তার মধ্যে সবুজ রঙের ক্লে দিয়ে ডাল তৈরি করে নিলাম।
ধাপ-২
এরপর ফুল তৈরি করার জন্য লাল রঙের ক্লে নিয়ে নিলাম।এবার ছোট ছোট গোল করে নিলাম।
ধাপ-৩
এবার আমি হাতের সাহায্যে একটু লম্বা করে ফুলের পাপড়ি করে নিলাম।এরপর ক্লে নিয়ে ছবির মতো করে লম্বা করে কেঁচি দিয়ে পাঁচটি ভাগে কেটে নিলাম।
ধাপ-৪
এভাবে করে আমি এক এক করে তিনটি ফুল তৈরি করে নিলাম।
ধাপ-৫
এরপর আমি ফুলগুলোর মধ্যে প্রথমে সাদা রঙ এরপর হলুদ রঙ করে নিলাম।
ধাপ-৬
এবার আমি লাল রঙ করে ফুলের কলি তৈরি করে লাগিয়ে নিলাম।
ধাপ-৭
এরপর আমি পাতা তৈরি করে লাগিয়ে নিলাম।এভাবেই আমি আমার ডাই পোস্টটি শেষ করলাম।কেমন হলো বন্ধুরা?? কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য গুলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
শ্রেণী | DIY |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো কেন জানি না দেখতে এত ভীষণ ভালো লাগে। আজ আপনি খুবই সুন্দর ভাবে ক্লে দিয়ে কৃষ্ণচূড়া ফুল তৈরি করেছেন আপু। কৃষ্ণচূড়া ফুল আমার ভীষণ প্রিয়। এই ফুলের সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে। আপনার তৈরি করা ফুল গুলো একদম বাস্তব ফুলের মতই লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো আপু।অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার হাতের কাজ এতটাই সুন্দর যে, কেউ বুঝতেও পারবেনা এগুলো আসল না কি নকল। ক্লে দিয়ে কৃষ্ণচূড়া ফুল ও ফুলের ডাল গুলো এতই সুন্দর হয়েছে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ডাই প্রজেক্ট গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ডাই তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ডাইগুলো তৈরি করতে।
ধন্যবাদ আপু।
আপনি যদি সব সময় এরকম সুন্দর সুন্দর ডাইগুলো তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর এবং আকর্ষণীয় ডাই তৈরি করতে পারবেন। অবশ্যই এরকম সুন্দর সুন্দর ডাই গুলো তৈরি করে ঘরে সাজাবেন। তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এটা কিন্তু সত্যি খুব দারুণ লাগছে দেখতে।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
কৃষ্ণচূড়া ফুল গুলো দেখতে সত্যিকারের কৃষ্ণচূড়া ফুলের মত লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। এই কাজটি করতে অনেকটা সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে। দারুন লাগছে দেখতে।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনি দেখছি অসম্ভব সুন্দর কৃষ্ণচূড়া ফুলের ডাল সহ ফুল তৈরি করেছেন। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। ফুলগুলোতে রংয়ের কাজও অসম্ভব সুন্দরভাবে করেছেন। ক্লে দিয়ে যে এত সুন্দর ভাবে কৃষ্ণচূড়া ফুল এবং ফুলের ডাল তৈরি করা যায় সেটা আপনি দেখিয়ে দিলেন। ধন্যবাদ এত সুন্দর একটি ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।
X-promotion
ক্লে দিয়ে আপনি অনেক সুন্দর করে কৃষ্ণচূড়া ডাল এবং ফুল তৈরি করেছেন। অনেক সুন্দরভাবে রঙের মাধ্যমে আপনি ফুলগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর করে কৃষ্ণচূড়া ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ দাদা।
বাহ আপু আপনি তো খুব সুন্দর করে ক্লে দিয়ে কৃষ্ণচূড়া ফুল এবং ডাল তৈরি করেছেন। আসলে ক্লে নরম এই কারণে ক্লে দিয়ে যে কোন কিছু বানাতে একটু সুবিধা হয়। তবে আপনার বানানো ফুল এবং ফুলের ডাল অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে কৃষ্ণচূড়া ফুল এবং ডাল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ জানাচ্ছি।