স্টিমেটের সঙ্গে আমার প্রথম পরিচয়ের কিছু অনুভূতি
আমার বাংলা ব্লগে
আমি মোঃ আলমগীর কবির
কমিউনিটিতে আমার প্রথম পোস্টের লিংক
আমার পরিচয় পর্ব
আসসালামুয়ালাইকুম ও আদাব,,,
আমার বাংলা ব্লগ এর সদস্যবৃন্দ।আশা করি আপনারা সকলে ভালো আছেন মহান আল্লাহ রাব্বুল আলামীনের রহমতে।বাংলা ভাষায় মত প্রকাশের একটি ভাল মাধ্যম হচ্ছে ''আমার বাংলা ব্লগ'' যেটিতে সাধারণত বাংলাদেশ এবং ভারতের কিছু সদস্যগণ আছেন যারা তাদের ক্রিয়েটিভিটি সহ তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম এবং মত প্রকাশ করে থাকে। গত মাসে আমি একজন বড় ভাইয়ের (https://steemit.com/@shuvo35)মাধ্যমে এই সুন্দর কমিউনিটিতে যুক্ত হওয়ার সুজগ পাই।
প্রথম যেদিন আমি স্টিমিট এর সঙ্গে পরিচয় হই সেদিন পোস্টগুলো করার সময় কেমন যেন একটা ভয় ভয় কাজ করছিল। তার পরেও সুন্দর করে আমি আমার কাজ করতেছি।
আমি প্রথমেই ধন্যবাদ জানাই সেই ভাইকে, কারণ সে আমাকে আমার জ্ঞান প্রকাশের একটা মাধ্যম দেখিয়ে দিয়েছেন। আমি আমার বাংলা ব্লগ' থেকে অনেক কিছুই শিখিয়েছি যেগুলো আমার ৫/৭ বছরেও সম্ভব হয়নি।
এখানে যাদের অনুপ্রেরণা কখনই ভোলার মতো না তারা হলো এডমিন ভাইয়েরা, যারা আমাদের কমেন্ট ও অর্থনৈতিক সাপর্ট দিয়ে থাকেন।
বিষেশ করে এখন করোনা মহামারী হওয়ায় বাসাই বসে ফেসবুকে বাজে ভাবে সময় নষ্ট করতাম কিন্তু কমিউনিটির সন্ধান পেয়ে রাতে নির্দিষ্ট সময় করে কবিদের কবিতা, ভ্রমন পিপাশুদের ভ্রমন বিত্যান্ত, বজ্ঞানীদের বিজ্ঞান, আর্টস দের আর্ট পরে মানসিক প্রসান্তি খুজে নেই। সত্যিই এক একজনের প্রতিভা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। নিজের অজান্তেই কমিউনিটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আমি স্বাগত যানাই কমিউনিটির সকল সদস্যদের যারা আমাদের মানসিক প্রশান্তি দিয়ে থাকেন।
আমি এই ব্লগে নিষ্ঠার সঙ্গে অনেক দিন কাজ করতে চাই।আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন এখনা থেকে একজন লেখক হিসেবে নিজের পরিচয় প্রকাশ করতে পারি। একটা কথা চিরন্তন সত্য সেটা হল এই কমিউনিটি থেকে একজন লেখন হিসেবে পরিচয় প্রকাশ করা যাবে। আমরা এখান থেকে অর্থনৈতিক সাহায্য পাই যেটা অন্য কোন যায়গায় পাওয়া যায় না।
ধন্যবাদ আপনাদের সকলকে, আমাকে কমেন্ট করে আমার মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য। সকলে স্বুস্থ্য থাকবেন।
ভালো লিখেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য। ধন্যবাদ কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।
শুভ ভাই এর নির্দেশনা মোতাবেক ব্লগিং করে যান এবং আশা করি খুব দ্রুতই আপনি এখানে উন্নতি করতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।আপনার পথ চলা অনেক শুভ হোক।