এসো নিজে করি -- ❣️ " রঙিন কাগজ দিয়ে মা দিবসে মায়ের জন্য শুভেচ্ছা কার্ড "
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগবাসী।
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে মা দিবস।আমি চেষ্টা করেছি মায়ের জন্য একটি শুভেচ্ছা কার্ড তৈরি করতে।রঙিন কাগজ দিয়ে তাই আজ একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছি।আর তাই তো আজ শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করে থাকি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।
রঙিন কাগজ দিয়ে মা দিবসে মায়ের জন্য শুভেচ্ছা কার্ডঃ
বন্ধুরা,আজ মা দিবস।যদিও মাকে নিয়ে কোন দিবস নেই।প্রতিটি দিনই আমার কাছে মা দিবস।মায়ের তুলনা শুধু মা ই।আমি আমার মাকে ভীষণ ভালোবাসি।আমার সকল কাজের অনুপ্রেরণা আমার মা।তাই আমার জীবনে আমার মায়ের ভুমিকা অনেক অনেক বেশী।তাই বলে বাবাকে যে ভালোবাসি না তেমনটা কিন্তু নয়।বাবাকেও ভালোবাসি।কারন প্রতিটি বাবার কাছে তার মেয়ে কিন্তু রাজকন্যা।আমার বাবার হয়তো কোন রাজ্য নেই।নয় সে কোন রাজা।তারপরেও কিন্তু আমি আমার বাবার রাজকন্যা।আজ মা দিবস।তাই ভাবলাম আজ মায়ের জন্য একটি শুভেচ্ছা কার্ড তৈরি করি।যে ভাবনা সেই কাজ।বসে গেলাম রঙিন কাগজ নিয়ে।চলুন এই কার্ডটি করতে আমার কি কি উপকরন লেগেছিল --
প্রয়োজনীয় উপকরনঃ
**১. রঙিন কাগজ
২. কেঁচি
৩.কলম
৪.পুঁথি
৫.গ্লু
৬.পেন্সিল **
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে কাগজের টুকরোটিকে দুই ভাজ করে নিলাম।এরপর লাল রঙের কাগজে এ্কে নিয়ে কেটে নিলাম।
ধাপ-২
এবার টুকরো কাগজকে গ্লু দিয়ে আটকে নিলাম।এরপর ছোট ছোট কাগজ কেটে তাতে পেন্সিল দিয়ে এঁকে কেটে নিলাম।
ধাপ-৩
এবার আমি কলম দিয়ে দাগ কেটে কেটে লাভ করে কাটা কাগজগুলো গ্লু দিয়ে লাগিয়ে নিলাম। এরপর তিন টুকরো কাগজকে ভাজ করে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে ফুল কেটে নিলাম।
ধাপ-৪
এরপর ফুলগুলো গ্লু দিয়ে আটকে নিলাম।আর ফুলপর মাঝে পুঁথি গ্লু দিয়ে বসিয়ে দিলাম।
ধাপ-৫
ফুলটি এবার কার্ডের উপরে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।এরপর তিন টুকরো কাগজ কেটে নিলাম।
ধাপ-৬
কাগজ ভাজ করে নিয়ে এঁকে নিলাম।এরপর কেটে নিলাম।
ধাপ-৭
এবার কেটে রাখা লাভ শেপের টুকরো গুলো ওই লাভ শেপের কাগজের উপর গ্লু দিয়ে আটকে নিলাম।এরপর তার উপরে একটি করে পুঁথি গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।এরপর Happy Mother's Day লিখে নিলাম।আর এরই মধ্যে আমার কার্ডটি তৈরি করা শেষ হলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
শ্রেণী | DIY |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশাকরি আমার বানানো রঙিন কাগজের শুভেচ্ছা কার্ডটি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপু আপনাকেও মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনি মা দিবসকে কেন্দ্র করে খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার এই ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। লাভ দেওয়াতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি শুভেচ্ছা কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মা দিবস উপলক্ষে আপনি দারুণ একটি কার্ড তৈরি করেছেন আপু। আমিও ভেবেছিলাম মা দিবসের উপলক্ষে এমন কিছু করবো, অবশেষে একটি ক্যালিগ্রাফি করেছি। আপনার কার্ড টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ দিদি।
রঙিন কাগজ দিয়ে আপনি মা দিবসে মায়ের জন্য খুবই চমৎকার একটি শুভেচ্ছা কার্ড বানিয়েছেন দেখতে অনেক সুন্দর লাগছে প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সকল মায়ের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
মা দিবস উপলক্ষে অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। কর্ডটি দেখতে অসাধারন লাগছে। আসলে পৃথিবীতে মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ট সম্পদ। আসলে মায়ের তুলনা কারোর সাথেই হয়না। ধন্যবাদ এতো চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ঠিকই বলেছেন আপু বাবা মাকে ভালোবাসার কোন দিবস লাগে না সব দিনই ভালোবাসা যায় । আর বাবা-মা দুজনেই সমান দুজনই আমাদের জন্য অনেক গুরুত্ব রাখে । যাই হোক আপনি মা দিবস উপলক্ষে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন ভালো লাগলো দেখে ।
ধন্যবাদ আপু সুন্দর ও গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।
মা তো মা-ই হয় মায়ের জন্য নতুন করে কোন দিবস নেই যদিও বা এটা আমরা এখন পালন করে থাকি। কিন্তু প্রতিটা দিনই হচ্ছে মা দিবস। মা দিবসকে কেন্দ্র করে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে এরকম কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে তার প্রসেস গুলি আমাদের মাঝে শেয়ার করে শিখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
মা দিবস উপলক্ষে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে দেখতে দারুন লাগছে। আসলে মায়ের ভালোবাসায় নিজের চিন্তাধারা কাজে লাগিয়ে কিছু তৈরি করার মধ্যেও একটা মজা রয়েছে। যেটা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই। আপনার তৈরি অনেক সুন্দর ছিল ভালোই উপভোগ করলাম।
সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু প্রত্যেকটা দিনই মা দিবস আমার কাছেও এটাই মনে হয়। মা দিবস উপলক্ষে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।
অসাধারণ ডাই প্রজেক্ট 😍
মা দিবস উপলক্ষে চোখ ধাঁধানো সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনার হাতের কাজের প্রশংসা না করে পারলাম না। দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এগিয়ে যান।
অনেক ভালো লাগলো ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে।অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে।