এখন বড়দিনের উৎসব চলছে। "ধর্ম যার যার উৎসব সবার"- এই নীতি অনুযায়ী আমাদের সকলের উচিত বড়দিন সেলিব্রেট করা। অবশ্য আমাদের এইদিকে বড়দিনের উৎসব গুলো তেমন ঘটা পড়ে পালিত হয় না।এর অবশ্য প্রধান কিছু কারণ রয়েছে। কারণ আমাদের এই দিকে খ্রিষ্টধর্মের লোকজনের সংখ্যা খুবই কম।সেই হিসাবে আমাদের কমিউনিটির এই কনটেস্টটি আমার কাছে এক প্রকার উৎসব এর মতই। আমাদের কমিউনিটির সবাই মিলে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বড়দিন সেলিব্রেট করি পুরো সপ্তাহ ব্যাপী। আর সেই লক্ষ্যে আমি আজকে সান্তা ক্লজের চিত্র অঙ্কন করব অঙ্কন করব।
আজকে আমি খুবই সহজভাবে সান্তাক্লজের চিত্র অংকন করার পদ্ধতি ধাপ আকারে আপনাদের সামনে উপস্থাপন করব:
আমার আজকের সমগ্র পোষ্টের বিষয়বস্তু:

প্রয়োজনীয় উপকরণ:

- অফসেট পেপার।
- পেন্সিল।
- রাবার।
- কম্পাস।
প্রথম ধাপ:

প্রথমে আমাদের কম্পাস এর সঙ্গে পেন্সিল আটকিয়ে নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে নিতে হবে। |
দ্বিতীয় ধাপ:

বৃত্তের নিচের অংশ থেকে দুটি বক্ররেখা নিচের দিকে নিয়ে আসি এবং ওই বক্ররেখাদ্বয় অপর একটি বক্র রেখা দ্বারা যুক্ত করি। এভাবে সান্তা ক্লজের দেহের অংশ সম্পন্ন হবে। |
তৃতীয় ধাপ:

এধাপে সান্তা ক্লজের দেহ থেকে একটি হাত অঙ্কন করে নেই। |
চতুর্থ ধাপ:

এ অংশে সান্তাক্লজের পা দুটো আকি এবং অপর হাত এবং ওই হাতে থাকা একটি গোলাকার ব্যাগ অঙ্কন করি। |
পঞ্চম ধাপ:

এধাপে সান্তা ক্লজের মুখ, নাক, চোখ,চোখের ভ্রু এবং গোঁফ অঙ্কন করার মাধ্যমে মাথার অংশ পরিপূর্ণ করি। এরপর কোমরের বেল্ট আঁকি। |
ষষ্ঠ ধাপ:

এ ধাপে সান্তা ক্লজের হাতের আংগুল, মাথার টুপি এবং মুখের দাড়ি অংকন করি। ফলে আমার অঙ্কন করা সান্তাক্লজের চিত্রটি পরিপূর্ণরূপে সম্পন্ন হল। এরপর আমার স্টিমীট আইডি নাম যুক্ত করি। |
- বড়দিনের উৎসব উপলক্ষে উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আমি সান্তা ক্লজের চিত্র অংকন করলাম। আমার অঙ্কন করা চিত্র আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
খুব সুন্দর করে সান্তাক্লজের চিত্রাংকন করেছেন। খুবই অল্প সময়ে এবং সহজ কিছু পদ্ধতিতে চিত্রাংকন টি করেছেন এবং তা ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে ভাইয়া এবং শুভকামনা আপনার জন্য।
আমার অঙ্কন করা চিত্রটি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। আপনার জন্যও শুভকামনা রইল ভাই।
খুব সুন্দর হয়েছে ভাইয়া ছবি অংকন টি। শুভ কামনা অবিরাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।আপনার জন্যও শুভকামনা রইল।