পুরস্কার বিতরণী: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৭০ || সেরা ইফতারির জন্য স্ন্যাকস রেসিপি

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগ"-এর ৭০ তম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী নিয়ে হাজির হয়ে গেলাম।

1000116186.png

Banner credit: @alsarzilsiam

বিগত মাসের পুরোটা সময় ছিল রমজান। রমজান মাসে হয় নানা রকমের খাবারের আয়োজন। খাবারের তালিকা ভারী খাবারের সাথে সবার বাড়িতে স্ন্যাকসের আয়োজন হয়। আমার বাংলা ব্লগের ৭০ তম প্রতিযোগিতার মূল বিষয়, ইফতারে বানানো স্ন্যাকসের রেসিপির। তাতে আমার বাংলা ব্লগের অনেক সদস্য অংশ অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে থেকে বেশ কিছু তাক লাগানোর নতুন রেসিপি পেলাম যেগুলো দেখতেও যেমন হয়েছিল আশা করি খেতেও তেমন সুস্বাদু ছিল।


আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতা মানে এক অন্য রকমের অনুভূতি। যদিও খুব বেশি স্ন্যাকস রেসিপির আমরা পাইনি তবে যেগুলো হয়েছিল সবগুলোই দৃষ্টি নন্দন ও ইউনিক। স্ন্যাকস এর বিভিন্নতা এবং উপস্থাপনা দুটোর মধ্যেই যে ক্রিয়েটিভিটি প্রতিযোগীরা দেখিয়েছেন তাতে মুগ্ধ হয়েছি। যেকটা রেসিপি ছিলো তার মধ্যে বিজয়ী বাছতে আমাদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। প্রতিটি রেসিপি ছিলো লোভনীয়। আর কথা বেশি বাড়াবো না, সোজা চলে যাবো পুরস্কার বিতরণীতে।


আমার বাংলা ব্লগের ৭০ তম প্রতিযোগিতায় মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সর্বমোট পুরস্কার ছিলো ১৪০ স্টিম। যা পেয়েছেন ৯ জন জয়ী।


প্রতিযোগিতার বিচারক মন্ডলী :


IDDesignation
@rme✠ Founder 🔯
@blacksCo-Founder & Operations Head 🇮🇳
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩

৭০ তম প্রতিযোগিতা'র বিজয়ীরা

RankUser IDPost LinkPrize
প্রথম স্থানাধিকারী@bristy1Link৩৫ Steem
দ্বিতীয় স্থানাধিকারী@neelamsamantaLink২৫ Steem
তৃতীয় স্থানাধিকারী@tasonyaLink২০ Steem
চতুর্থ স্থানাধিকারী@nevlu123Link১৪ Steem
পঞ্চম স্থানাধিকারী@maria47Link১২ Steem
ষষ্ঠ স্থানাধিকারী@shapladattaLink১০ Steem
সপ্তম স্থানাধিকারী@saymaakterLink৯ Steem
বিশেষ পুরস্কার (যুগ্ম)@green015Link৭.৫ Steem
বিশেষ পুরস্কার (যুগ্ম)@selina75Link৭.৫ Steem

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ


1000116198.jpg


পুরস্কার স্পনসর "আমার বাংলা ব্লগ"



"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু অসাধারণ ছিল। যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। দারুন দারুন সব রেসিপি দেখে অনেক ভালো লেগেছে।

 4 days ago 

এবারের প্রতিযোগিতা আমার দেখা সবথেকে দীর্ঘ সময় ধরে চলা প্রতিযোগিতা। তবে দীর্ঘ সময় ধরে চললেও যে ফলাফল হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। অনেকগুলো রেসিপি খুব ভালো ছিল তার মধ্য থেকে আপনারা যে আমাকে দ্বিতীয় স্থানের জন্য নির্বাচন করেছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাই। বাকি সমস্ত বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাই।

 3 days ago 

আসলে এইবারের প্রতিযোগিতাটি তিন সপ্তাহ ধরে চলার পরও অংশগ্রহণকারীর সংখ্যা কম ছিল।তবে প্রত্যেকেই দারুণ রেসিপি শেয়ার করেছিলো।আমিও বিজয়ী তালিকায় থাকতে পেরেছি দেখে ভালো লাগছে।যদিও ঝড়ের কারণে হ্যাংআউটে থাকতে পারিনি,যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।সকল বিজয়ীদেরকে অভিনন্দন।

 3 days ago 

এই প্রতিযোগিতায় একটা স্থান অর্জন করতে পারবো এটা তো ভাবতেই পারিনি। আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে প্রতিযোগিতায় একটা স্থান অর্জন করতে পেরে। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের সবার রেসিপি গুলো অনেক ভালো ছিল। সকল বিজয়ী কে জানাই অনেক অনেক অভিনন্দন।

 3 days ago 

এ প্রতিযোগিতার প্রত্যেকটি রেসিপি অসাধারণ ছিল। এত লোভনীয় ও মজাদার সব রেসিপির ভেতর থেকে আমাকে সপ্তম স্থানে নির্বাচিত করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। সকল বিজয়ীদের কে জানাই অভিনন্দন। ধন্যবাদ পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

প্রথমেই জানাই যারা যারা বিজয় হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবারে সবাই বেশ ভালো কোয়ালিটির রেসিপি শেয়ার করেছে আমাদের মাঝে। কিন্তু গতবারের প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পারিনি। সবসময় চেষ্টা করি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। কিন্তু কতবার না করতে পেরে নিজের কাছেও খারাপ লাগলো। ইনশাল্লাহ এবার চেষ্টা করব পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।