DIY-(এসো নিজে করি)// গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ঝুড়ি তৈরি ।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, আবারো নতুন আরোএকটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজ বিকালে বেশ কিছু সময় পেয়েছিলাম। যদিও একটু ঘুমাতে চেয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না। তাইতো গ্লিটার ফোম সিট হাতে নিয়ে বসে গেলাম আজকের সুন্দর এই ঝুড়িটি তৈরি করার জন্য। তবে ফোম সিটগুলো জিগ য্যাক কেঁচি দিয়ে কাটতে একটু সময় লেগেছিল কারণ সঠিক মাপে কাটতে একটু হিমশিম খাচ্ছিলাম। তারপরেও শেষ পর্য্যন্ত সুন্দর একটি ডিজাইন দিয়ে জুড়িটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি এটাই সার্থকতা। যাইহোক ঝুড়িটি তৈরি করার পরে আমার কাছে ভালই লেগেছিল আমি আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে ঝুড়িটি তৈরি করেছিলাম।
আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। ডায়মন্ড জরি ।
![]() | ![]() |
---|
প্রথমে আমি বেঁচে যাওয়া একটি স্বআঠালো গ্লিটার ফোম সিটের টুকরো থেকে ৫ সেন্টিমিটার ব্যাসার্ধের দুই টুকরো গ্লিটার ফোম সিট কেটে সাদা কাগজ উঠিয়ে জোড়া লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার হলুদ রংয়ের একটি গ্লিটার ফোম সিট থেকে চার টুকরো ৩ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং এক পাশে সূচালো করে নিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার প্রত্যেক টুকরো গ্লিটার ফোম সিটের টুকরোর তিন পাশে জিগ জ্যাক কেচিঁ দিয়ে কেটে নিলাম । এখানে হলুদ রং এর গ্লিটার ফোম সিটের টুকরোর মত চার টুকরো পিংক কালারের গ্লিটার ফোম সিটের টুকরোও কেটে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের গ্লিটার ফোম এর চারপাশে প্রথমে হলুদ রঙের গ্লিটার ফোম এর টুকরো এবং পরে পিংক কালার গ্লিটার ফোম এর টুকরো গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার ঝুড়িটির হাতল তৈরি করার জন্য ২০ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার এক টুকরো পিংক কালারের গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং গ্লু গানের সাহায্যে দুই মাথা গোলাকার করে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
সর্বশেষ ধাপে এসে ঝুড়িটির সৌন্দর্য বৃদ্ধির জন্য ডায়মন্ড আকৃতির জরি গ্লু গানের সাহায্যে ঝুড়ির সাথে লাগিয়ে দিলাম। আর এর মাধ্যমেই ঝুড়িটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে সুন্দর এই ঝুড়িটির সমস্ত কার্যক্রম শেষ করে তা পোস্ট আকারে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই ঝুড়িটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
ভাইয়া আপনি তো দেখছি গ্লিটার পেপার দিয়ে অনেক কিছু তৈরি করছেন। আপনার তৈরি করা ডাই পোস্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে গ্লিটার পেপার দিয়ে দারুন একটি ঝুড়ি তৈরি করেছেন। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে বিকেলের দিকে বসে বসে ভাবছিলাম আপনার পোস্ট অনেকদিন দেখিনি। বিশেষ করে এই হোম সিটের কাজগুলো চোখে পড়ে না। রাত্রি বেলায় যখন কমেন্ট করতে বসেছি তখন এটাই আগে নজরে এলো। খুব ভালো হয়েছে আপনার গ্লিটার ফোম দিয়ে তৈরি করা ঝুড়িটি। রংয়ের কম্বিনেশন এত সুন্দর হয়েছে দুচোখ ফেরানো যাচ্ছে না। আমি যদিও এই ধরনের হালকা রঙ বেশি পছন্দ করি তাই হয়তো আমার চোখে বেশি ভালো লাগছে।
গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। আপনার তৈরি করা ঝুড়িটি দেখতে চমৎকার লাগছে ভাই।এ ধরনের জিনিস তৈরি করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনি অনেক সুন্দর করে সাজিয়েন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
গ্লিটার শিট দিয়ে চমৎকার ঝুড়ি তৈরি করেছেন ভাইয়া। অনেকদিন আগে গ্লিটার শিট দিয়ে কাজ করতে দেখেছিলাম আপনাকে। অনেকদিন পর সুন্দর একটি ঝুড়ি তৈরি দেখে বেশ ভালো লাগলো ভাইয়া। ঝুড়িটি দেখতে চমৎকার হয়েছে। ঝুলি তৈরি করা সম্পূর্ণ প্রসেস পর্যায়ক্রমে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপনাকে ধন্যবাদ।
গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন দেখতে বেশ ভালো লাগছে ভাইয়া। ফোম গুলা কিভাবে কেটে এই ঝুড়িটি তৈরি করেছেন সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এই কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
https://x.com/mahfuzur888/status/1899522402293563531?t=hwindejfwHuA8JY7LVpq8g&s=19
গ্ৰিটার পেপার দিয়ে তৈরি করা আপনার এই ঝুড়ি অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ঝুড়িটা। এটার মধ্যে ডায়মন্ড আকৃতির জরি গ্লু গুলো দেওয়ার কারণে, পুরোটার সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। এটি এভাবে সাজিয়ে রাখলেও দেখতে খুব ভালো লাগবে।
ওয়াও অনেক সুন্দর ছিল আজকের এই ঝুড়িটি। দক্ষতার সাথে এত সময় নিয়ে ঝুড়িটি করেছেন দেখে ভালো লাগলো। এরকম সুন্দর ঝুড়ি গুলো তৈরি করার জন্য প্রচুর সময়, ধৈর্য আর দক্ষতার প্রয়োজন হয়। কারণ এগুলো দিয়ে যদি তৈরি করা না হয় তাহলে দেখতে সুন্দর লাগে না। আর এরকম ভাবে তৈরি করলে একটু বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগে।
আপনি বরাবরই গ্লিটার ফোম দিয়ে চমৎকার সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়ে থাকেন যা আমাদেরকে মুগ্ধ করে। দারুণ বানিয়েছেন ভাইয়া গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ঝুড়ি। খুবই সুন্দর হয়েছে ঝুড়িটি।ধাপে ধাপে গ্লিটার ফোম দিয়ে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ঝুড়ি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।