৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ প্রতিযোগিতা- শেয়ার করো তোমার সেরা কবিতা || Total Prize 300 STEEM

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

Contest-Cover Ann Final.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। একটা অন্য রকম অনুভূতি নিয়ে হৃদয়ের স্পন্দনকে চঞ্চল রাখার চেষ্টা করছি। কারণ দেখতে দেখতে প্রায় ৪ বছর পূর্ণ হতে চললো আমার বাংলা ব্লগ কমিউনিটির। সত্যি একটা দারুণ অনুভূতি এখনো হৃদয়ের মাঝে কার্যকর, মনে হচ্ছে এইতো সেদিন কমিউনিটি শুরু হয়েছে এবং দারুণভাবে সময়গুলো উপভোগ করছি। এটাই বাস্তবতা, সুন্দর সময়গুলো এভাবেই দ্রুত চলে যায়। বাংলা ভাষা এবং হৃদয়ের সকল আবেগ যেন একই সূত্রে দারুণভাবে গেঁথে দিয়েছে আমার বাংলা ব্লগ। যার অনুভূতি এভাবেই প্রকাশ করেছিলাম কবিতার ছন্দে-
তুমি বাংলা- তুমি মাতৃভাষা
তুমি হৃদয়ের গভীরে থাকা মমতা,
তুমি সংস্কৃতি- তুমি সংযোগ
তুমি মুগ্ধতায় ভরা আমার বাংলা ।

সত্যি চাইলেই আমরা এমন অসংখ্য অনুভূতি শেয়ার করতে পারি কবিতার ছন্দে, হৃদয়ের আবেগে। আর সেই সুযোগটা তখনই পুর্ণতা পায় যখন কোন আয়োজনের মাধ্যমে নিজেদের সেরা কিছূ শেয়ার করার পথ প্রসস্ত হয়। আমার বাংলা ব্লগ সব সময়ই নতুন নতুন সুযোগ তৈরী করার চেষ্টা করে এবং সৃজনশীলতার সেরা কিছু প্রকাশের পথ প্রসস্ত করে দেয়। সামনেই যেহেতু আমার বাংলা ব্লগের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে, সেহেতু আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিন এবং মডারেটরদের পক্ষ হতে একটা প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেটার বিষয় নির্ধারণ করা হয় কবিতা। আমার বাংলা ব্লগ নিয়ে, আপনার সেরা অনুভূতি সাজিয়ে, আবেগের পূর্ণরূপ প্রস্ফুটিত করে সাজাতে পারেন একটা কবিতা। আর সেটা শেয়ার করে বিজয়ী হওয়ার সুযোগ নিতে পারেন। চলুন তাহলে নির্দেশিকাগুলো দেখে নেই-


নির্দেশিকা.png


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার সেরা কবিতাটি-তে কমপক্ষে ১৬ লাইন, সর্বোচ্চ ২৪ লাইন থাকতে হবে।
  • কবিতাটি অবশ্যই নিজের হতে হবে এবং আমার বাংলা ব্লগ সম্পর্কিত হতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা কবিতা কপি করা যাবে না।
  • কপিরাইট ফটো ব্যবহার করলে সঠিকভাবে সোর্স উল্লেখ করতে হবে।
  • পোষ্ট করার পর একাধিকবার এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করার চেষ্টা করুন।
  • অংশগ্রহনের সময়সীমা ১১ জুন, ২০২৫ বুধবার রাত ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest, #anniversary-celebration এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৭৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ৬০ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ৪০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ৩০ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ২৫ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ২০ স্টিম
  • অষ্টম স্থান অধিকারী- ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিন এবং মডারেটরগণ।


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১২ জুন, ২০২৫ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির Voice Hangout এর মাধ্যমে।



ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমণ প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last month 

আপনার অংশগ্রহণ নং ০৭

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অসাধারণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কবিতা এমনিতেই অনেক বেশি ভালোবাসি। আর কমিউনিটির সবাই কমবেশি সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আশা করি প্রতিযোগিতা উপলক্ষ্যে অনেক সুন্দর সুন্দর কবিতা পড়তে পারবো। আমিও চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 2 months ago 

দেখতে দেখতে চতুর্থ জন্মদিন আমাদের এই প্রতিষ্ঠানের। বিশেষ একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে অনেক বেশি ভালো লাগলো। আমি অবশ্যই চেষ্টা করবো সুন্দর করে কবিতা লিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর সবার কবিতা গুলো দেখার অপেক্ষায় থাকলাম।

 2 months ago 

এবার একদম ভিন্নধর্মী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আশা করছি এই প্রতিযোগিতার মধ্যে সকলেই সকলের জায়গা থেকে অংশগ্রহণ করার চেষ্টা করবে। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর কবিতা দেখতে পারবো।

 2 months ago 

চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমার বাংলা ব্লগের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে! সবারই দারুণ দারুণ অনুভূতির সব কবিতা পড়তে পারবো আশা করছি। সাথে আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো।

 2 months ago 

আমার বাংলা ব্লগের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চমৎকার একটি বিষয়ের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত দেখে ভালো লাগলো। আমার বাংলা ব্লগ সব সময় দারুন দারুন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন নতুন অনেক কবিতা পড়ার সুযোগ পাবো। সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিন এবং মডারেটরদের জানাই অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি ইউজাররা আমার বাংলা ব্লগকে কেন্দ্র করে, অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য, তাছাড়া অনেকেই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে আমাদের কমিউনিটিতে।ধন্যবাদ ভাইয়া।

 last month 

অনেক ধন্যবাদ, আপনার অংশগ্রহণ নং ০১