DIY-সবাইকে জানাই মা দিবসের শুভেচ্ছা||

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু তৈরি করে উপস্থাপন করতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


সবাইকে জানাই মা দিবসের শুভেচ্ছা:

IMG_20250511_142900.jpg
Device-OPPO-A15


মা একটি মধুর শব্দ। আর মায়ের প্রতি আমাদের ভালোবাসা অফুরন্ত। মাকে ভালোবাসার জন্য হয়তো কোন বিশেষ দিনের প্রয়োজন পড়ে না। আমরা সব সময় মাকে অনেক বেশি ভালোবাসি। আমাদের মায়েরা আমাদের চোখের মনি। একজন সন্তান তার মাকে কতটা ভালোবাসে হয়তো সেভাবে কখনো মাকে বোঝাতে পারেনা। কিংবা ভালোবাসি কথাটা বলতেও পারে না। কিন্তু হৃদয়ের মাঝে মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা জমা রয়ে যায়। হয়তো মুখ ফুটে কখনো সেই ভালোবাসা প্রকাশ করার মতো সাহস হয়ে ওঠে না। কিন্তু ভালোবাসার কোন কমতি থাকে না। মা দিবসের বিশেষ দিনটিকে ঘিরে হয়তো অনেকেই নানান রকমের আয়োজন করেছেন। আর আমি চেষ্টা করেছি ছোট্ট একটি কার্ড তৈরি করার। আশা করছি সবার ভালো লাগবে।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. রঙিন কলম।
৩. কাঁচি।

IMG20250511135339.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250511135351.jpg
Device-OPPO-A15


সুন্দর এই কার্ড তৈরি করার জন্য প্রথমে আমি সুন্দরভাবে একটি কাগজ কেটে নিয়েছি আর ভাঁজ করে নিয়েছি।


ধাপ-২

IMG20250511135448.jpg
Device-OPPO-A15
IMG20250511135544.jpg
Device-OPPO-A15


এবার উপরের অংশে সুন্দর করে নকশা করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20250511135612.jpg
Device-OPPO-A15
IMG20250511135636.jpg
Device-OPPO-A15


এবার নীল কলম দিয়ে আরো কিছু নকশা করে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে।


ধাপ-৪

IMG20250511135718.jpg
Device-OPPO-A15
IMG20250511135818.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের ডিজাইন আরো বেশি সুন্দর করার জন্য সুন্দর ভাবে ডিজাইনগুলো করে নেওয়ার চেষ্টা করেছি আর আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20250511140119.jpg
Device-OPPO-A15
IMG20250511140121.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে হ্যাপি মাদারস ডে এই লেখাটি লেখার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20250511140303.jpg
Device-OPPO-A15
IMG20250511140422.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে কার্ডের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন অংশের কাজ করেছি এবং লেখাগুলো আরো বেশি সুন্দর করেছি।


উপস্থাপনা:

IMG_20250511_142837.jpg
Device-OPPO-A15


বিশেষ দিনে বিশেষ কিছু সবার মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লাগে। তাই মা দিবসের বিশেষ দিনটিকে ঘিরে আমি সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আমার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে এই সুন্দর কার্ড তৈরি করার পর দেখতে বেশ ভালো লাগছিল। আশা করছি আমার তৈরি করা এই কার্ড আপনাদের কাছে ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 6 days ago 

Screenshot_2025-05-11-16-00-50-03_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-05-11-16-02-38-06.jpg

Screenshot_2025-05-11-16-03-55-67.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

মা দিবসে সকল মায়েদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।ভালো থাকুক সব মা। মা মানে অন্যরকম এক অনুভূতি। সকল মা নিজের সন্তানদের নিজের থেকেও বেশি ভালোবাসে। সন্তানের মধ্য দিয়ে মায়েদের নতুন জন্ম হয়। আর সেই মা দিবসে উপলক্ষে আজ আপনি খুবই সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা কার্ডটি দেখতে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কার্ড তৈরি করে মা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য।

 5 days ago 

মা দিবসে আপনি চমৎকার একটি কার্ড শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার শেয়ার করা কার্ডটি খুবই সুন্দর হয়েছে আপু।অনেক ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 5 days ago 

এত সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। কালারফুল হওয়ার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।

 5 days ago 

অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ডাই প্রজেক্ট গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ডাই তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ডাই গুলো তৈরি করতে। এরকম সুন্দর ডাই সব সময় দেখতে চাই।

 4 days ago 

মা শব্দটি যেমন মধুর তেমনি মায়ের প্রতি ভালবাসাও থাকে অফুরন্ত। মায়ের ভালোবাসার কাছে কোন ভালোবাসা তুলনা করা চলে না। মা নিঃস্বার্থভাবে ভালোবাসে তার সন্তানকে।মা দিবস উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপু, দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।