পারিবারিক পুষ্টি বাগান।

IMG_20210815_173234.jpg

এখানে মৌসুমি সকল ধরনের সবজি চাষ করা হয়।
এক বছরে প্রায় ছয়বারের মত ফসল ফলানো সম্ভব । এখানে আসলে গুল্ম জাতীয় ফসল বা সবজি চাষ করা হয়।
যেমন লাল শাক,সবুজ শাক, ডাটা, পিয়াজ, মরিচ, রসু্ন, হলদী, ধুনে পাতা, ঝিঙ্গা, শসা, পেপে, লাউ, ইত্যাদি।
এখন যেহেতু বৃষ্টির সৃজন এখন সময় উপযোগী ফসল কচু এবং ঝিঙ্গা চাষ করা হয়েছে।

IMG_20210815_183915.jpg

IMG_20210815_173334.jpg

এখন থেকে যে সবজি উৎপাদন করা হয় সেটা দিয়ে পরিবারের সকল প্রোকার পুষ্টির চাহিদা পুরন হয়।
অতিরিক্ত সবজি বিক্রি করে আথিকভাবে লাভবান হওয়া সম্ভব।

IMG_20210815_173317.jpg

Sort:  
 4 years ago 

আপনি প্রথমে আমার বাংলা ব্লগ এ একটি পরিচিতিমুলক পোস্ট করুন।