একুরিয়ামে একটি গোল্ড ফিস এর চিত্রাঙ্কনঃ
-----আসসালামু আলাইকুম-----
আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি ইনাশাআল্লাহ। সবাই সুস্থ এবং ভাল থাকুন এটাই কামনা করি। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হলাম।সেটি হলো একুরিয়াম এবং একটি মাছের ছবি। আজ আমি কম্পিটারে বসে বসে ভাবছিলাম যে আজকে আমি আমার বাংলা ব্লগে কি পোষ্ট করবো। ঠিক তখনই আমার চোখের সামনে চলে এলো একুরিয়ামের একটি চিত্র। আর এটা দেখেই আমি এই পোষ্টটি করার জন্য মন স্থির করলাম। একুরিয়ামে বিভিন্ন মাছ দেখতে কার না ভালো লাগে। আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে যারা একুরিয়ামে মাছ দেখতে পছন্দ করে না। যারা একুরিয়ামে মাছ দেখতে পছন্দ করে তাদের কাছে এই পোষ্টটি অনেক ভালো লাগবে আশা করি। চলুন তাহলে শুরু করা যাক-
![]() |
- একটি কম্পাস
- একটি পেন্সিল
- একটি রাবার
- একটি স্কেল
- সাদা কাগজ
![]() |
![]() |
প্রথম ধাপঃ প্রথমে একটি সাদা কাগজে একটি চতুর্ভুজ এর মতো করে একটি ঘর এঁকে নিই, যাতে করে আমার চিত্রটি একটা নির্দিষ্ট জায়গায় থাকে। তারপর আমি ঘরটির নিচের দিকে পরিমাণ মতো একটা দাগ দিলাম। তারপর ওই দাগকে নির্দিষ্ট পয়েন্ট ধরে কম্পাস এবং পেন্সিলের সাহায্যে দুই দিকে দুটি অর্ধ বৃত্ত এর মতো অংকন করলাম। এবার বৃত্তের উপরের দিকের মুখ অংকন করে নিলাম। একই সাথে নিচের দিকের মুখ ও এঁকে নিলাম।
![]() |
দ্বিতীয় ধাপঃ অংকনের সুবিধার জন্য আমি পাত্রটিকে পেন্সিল দিয়ে আর ও গাঢ করে নিলাম, যাতে বুঝতে সুবিধা হয়।
![]() |
তৃতীয় ধাপঃ এবার আমি পাত্রের দুই পাশে পেন্সিলের সাহায্যে পানি এঁকে দিলাম এবং পাত্রের ভিতরে একটি মাছ অংকন করলাম।
![]() |
চতুর্থ ধাপঃ এবার আমি মাছটিকে গোল্ড কালার করে দিলাম, যেহেতু মাছটি গোল্ড ফিস এবং ভিতরে একটি লতা সদৃশ গাছ অংকন করে দিলাম, যাতে করে আমার একুরিয়ামটি দেখতে আরো বেশি সুন্দর লাগে।
![]() |
পঞ্চম ধাপঃ সবশেষে আমি পুরো একুরিয়ামের পাত্রের মধ্যে রঙ পেন্সিল দিয়ে পানির রঙ করে দিলাম। যাতে করে মনে হয় যে আমার একুরিয়ামটি পুরোপুরি কালারিং পানি দিয়ে ভর্তি। এবং এই পানির মধ্যে গোল্ড ফিশ মাছটি সাঁতার কাটছে।
বন্ধুরা এভাবেই আমি আমার একুরিয়ামের পেত্রে একটি গোল্ড ফিসের চিত্র অংকন কশেস করলাম। আশা করি সবাআর ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি আমার পোষ্টে কিছুটা ভিন্নতা আনতে এবং সে অনুযায়ি পোষ্ট ও করি। কতটা সফল হচ্ছি সেটা আমার বাংলা ব্লগের বন্ধুরাই বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
বাহ ভাইয়া আপনার আইডিটা তো ভালই একুরিয়ামের ছবি দেখে আপনার একুরিয়ামের ছবি আঁকতে ইচ্ছা করলো।
যেমন চিন্তা তেমন কাজ খুবই সুন্দর হয়েছে আপনার আর্ট টি। ভিতরে গোল্ড ফিশ টিকে দেখতে খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর ভাইয়া।
সুন্দর একটি কমেন্টে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
কম্পিউটারে বসে পোস্টের কথা ভাবার কারণে তো আপনার ভালো হয়েছে। হঠাৎ করে একুরিয়ামের ছবি দেখতে পেয়ে একুরিয়াম এবং মাছ আকার আইডিয়া পেয়ে গিয়েছেন। একুরিয়ামের ছোট ছোট মাছগুলো খুবই ভালো লাগে । আপনি একুরিয়ামের মাছের চিত্র খুব সুন্দরভাবে করেছেন। বিশেষ করে এই কমলা কালারের মাছগুলো দিলে একুরিয়াম আকর্ষণীয় লাগে । আপনার একুরিয়াম এবং মাছের আর্টটি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু, সুন্দর একটি মন্তব্যর জন্য। আমার কাছেও একুরিয়াম এ রাখা বিভিন্ন কালারের মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমার ছেলে বাহিরে গেলে যখনই কোন একুরিয়াম দেখবে তখনই বলবে বাবা একটা কিনে দাও না।
একুরিয়ামের ভিতরে গোল্ড ফিসের চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে। আসলে এই ধরনের চিত্র অংকন যেটা বাস্তবিক ভাবে দেখতে খুবই ভালো লাগে। বাড়ির সৌন্দর্য প্রকাশ করতে একুরিয়ামের ভিতরে মাছের সৌন্দর্যতা উপভোগ করে থাকি। অনেক ভালো লাগলো আপনার চিত্র অংকন ।
ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটি কমেন্টের জন্য।
গোল্ড ফিস মাছ। মাছ মাছ হয়ে যায়। হেহেহে। দারুণ একেছেন ভাই আপনি। যারা হাতে অঙ্কন করে তারা সত্যি অনেক দক্ষতা সম্পন্ন। তবে আরো দুই একটা ছোট মাছ এঁকে দিলে নেহাত মন্দ হতোনা। এমনিতে এটিও অসাধারন হয়েছে।
সত্যি ভাই আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে।। যা আপনার আজকের চিত্র প্রস্তুত করার আইডিয়া থেকেই বুঝতে পারলাম।। একুরিয়াম এবং গোল্ড ফিসের খুবই সুন্দর এবং কালারফুল চিত্র প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।। বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশন ঠিক থাকায় দেখতে অনেক আকর্ষণীয় লাগছে।। সুন্দর উপস্থাপনা করেছেন চিত্রটির অঙ্কন পদ্ধতি অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।।
তার মানে যেমন চিন্তা তেমন কাজ, চিন্তা আর পরিকল্পনাকে বাস্তবে কাজে লাগিয়ে আজকে এই একুরিয়ামের আর্টটি করেছেন এবং আমাদের সাথে স্বয়ংসম্পূর্ণভাবে পোস্ট আকারে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
জি ভাই, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য ভালো থাকবেন।
ভিতরের গোল্ডফিশ টা দেখতে বেশ সুন্দর হয়েছে ।মনে হচ্ছে সত্যিকারে গোল্ডফিশ ।আপনার অ্যাকুরিয়াম দেখে মনে হচ্ছে খুব দক্ষ সহকারে কাজটি সম্পন্ন করেছেন । নিচের পাথরগুলো কালার বেশ সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল।
ঠিকই বলেছেন ভাইয়া, একুরিয়ামে মাছ দেখতে সবারই ভালো লাগে। আমার কাছে তো অনেকেই ভালো লাগে মাছগুলো দেখতে। অনেক সুন্দর হয় মাছগুলো বিভিন্ন রংবেরঙের। আপনার আঁকা একুরিয়ামের চিত্রাংকনটি আমার অনেক ভালো লেগেছে। যা বলার বাহিরে। এভাবে এগিয়ে যান ভাইয়া অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনাদের পজেটিভ মন্তব্যগুলো আমাকে অনেক বেশি কাজে উৎসাহ যোগাচ্ছে। আশা করি এভাবেই সব সময় অনুপ্রেরণা দিয়ে যাবেন।
আর্টটি সুন্দর হয়েছে।আর আর্ট পোস্ট নিয়ে নির্দেশনা গুলো আমি একটু আগেই আপনার গতকালের আর্ট পোস্টে লিখেছি।লেখার মাঝে অহেতুক ফুলের ছবিগুলো দিবেন না।
একুরিয়ামের আর্ট টি অসাধারণ হয়েছে। গোল্ডফিশ টাকেও দারুন লাগছে দেখতে। এবং ছোট ছোট রঙিন পাথরগুলো আকর্ষণীয় লাগছে দেখতে। তবে আমার কাছে একুরিয়াম টি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু। এমন সুন্দর একটি মন্তব্যর জন্য। আপনাকে পজেটিভ মন্তব্য আমাকে আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাচ্ছে।