DIY || চলো আজ ইউকুলেলে আঁকি by @rokibulsanto || ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য
◾️ ১৪ জানুয়ারি, ২০২২
▪️ শুক্রবার
শুভ সন্ধ্যা বন্ধুরা ,
আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি । আজ শুক্রবার ছুটির দিন । কি নিয়ে পোস্ট করবো খুজে পাচ্ছিলাম না । দুপুরে খেয়ে দেয়ে আমার ইউকুলেলে টা নিয়ে টুং টাং করছিলাম হঠাৎ মাথায় আসলো আমার ইউকুলেলে টা এঁকে পোস্ট করলে কেমন হয় । দেরি না করে বসে পড়লাম পেপার পেন্সিল নিয়ে । আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার ইউকুলেলে আঁকার ধাপগুলো । তো কথা না বাড়িয়ে চলুন আকা-আকিতে ঝাপিয়ে পড়ি ।
ফাইনাল ছবি ইউকুলেলে
⟹ প্রয়োজনীয় উপকরন
⇢ a4 সাইজের পেপার
⇢ 2B পেন্সিল
⇢ Dark+ পেন্সিল
⇢ রাবার
⇢ স্কেল
⇢ কাটার
➾ ধাপ - ১
প্রথমে আমরা ইউকেলেলের নেক আঁকব । স্কেলের সাহায্যে আমরা লম্বালম্বি ভাবে ২ টা দাগ টানবো । দাগ দু টোর মাঝখানের ফাকা যেন তুনলামুলক নিচের দিকে একটু বেশি থাকে । এবার উপরের দিকের মাথার অংশটি ২ দাগের প্রান্ত বিন্দু থেকে নিয়ে আঁকার চেষ্টা করবো ঠিক চিত্রের মধ্যে যেমনটি দেখানো হয়েছে ।
➾ ধাপ - ২
এই ধাপে আমরা ইউকেলেলের বডির অংশটি আংশিক আঁকব । বডি আঁকার জন্য নেকের মাঝ বরাবর এর একটু নিচ থেকে আপেল আঁকার মতো করে আঁকব ।
➾ ধাপ - ৩
আস্তে আস্তে শেপ টা ধরে রেখে ডান দিকের নেকের দাগটির সাথে মিলিয়ে দিব ।
➾ ধাপ - ৪
এখন আমরা সাউন্ড হোল আঁকব গোল করে । এই সাউন্ড হোল দিয়েই মুলত মিউজের সাউন্ড গুলো বের হয়ে আসে ।
➾ ধাপ - ৫
এবার আমরা ইউকেলেলের ব্রিজ আঁকব । ব্রিজের উপরেই স্ট্রিংগুলো বসানো থাকে । খুব সিম্পলভাবেই স্কেলের সাহায্যে আমরা ব্রিজ আঁকা সেরে নিব ।
➾ ধাপ - ৬
এই ধাপে আমরা মাথার সাথে ৪ টি টিউনিং কী যোগ করবো । ইউকেলেলে তে সাধারনত ৪ টি স্ট্রিং থাকে । আর এ জন্য ৪ টি টিউনিং কী এর প্রয়োজন হয় । এই টিউনিং কী গুলো দিয়ে মুলত মিউজিক এর বিভিন্ন স্কেলের টিউনিং করা হয় । এর সাথে বডির আউট লাইন টি পেন্সিল দিয়ে গাঢ় করে দিব ।
➾ ধাপ - ৭
এবার টিউনিং কী আর ব্রিজের সাথে ৪ টি স্ট্রিং লাগানোর পালা । স্কেল দিয়ে সুন্দর করে এক একটি কী থেকে ব্রিজ পর্যন্ত দাগ টেনে দিব ।
➾ ধাপ - ৮
এবার আমাদের ফ্রেট আঁকার পালা । স্কেল দিয়ে নেকের মধ্যে আড়াআড়ি ভাবে দাগ টেনে ইউকেলেলের ফ্রেটগুলো আঁকব । সাউন্ড হোলের গোল অংশটি ডাবল লেয়ার করে একটু পেন্সিল রং করে দিব এবং এর সাথে আউট লাইন গুলো গাঢ় করে দিব ।
➾ ফাইনাল ছবি
আমার ইউকেলেলের ফাইনাল ছবি
➾ সেলফি স্টেপ
সাইন সহ ইউকেলেলের সাথে আমার সেলফি
বিভাগ | তথ্য |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট 4 |
লোকেশন | ধানমন্ডি-১৯ |
আর্টিস্ট | @rokibulsanto |
আজ এ পর্যন্তই । দেখা হবে আগামিকাল নতুন কোন পোস্ট নিয়ে । ভালো থাকবেন সবাই ।
শুভেচ্ছান্তে
@rokibulsanto
আপনারা আর্টিস্ট টি অসাধারণ হয়েছে। খুব দক্ষতার সাথে আপনি চিত্রকর্মটি সম্পন্ন করেছেন। ধাপগুলো খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। তবে মোবাইলে ছবি উঠানোর সময় কিছু ছবিতে মোবাইলে ছায়া পড়েছে। এদিকে একটু লক্ষ রাখবেন যাতে ছায়া না পড়ে। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন ভাই।
@ah-agim ভাই আপনাকে ধন্যবাদ মুল্যবান মন্তব্য করার জন্য । আপনার দেয়া সাজেশন মেনে পরবর্তীতে পোস্ট করার চেষ্টা করব । শুভ কামন আপনার জন্য
@razuan12 ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
অনেক সুন্দর গিটারের চিত্রাংকন করলেন। দেখে মনে হচ্ছে যেন সত্তিকারের একটা গিটার। আসলেই আপনি অনেক সুন্দর অঙ্কন করতে পারেন। এত সুন্দর ভাবে অঙ্কন করে আমাদেরকে উপহার দিলেন আজকে গিটারটা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল যাতে আরো সুন্দর সুন্দর অংকন আমাদের উপহার দিতে পারেন।
@bdwomen আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ । শুভ কামনা রইলো আপনার জন্য
ভাই আপনি অনেক সুন্দর ভাবে একটি গিটারের ছবি এঁকেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। আমার গিটার বাজানো খুবই শখ। আপনার চিত্রটা দেখে আমার মনে পড়ে গেলো পুরনো দিনের কথা। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করছেন। আমার কাছে আপনার অংকন কোনটি খুবই ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল৷
@robiul02 ভাই ধন্যবাদ । পাশে থাকবেন সব সময় । ভালোবাসা রইলো ❤
➡️ আপনার চিত্রকর্মটি আমার খুবই ভালো লেগেছে। গিটার আমার খুব প্রিয়। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার বর্ণনা করাটাও আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
@narocky71 ধন্যবাদ ভাই
দারুন একেছেন।আর বিশেষ করে আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল।এভাবেই কাজ করে জান অনেক দূর এগিয়ে যাবেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।🖤
@munna101 ভাই ধন্যবাদ। মনের অন্তস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ❤️