ডাই পোস্ট ||| সুন্দর ও আকর্ষণীয় শুকনো গাছে ফুল।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। বর্তমান আবহাওয়াটা অনেক সুন্দর। চারদিকে শুধু বইছে বাতাস কখনো মেঘ আবার কখনো বৃষ্টি । কখনো বা আকাশ নীলে পরিপূর্ণ থাকে আবার কখনো আকাশের জমে সাদা মেঘের ভেলা।এইতো চলছে বিশাল আকাশের খেলা। দেখে দেখে যায় বেলা।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে।ডাই ইভেন্ট প্রতিযোগিতা গুলো অনেক ভালো লাগে। এক দুইবার চেষ্টা করেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিন্তু এখন আর এই প্রতিযোগিতায় সেভাবে অংশগ্রহণ করাই হয় না। তবে এবার ভাবলাম ডাই ইভেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাক। তাইতো মনের ইচ্ছা ও আগ্রহ নিয়ে চলে এলাম ডাই ইভেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আজ আমি আপনাদের মাঝে মরা গাছের ফুল ফোটানো যায় তারই একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। ছাদে অনেকগুলো গাছ লাগানো ছিল তো কিছুদিন ছাদে যাওয়া হয়নি এবং পানিও দেওয়া হয়নি গাছে। তারপর ছাদে গিয়ে দেখি একটি গাছ মরে একদম শুকিয়ে আছে এবং গাছটি দেখে ও মায়া লাগলো। তারপর ভাবলাম এই গাছটি দিয়ে আমি একটি শোপিস তৈরি করব যেই ভাবনা সেই কাজ। বাসায় গাছটি নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে একটি ফুল গাছের শোপিস তৈরি করে ফেললাম। ফুল গাছের শোপিস তৈরি করার পর বা নতুন রূপ দেওয়ার পর আমি নিজেও মারা গাছ থেকে চিনতে পারছিলাম না এতটা সুন্দর লাগছিল। চলুন আর কথা না বাড়িয়ে ফুল গাছের শোপিসটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।
উপকরণ সমূহঃ-
১।শুকনো গাছ।
২।রং।
৩।ব্রাশ।
৪।ক্লে
![]() | ![]() |
---|
প্রথমে শুকনো গাছটি পরিষ্কার করে ওপরের ডাল রং করে নিয়েছি এক সাইডে।
এবার আস্তে আস্তে করে সাইডের সমস্ত ডাল ও গাছটি রং করেছি।
![]() | ![]() |
---|
রং করা গাছটি শুকিয়ে নিয়েছি এবং ক্লে দিয়ে হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি।
এরপর লাল রংয়ের ক্লে লম্বা করে নিয়েছি।
এবার লম্বা করে নেওয়া ক্লে টিকে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি।
ছোট বলের মত করে নিয়ে সেগুলো ফুলের সেভ করে নিয়েছি।
ঠিক একই ভাবে হলুদ রংয়ের ক্লে ও ফুল বানিয়ে নিয়েছি।
এবার প্রতিটি ফুলের মাঝখানে ক্লে দিয়ে বল বানিয়ে লাগিয়ে নিয়েছি।
এবার সবুজ কালার ক্লে দিয়ে গাছের জন্য পাতা বানিয়ে নিয়েছি।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
এবার গাছের এক সাইড থেকে ডালের প্রতিটি মাথায় একটি একটি করে ফুল আটকে নিয়েছি।
গাছের ডালের ভেতরেও কিছু ফুল আটকে নিয়েছি।
![]() | ![]() |
---|
ফুলের পাশাপাশি সবুজ কালার ক্লে এর পাতাগুলো লাগিয়ে নিয়েছি।
আর এভাবেই হয়ে গেল আমার "সুন্দর ও আকর্ষণীয় শুকনো গাছে ফুল"। এবার এই "সুন্দর ও আকর্ষণীয় শুকনো গাছে ফুল" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
আপনার পোস্টটি সত্যিই দারুণ অনুপ্রেরণাদায়ক! মরা গাছকে নতুন রূপ দিয়ে শোপিস তৈরি করার ভাবনাটা অসাধারণ। এটা শুধু সৃজনশীলতাকেই নয়, বরং গাছের প্রতি মমতাবোধ এবং পরিবেশের প্রতি সচেতনতারও প্রকাশ। আপনার এই কাজ সত্যিই প্রমাণ করে, সৃষ্টিশীল চিন্তা ও আগ্রহ থাকলে যেকোনো জিনিসকে নতুনভাবে জীবন্ত করে তোলা যায়।
অনেক ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর একটি কমেন্ট পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
https://x.com/mst_akter31610/status/1919951628704055529?t=XncoopqafNs7_VwpWzFxrw&s=19
https://x.com/mst_akter31610/status/1919954249926246649?t=nTOXCDdhIfHeLY27-pIyVw&s=19
খুব সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করেছেন আপু। কিভাবে একটি মৃত গাছ কে নতুনভাবে জীবন দেওয়া যায় সেটি আপনি পোষ্টের মাধ্যমে উপস্থাপন করেছেন। এত সুন্দর ভাবে ফুল তৈরি করে পাতা তৈরি করে গাছের চেহারা পুরা বদলে দিয়েছেন। যা দেখে খুবই মুগ্ধ হলাম। অপরূপ সুন্দর আপনার হাতের কাজ। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
এত সুন্দর শুকনো গাছে ফুল দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই সুন্দর শুকনো গাছে ফুল দেখে আমি অবাক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে এটা সবার মাঝে শেয়ার করার জন্য।
আপনার আজকে ক্লে দিয়ে তৈরি করা এই শুকনো ডালে ফুলগুলো অনেক সুন্দর লাগছে। শুকনো ডালের ফুলের শোপিসটিও অনেক সুন্দর তৈরি হয়েছে। ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম তখন কর্মশিক্ষায় এমন সুন্দর কিছু দক্ষতা প্রকাশ করতে হতো। আমিও একবার এমন করে শুকনো ডাল দিয়ে সুন্দর করে ফুল এবং পাতা তৈরি করে একদম সতেজ গাছের রূপ দিয়ে নিয়ে গেছিলাম। তবে সেটা কাগজের ফুল এবং কাগজ কেটেই পাতা তৈরি করেছিলাম এবং রংয়ের ব্যবহার করেছিলাম। কাগজের ফুলগুলো অনেক বড় বড় হয়েছিল এবং সুন্দর লাগছিল গাছটা তৈরি হওয়ার পরে। আপনার এই গাছটি দেখে আমার শৈশবের সেই দিনের স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি শুকনো গাছে ফুলের শোপিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মরা গাছে ক্লে দিয়ে বেশ সুন্দর করে ফুল ফোটালেন হাহা। তবে কিন্তু বেশ সুন্দর হয়েছে ।টবে রাখলে দেখতে বেশ সুন্দর লাগবে।
আপু আপনার হাতের কাজ দেখে অনেক ভালো লাগলো। শুকনো একটি গাছের ডাল অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছে। দারুণ হয়েছে দেখতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।