ভাই-বোন একসাথে পিকনিক ১ তারিখ ২০২২।(১০%shy-fox)
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরকে সকলেই হয়ত খুব আনন্দ এবং অনেক আশা নিয়ে স্বাগত জানিয়েছেন। আমি এই দিন আমার সব কাজিনদের সাথে ছিলাম। সকলে মিলে যে কি মজা হয়েছে তা আলাদা করে বলে বোঝানোর দরকার নেই। কারন আপনারা সকলেই জানেন যে ভাই বোনদের সাথে থাকলে কতো মজা হয়। কাল রাতে আমরা সকলেই পিকনিক করেছি। সকলেই খুব মজা করেছি। তার কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।
প্রথমে আমাদের পুরো ছাদ এভাবে সাজানো হয়েছিল। লাইট ভাড়া করে নিয়ে এসে এভাবে পুরোটা সাজিয়েছিলাম।
আগে থেকেই বার-বি-কিউ করার জন্য ৫ টি মুরগি কিনে রেখেছিলাম তা কেটে মশলা দিয়ে ২ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম।
এভাবে করে ৩ ভাগ করে ২ টি চুলায় এগুলো দিয়ে দিয়েছিলাম। লোক অনেক বেশি ছিল। তাই এভাবে এতো গুলো মুরগী লেগেছিল।
ছাদে গান হচ্ছিল। ভাগনে এখানে বসে লাঠি দিয়ে ঢোল বাজাচ্ছিল।
চুলাই মাংশের টুকরাগুলো দিয়ে দিয়েছি।
১/২ ঘন্টা পর প্রায় হয়ে গিয়েছিল। এখানে একটি সমস্যা হয়েছিল। কয়লাগুলো একটু ভেজা ছিল। পরে আবার আনতে যেতে হয়েছিল। পরে আবার এনে তারপর এটি আবার চুলায় দিতে হয়েছিল।
https://twitter.com/FarhanaTonni29/status/1477308193847926793?t=ZD5KIBVP8z2ezHdKqiZF0A&s=19
প্রথমে আপনাকে জানাই নববর্ষের শুভেচ্ছা। এই দিনে আপনি খুব সুন্দর ভাবে পরিবার এবং ছোট ভাইদের নিয়ে উৎসবমুখর একটা আয়োজন করেছেন। বারবিকিউ পার্টি আমার খুব প্রিয়। আমার ভালো লাগে। আমি যখন বাসায় থাকতাম প্রতিশীতে আমরা এইগুলো করতাম কাজিনরা মিলে। আপনি দারুন একটি উপভোগ করেছেন সবাইকে নিয়ে। অনেক আনন্দ করেছেন বোঝা যাচ্ছে। যাই হোক নতুন বছর আপনার ভালো কাটুক এই প্রত্যাশা করছি।
❤️❤️আপনার জন্যে অনেক ভালোবাসা এবং নতুন বছরের শুভেচ্ছা আপু। ❤️❤️।
অনেক ধন্যবাদ এতো সুন্দর করে একটা মন্তব্য করার জন্য।
ওয়াও আপনারা পিকনিক অনেক সুন্দর ভাবে করেছেন। লাইটিং গুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আমাদের এখানেও নতুন বছরকে সবাই সেলিব্রেট করছে এবং সবাই গান বাজনা বাজিয়ে পিকনিক করছে । আপনি পিকনিকে দারুন সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মধ্যে শেয়ার করার জন্য এবং নতুন বছরের শুভেচ্ছা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ইমন ভাইয়া আপনাকে।❤️
অনেক ধন্যবাদ আপনাকে।
দারুন সময় কাটিয়েছেন বছরের প্রথম দিনটি। বার বি কিউ অনুষ্ঠানটি দেখে তাই মনে হল। নতুন বছর আমাদের মাঝে অনেক আনন্দ বয়ে আনে। শুভ হোক আপনার নতুন বছরের পথচলা ধন্যবাদ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ❤️
জেনে খুশি হলাম আপনি আপনার পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়েছেন। ডেকারেশনও অনেক ভালো ছিলো। নতুন বছরের শুরুটা খুব ভালো ছিলো। আপনার খুশির এর মুহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা রইলো। ❤️❤️