আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমার ভাবনা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি ক্রিয়েটিভ রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI.

গতকাল আমি কি নিয়ে লিখব সেই বিষয় নির্বাচন করতে পারছিলাম না। তখন মনেহল আমি তাহলে এ.আই এর সাহায্য নেই। আমি চ্যাট-জিপিটিকে জিজ্ঞাসা করলাম, আমি আজ স্টিমিটে কোন বিষয়ে লিখতে পারি? চ্যাট-জিপিটি আমাকে বেশ কয়েকটি সাজেশন দিল। তারমধ্যে কিছু আমার পছন্দ হয়েছে, আবার কিছু পছন্দ হয়নি।
কত অদ্ভুত এই AI. কিছু মানুষ বিশ্বাস করে কয়েক বছরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চাকরি নিয়ে নিবে। বিষয়টা আমাকে ভাবায়। অর্থাৎ, মানুষ বিশ্বাস করে, তাদের তৈরি করা একটি সিস্টেম তাদের চেয়ে বেশি দক্ষতা অর্জন করবে। কেমন যেন অদ্ভুত লাগে সব সময় বিষয়টি।
সর্বপ্রথম আমি এ.আই এর করা কাজ দেখেছিলাম একটি খেলাধুলা বিষয়ক টুইটার একাউন্টে। সেখানে এআই দিয়ে নির্মিত কয়েকটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত খেলার ট্রফি ডিজাইন করতে বলা হয়েছে। সেই ডিজাইন করা ট্রফিগুলোই শেয়ার করা হয়েছিল। এখানে দেখলাম এআই নিজে কিছু করেনি। বরঞ্চ, মানুষের তৈরি করা বছরের পর বছর ধরে প্রচলিত যে ট্রফি আছে সেই ট্রফিটাই একটু জাঁকজমক করে উপস্থাপন করেছে। আবার যেভাবে উপস্থাপন করেছে, সেটা শুধু কল্পনাতেই সম্ভব। বাস্তবে ওইসব অ্যাঙ্গেলে ট্রফি বানাতে গেলে তা আর ট্রফি থাকবে না। এমন একটা অবস্থা ছিল।
বর্তমানে তো এআই দিয়ে তৈরি করা ছবি অথবা ভিডিওতে ভুলের ছড়াছড়ির। আমি নিজে কিছু ছবি জেনারেট করার জন্য মাঝে মাঝে এ.আই এর সাহায্য নেই। খুব সুন্দর ডাটা ইনপুট দেওয়া থাকলেও, এ.আই নির্মিত ছবিতে প্রচুর পরিমাণ বানান ভুল থাকে। আমার মনে আছে, আমি লিখেছি $PUSS, ছবি পাঠিয়েছে এক জায়গায় লিখেছে $PUUS, এক জায়গায় লিখেছে $PUSA.
এই হচ্ছে অবস্থা। তবে, এটা সত্য যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আরও আধুনিক করা হয় তাহলে হয়তো এই ভুলের পরিমাণ কমে যাবে। তাছাড়া এ?আই সত্যি কিছু মানুষকে বেকার করে ছাড়বে। তবে মনে হয়না ভবিষ্যতে আমরা এ.আই দ্বারা নিয়ন্ত্রিত হব। তবে আমাদেরকে সাহায্য করার জন্য এ.আই খুবই গুরুত্বপূর্ণ একটি টুল হিসেবে কাজ করবে।

Link 1: https://x.com/akib_66/status/1946869680045715755
Link 2: https://x.com/akib_66/status/1946869875655500283