হঠাৎই এক অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।

in আমার বাংলা ব্লগyesterday

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

20250822_122206.jpg

দিন কত দ্রুত যাচ্ছে সেটা আসলে বোঝাই যাচ্ছে না। কারণ এ তো গত শুক্রবারের কথা যখন অনেক বড় একটা বিপদ ঘটেছিল। আসলে এই অনাকাঙ্ক্ষিত বিপদের জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে যে এরকম একটা বিপদ ঘটে যাবে সেটা একদম ভাবনার বাইরেই ছিল। দেখতে দেখতে সাত দিন হয়ে গেল। অর্থাৎ ঘটনাটা ঘটেছিল গত শুক্রবারে প্রায় বিকেল চারটার দিকে। যেটা আসলে আমাদের অনেক কিছু শিখিয়েছে এবং মানুষগুলোকে আরও ভালোভাবে চিনতে সহায়তা করেছে।ভেবেছিলাম হয়তো কারো কারো মনমানসিকতা ততটাও খারাপ না,কিন্তু সেদিন বুঝলাম আমরা ভুল, আমাদের ধারণারও বাইরে চলে গেছে তাদের হিংসাত্মক মনোভাব।

ঘটনাটা শেয়ার করব ভেবেও করা হয়ে ওঠে নি। কারণ বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে। তাছাড়া শরীরটা অনেক সময় সুস্থ থাকে না। এজন্যই আসলে অনেক কিছু করতে গিয়েও করা হয়ে ওঠে না। যাইহোক গত শুক্রবার যখন দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে ছিলাম তখনো পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু যেহেতু সেদিন বাইরে কোন কাজ ছিল না তাই আমার হাজব্যান্ড সেদিন আর একদমই বের হয়নি। তাই শোয়া অবস্থায় সবারই ঘুম চলে এসেছিল। তখন পৌনে পাঁচটার দিকে বাসার মালিকের ছেলে কল দিয়ে বলছে নিচের ফ্ল্যাটে যারা থাকে তাদের বাইরে থেকে কেউ লক করে দিয়েছিল। যেহেতু সে ছিল না সে হিসেবে আমার হাসবেন্ডকে বলেছিল নিচে গিয়ে দরজাটা খুলে দিয়ে আসতে।

যাইহোক ঘুমঘুম চোখে সে গিয়ে শুধুমাত্র তাদের দরজাটা খুলে আবার উপরে চলে এসেছিল। যদিও আশেপাশের কোন কিছুই তার তখনও খেয়ালে পড়েনি। তারপর বাসায় এসে আমরা অন্যান্য কাজে লেগে পড়েছিলাম। যেহেতু একটা কাজ হাতে ছিল তাই ভিডিওগ্রাফি করার দরকার ছিল। সেজন্য সে ভিডিওগ্রাফি করছিল। সেদিন কাজের ফাঁকে আমরা বিকেলের নাস্তাটাও সেরে ফেলেছিলাম। তাই সন্ধ্যার একটু আগ মুহূর্তে যখন নিচে গিয়েছিল তখন দেখে যে তার বাইকটা নেই। হঠাৎ বাইক নেই দেখে তার মাথা তো একদম খারাপ হয়ে গিয়েছিল। বাইরে গিয়ে দেখে আসল, সেখানেও নেই। উপরে এসে দেখে ছাবি বাসায়ই রয়েছে। ততক্ষণে তো যা ঘটার ঘটেই গিয়েছে, আর বুঝতে কিছু বাকি রইল না।

এর আগ পর্যন্ত আমরা কেউই আসলে আন্দাজই করতে পারিনি চোর এসেছিল বাইক নিয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো নিচের ফ্ল্যাটে যারা থাকে তাদেরকে এমনিতে কোন বাচ্চাকাচ্চা বাইরে থেকে এসে দরজা লাগিয়ে দিয়ে গিয়েছিল। কিন্তু চোর এসে যে এরকম কাজটা করবে সেটা আসলে ভাবনায়ই ছিল না। যেহেতু প্রতিনিয়ত বাইক সেখানেই থাকে ওই হিসেবে আমরা চিন্তাই করতে পারিনি। সেখানে যে সিসি ক্যামেরা ছিল চোর সেই তার ছিড়ে নিয়েছিল। পরবর্তীতে নিচের ফ্ল্যাটের লোকটা সেই ভিডিওটা আমাদের দেখিয়েছিল। প্রায় চারটার দিকে গাড়িটা চুরি করে নিয়ে গিয়েছিল।

সেখানে দুইটা বাইকই ছিল। কিন্তু আমাদের বাইকে হাইড্রোলিক তালা না দেয়ার কারণেই মূলত আমাদের বাইক নিয়ে গিয়েছিল। হাইড্রোলিক তালাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে আর লাগানো হয়নি। আর যেহেতু এটা বাসার ভিতরেই রাখা ছিল ওই হিসেবে চুরি হবে এটা আমরা কখনোই কল্পনা করিনি। কিন্তু ওই যে কথায় আছে না যেটা নসিবে নেই সেটা কখনও কোনভাবেই রাখা সম্ভব নয়। হয়তো এই বাইকটা আমাদের আর নসিবে ছিল না সেজন্য চুরি হয়ে গিয়েছে।

যাইহোক অনেক কিছু করা হয়েছিল কিন্তু কোনমতে এই পর্যন্ত বাইকের খোঁজ আর পাওয়া যায়নি। তবে কিছু মানুষের মুখোশ খুব সুন্দর ভাবেই খুলে গিয়েছে। যেটা আসলে এতদিন হিডেন থাকলেও এখন সরাসরি সামনে এসে পড়েছে। কথায় আছে না বিপদে পড়লে তখন মানুষ চেনা যায়। ঠিক তেমনি এমন এমন কিছু মানুষের মধ্যকার হিংসা গুলো এমন ভাবে ফুটে উঠেছে যেটা দেখে আসলে এখন আফসোস হয় কেন আগে তাদের সাথে এত সুন্দর ব্যবহার এত আন্তরিকতা ভালোবাসা দিয়েছি। কেনই বা তাদের জন্য সবকিছু ত্যাগ করেছি। আজকে আমাদের বিপদেই তারা এমন এমন বাক্যগুলো উচ্চারণ করে এবং এমনভাবে পিছিয়ে থেকেছে যেটা আসলে জীবনের শিক্ষা হয়ে গিয়েছে।

যাই হোক অতিরিক্ত মানসিক চাপ নেয়ার মত ক্ষমতা এখন আমার একদমই নেই, কারণ শরীরটা হঠাৎ হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়ে যে কোন কিছুই আর ভালো লাগে না। এজন্য এখন আর এসব বিষয়ে চিন্তা করতে ইচ্ছে করে না। তবে ভাবলাম আপনাদের মাঝে এই দুর্ঘটনার বিষয়টা শেয়ার করলে হয়তো বা কিছুটা ভালো লাগবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro