বয়স হলে কি বুদ্ধি ও লোপ পায়?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা একটা ব্যাপার সব সময় শুনে এসেছি যে, আমার চুল কিন্তু বাতাসে পাকেনি। আমার চুল আসলে বিভিন্ন কিছু দেখতে দেখতে পেকেছে। অর্থাৎ এটা একটা রূপক অর্থে ব্যবহৃত করা হয়। এটার মূল ব্যাপারটি হলো, মানুষের যখন বয়স বেশি হয় তখন স্বাভাবিকভাবে অভিজ্ঞতা অনেক বেশি হয় এবং যার যতো অভিজ্ঞতা তার ততো বেশি ভালো আইডিয়া থাকে সেই ব্যাপারে। তো বয়স্ক মানুষেরা আসলে এটা বুঝাতেই এই ব্যাপারটি বলে। অর্থাৎ চুল পেকে যাওয়ার ব্যাপারটি। এটা বুঝাতেই বলে যে, তাদের অভিজ্ঞতা, আইডিয়া সবকিছুই অন্যদের তুলনায় অনেক বেশি।

আমি নিজেও সেটা একেবারে পরিপূর্ণভাবেই মানি। অর্থাৎ সত্যি তাদের অভিজ্ঞতা অনেক বেশি। কিন্তু যে ব্যাপারটি আসলে আমার মাঝেমধ্যে মানতে কষ্ট হয়। সেটা হলো কিছু কিছু ব্যক্তি এমন এমন সব কথা বলে। যেগুলো আসলে হজম করা বেশ খানিকটা কষ্টকর বলে আমার মনে হয়। কারন কিছু কিছু বয়স্ক ব্যক্তি এমন এমন জায়গায় এমন এমন সব কথা বলে বসে। যেগুলো আসলে হজম করাটাও অনেকটা কষ্টকর বলে আমার মনে হয়।

যেমন আমাদের বাসায় মাঝেমধ্যে কিছু আত্মীয়-স্বজন বেড়াতে আসে। তো উনারা আসলে এমন এমন কিছু প্রশ্ন করেন। অর্থাৎ সেসব বয়স্ক ব্যক্তিরা এমন এমন কিছু প্রশ্ন করেন। যে প্রশ্নগুলো শুনলেই প্রথমে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু উনাদের কোনো কিছু বলাও যায় না। কারণ ওই যে উনাদের অভিজ্ঞতা বেশি। উনাদের বয়স বেশি। তাই উনাদের সম্মানটা অনেকটা বেশি। কিন্তু আমি মনে করি, যার যার সম্মান তার তার তা ধরে রাখা উচিত। আর উনাদের জন্য আমার মাথায় একটা ব্যাপার ঘুরে যে, বয়স হলেই বুঝি বুদ্ধি লোপ পেয়ে যায়। তা না হলে ঘর ভরা মানুষের মধ্যে কি করে কিছু কিছু প্রশ্ন করে ফেলে সেটা আমার মাথাতে অন্তত আসে না।

ABB.gif

Sort:  
 7 days ago 

আসলে বয়স বাড়লে অভিজ্ঞতা বাড়ে, কিন্তু কিছু মানুষ আছে যারা অপ্রয়োজনীয় কথা বলেন। আসলে সবাইকে সম্মান করা দরকার, তবে বিরক্তিকর প্রশ্ন এড়িয়ে যাওয়াই ভালো বলে মনে করি। তবে বয়স্করা যদি ভদ্রভাবে কথা বলেন, তাহলে সবাই তাদের বেশি ভালোবাসবে। বয়স হলেও বুঝদার হওয়া দরকার। ভালো ব্যবহার করলে সবাই শ্রদ্ধা করবে।ধন্যবাদ আপনাকে।