আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৯ || ফটোগ্রাফি - ফসলের মাঠে কৃষকের হাসি।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • ফসলের মাঠে কৃষকের হাসি
  • ২৬, ফেব্রুয়ারি, ২০২৫
  • বুধবার


আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের প্রতিযোগিতাটি ভিন্ন ছিল। এর আগে শীতকালীন ফটোগ্রাফি দেখতে পেয়েছি। শিশির ভেজা পরিবেশ বিভিন্ন জায়গার প্রাকৃতিক দৃশ্য যেগুলো ভালোই উপভোগ করেছি। ফটোগ্রাফি যেটা আমার খুবই প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত নিজের করা ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করি। আমি সব সময় প্রাকৃতিক দৃশ্যগুলো ফটোগ্রাফি করে থাকি। বিশেষ করে গ্রামীন পরিবেশ বিভিন্ন সময় বিভিন্ন রূপে সেজে ওঠে । সেই দৃশ্যগুলো সব সময় চেষ্টা করি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার। মাঠে মাঠে কৃষকেরা চাষাবাদ করায় ব্যস্ত। সেই কৃষকের মুখের হাসি কতটা সুন্দর যখন ফটোগ্রাফি গুলো দেখতে পাই তখন সে বিষয়টি উপলব্ধি করতে পারি। বর্তমান সময়ে কৃষকেরা ধান চাষাবাদ সবচেয়ে বেশি ব্যস্ত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশে সবচেয়ে বেশি চাষাবাদ হয় ধান। তাছাড়া অন্যান্য ফসল আমাদের এখানে চাষাবাদ হয়ে থাকে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি।



📸 ফটোগ্রাফি 📸



IMG_20250223_103145-01.jpeg

IMG_20250223_103123-01.jpeg

IMG_20250223_103122-01.jpeg

IMG_20250223_103111-01.jpeg

IMG_20250218_134909-01.jpeg

IMG_20250223_140825-01.jpeg

IMG_20250223_140544-01.jpeg


Device : Redmi note 11
ধান চাষের দৃশ্যপটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • ফটোগ্রাফি করতে খুবই ভালবাসি ।যখন প্রতিযোগিতার আয়োজন করা হয় তখন ফটোগ্রাফি করার প্রস্তুতি নিয়ে থাকি ‌। গ্রামীন পরিবেশে বিকেল মুহূর্তে মাঠে ঘুরতে গেলেই কৃষকদের ব্যস্তময় মুহূর্ত গুলো দেখতে দারুন লাগে ।আমাদের এই অঞ্চলে বর্তমান ধান চাষাবাদে কৃষকেরা সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এতটাই ব্যস্ত হয়তো হাসিমুখে তাকানোর সময় নেই তাদের। কাজের মুহূর্তগুলো আমি দূর থেকে চেষ্টা করেছি ফটোগ্রাফি করার। কেউ ধানের চারা তলায় ব্যস্ত আবার কেউ জমি তৈরিতে জমির বিভিন্ন অংশে পানি ঠিকঠাক গিয়েছে কিনা সেই বিষয়গুলো ভালোভাবে দেখতে হয়। তাদের সেই ব্যস্ত ফটোগ্রাফির মাধ্যমে তোলার চেষ্টা করেছি।

IMG_20250223_104400-01.jpeg

IMG_20250223_104423-01.jpeg

IMG_20250223_104426-01.jpeg

IMG_20250223_113604-01.jpeg


Device : Redmi note 11
হলুদ উঠানোয় ব্যস্ত কৃষক
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • আমাদের অনেক চাষাবাদ জমে রয়েছে। সেই সকল জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়। অন্যান্য অঞ্চলে দেখেছি এক ধরনের ফসল বেশি চাষাবাদ করা হয় কিন্তু আমাদের এখানে ভিন্ন সব ধরনের ফসল কম বেশি পাওয়া যায়। হলুদ চাষ যেটা একসময় সবুজে রুপ নিয়েছিল। একটি সময় পর হলুদের গাছগুলো মারা যায় ।তখন কৃষকেরা হলুদ জমি থেকে তোলায় ব্যস্ত হয়ে পড়ে ।কোদাল দিয়ে কুপিয়ে মাটি সরিয়ে এই হলুদ বের করা হয়। দেখতে এতটাই সুন্দর লাগে যে বলে বোঝাতে পারবো না। আশা করি তাদের সেই ব্যস্ত এই মুহূর্ত আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20240531_121103-01.jpeg

IMG_20240531_121101-01.jpeg


Device : Redmi note 11
আখ চাষাবাদে ব্যস্ত কৃষক
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • আপনাদের সাথে শীতের মাঝামাঝিতে আখের রস এবং আখের গুড় খাওয়ার মুহূর্ত গুলো শেয়ার করেছিলাম। যেটা আমার খুবই প্রিয়। শুধু আমার কাছে নয় আমাদের গ্রুপে যারা আছে সবাই এই সময়ের জন্য অপেক্ষা করে থাকে ।সেই আখের মৌসুম শেষের দিকে এখন শুধু আবার চাষাবাদ এর জন্য প্রস্তুতি নিচ্ছে কৃষক। একটি জমিতে আখের চাষ চলমান সেই বিষয়টি দেখার পাশাপাশি ফটোগ্রাফি করার চেষ্টা করছি। কৃষকেরা জমির প্রস্থ বরাবর ছোট্ট লাঙ্গল টেনে সেখানে আখের ছোট পিস রোপন করে। সেই দৃশ্যটি এই ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

IMG_20230313_165705-01.jpeg

IMG_20230313_165706-01.jpeg

IMG_20230313_165712-01.jpeg


Device : Redmi note 11
জমিতে কীটনাশক দিচ্ছে কৃষক
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • আপনাদের সাথে যে জায়গাটি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরছি ।একটি সময় এখানে ভরপুর পানি থাকে বর্ষাকালীন সময়ে। বিভিন্ন সময়ের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখন কৃষকেরা ধান চাষ করার পর ধানের জমিতে কীটনাশক দিচ্ছে। যেগুলো ধানের জন্য ভালো। খুব দ্রুত ধানের সৌন্দর্য ফুটে উঠবে কালো মেঘের মতো হয়ে যাবে সেজন্য কৃষকের এই পরিশ্রম। যখন ধানের সোনালী রূপ দেখতে পারবে তখনই কৃষকের মুখে হাসি ফুটবে সেজন্য তারা এই সময় অনেক ব্যস্ত মানুষ মুহূর্ত পার করছে।

IMG_20240518_100120-01.jpeg

IMG_20240518_095326-01.jpeg

IMG_20240518_095322-01.jpeg

IMG_20240518_094920-01.jpeg

IMG_20240518_094901-01.jpeg

IMG_20240518_100609-01.jpeg


Device : Redmi note 11
সোনালী ধান ঘরে উঠানোয় ব্যস্ত কৃষক
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • এই ছবিগুলো অনেক আগেই তুলে রেখেছিলাম। সব সময় আমার অ্যালবামে অনেক ফটোগ্রাফি থাকে। যেগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে থাকি । যখন সোনালী ধান গড়ে ওঠানোয় ব্যস্ত কৃষক সেই মুহূর্তগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। প্রচন্ড রোদে কৃষকের দীর্ঘদিনের পরিশ্রমের সুফল যখন পায় সেই হাসি খানা মুখ দেখতে অনেক ভালো লাগে। আমাদের এখানে এখনো মাঠ থেকে ফসল নিয়ে আসার জন্য মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাদের সেই ব্যস্তময় মুহূর্ত এই ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে কৃষকের ব্যস্তময় মুহূর্তগুলো ভালো লাগবে।

পোষ্টের বিবরণ


বিভাগফটোগ্রাফি
বিষয়ফসলের মাঠে কৃষকের হাসি।
ক্যামেরাRedmi Note 11, f/1.8 1/100s ISO65 4.8mm no flash
পোস্টের কারিগর@ripon40
অবস্থানখোকসা, কুষ্টিয়া ।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last month 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের দেশের কৃষকের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাধ্যমে বেশ কয়েকজন কৃষকের হাসি মুখ দেখার সুযোগ হলো ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

Screenshot_2025-02-26-16-02-45-672_com.android.chrome.jpg

Screenshot_2025-02-26-16-02-13-734_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-02-26-16-01-34-930_com.twitter.android.jpg

 last month 

প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এ প্রতিযোগিত অংশগ্রহণ করার জন্য। এরপর আপনার প্রতিটা ফটোগ্রাফি প্রশংসা না করে পারছি না। আপনার ফটোগ্রাফি গুলো দেখছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম আপনার প্রতিটা ফটোগ্রাফির মাঝে। আপনি সব সময় গ্রাম বাংলার অনেক দারুন দারুন ফটোগ্রাফি করেন। আজও আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

 last month 

ভাইয়া আপনি সব সময় চমৎকার ফটোগ্রাফি করেন। আজকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ভালো লেগেছে আমার।খুব দক্ষ হাতে ফটোগ্রাফিগুলো করেছেন আপনি।ধন্যবাদ জানাই আপনাকে।

 last month 

আপনি তো বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। ঠিক বলেছেন কৃষকের কষ্টটা যেমন কঠিন ঠিক তেমনি হাসিমুখটাও অনেক কঠিন। কষ্ট করে তারা তাদের হাসি মুখ ফুটিয়ে তোলে। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি দিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last month 

প্রত্যেকটা ছবি স্বাভাবিক জীবনের ছবি একেবারেই মনে হচ্ছে না যে আপনি ওদের দিয়ে পোজ দেওয়া করিয়ে ছবি তুলেছেন। আমাদের গ্রাম্য জীবন যেমন হওয়া উচিত ছবিগুলো ঠিক সেরকম। অত্যন্ত সুন্দর ফটোগ্রাফি করেছেন আশা করছি ফলাফল খুবই ভালো হবে। ফলাফলের জন্য আপনাকে শুভকামনা জানাচ্ছি।

 last month 

আপনি আজকে খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই অসাধারণ হয়। কৃষকের বিভিন্ন ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। শেষের দিকের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

গ্রামীণ সেই কৃষকের দৃশ্যগুলো দেখে মনটা জুড়িয়ে গেল। গ্রামের কৃষি না হলে মানুষ বাঁচতে পারবে না। মানুষের খাবার সরবরাহ করে থাকেন গ্রামের কৃষকেরা। তাদের সুন্দর হাসি যেন প্রাণ ভরে যায়। এই ধরনের দৃশ্যগুলো যখন গ্রামে গেলে দেখতে পাই তখন বেশ গর্বিত মনে হয়। অনেক ভালো লাগলো আপনি এত সুন্দর সুন্দর কৃষকের কাজকর্মের ফটোগ্রাফি গুলো নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন।

 last month 

কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বেশ চমৎকার কিছু কৃষি জীবিকা সম্পন্ন কৃষকদের কর্মব্যস্তময় জীবন আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। দুর্দান্ত ছিলো আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। সেই সাথে বর্ণনাগুলো দারুন ছিলো। সব মিলিয়ে আপনার কনটেস্ট সম্পর্কিত পোস্টটি খুবই ভালো লাগলো আমাকে।

 last month 

এ যেন গ্রামের সেই চিরচেনা দৃশ্য। আহ চমৎকার ছিল ভাই আপনার ফটোগ্রাফি গুলো। গ্রামের মাঠের কৃষকদের কৃষিকাজের দারুণ কিছু ফটোগ্রাফি ধারণ করেছেন আপনি। ধন্যবাদ ভাই আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।

 last month 

এবারের প্রতিযোগিতায় দারুন দারুন ফটোগ্রাফি দেখতে পেলাম। আসলে আমাদের এদিকে এমন নেই তাই ফটোগ্রাফিও করতে পারিনি। যাইহোক আশা করছি ভালো কিছু অপেক্ষা করছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় এই কামনা করি।