"আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা -১৫ এর ফলাফল প্রকাশ।।

in আমার বাংলা ব্লগ3 years ago

1650003718956.png
ব্যানার ক্রেডিট: @hafizullah ভাই

হ্যালো সবাইকে। মজাদার ফলের জুস বা শরবত বানানো প্রতিযোগিতায় প্রচুর এন্ট্রি এসেছে। যার প্রত্যেকটি ছিল অসাধারণ । উইনার সিলেকশন করাটাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। সাত দিন পূর্বে বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্টের বিজয়ীদের নাম ইতিমধ্যেই কমিউনিটি হ্যাংআউটের মাধ্যমে ঘোষণা করে দেওয়া হয়েছে। গত সাত দিনে কমিউনিটিতে বাহারি রকমের জুস বা শরবত দেখে প্রাণটা সত্যিই জুরিয়ে গেছে । যাই হোক , সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা সত্যিই অনেক খুশি।

এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যাদের এন্ট্রি ছিল ইউনিক এবং পরিবেশনে ছিল ভিন্নতা । এত এত অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ৮ জনকে বাছাই করে নিয়ে আসা আমাদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জ ছিল। সিলেকশনে ত্রুটি হতে পারে। আশা করি বিশ্বাস হারাবেন না। পরিশ্রম করুন এবং আমাদের সাথেই থাকবেন। যাই হোক, আটজনকে আমরা উইনার লিস্টে রাখতে পেরেছি। সেই ৮ জন এর তালিকা নিম্নে দেওয়া হলঃ-

অংশগ্রহণকারীঃ- ৫৪
মোট বিজয়ীঃ- ৮
নংনামএন্ট্রি লিংকপুরস্কার
@tanuja লিংকSpacial
@isratmim লিংক30 STEEM
@ah-agim লিংক25 STEEM
@ripon999 লিংক20 STEEM
@ayeshasiddika18 লিংক15 STEEM
@gorllara লিংক12 STEEM
@narocky71 লিংক8 STEEM
@mohamad786 লিংক5 STEEM

বিজয়ীদেরকে জানাচ্ছি অভিনন্দন । আর যে সকল ইউজার পার্টিসিপেট করেছেন কিন্তু বিজয়ী তালিকায় নেই তারা হতাশ হবেন না। কারণ প্রত্যেকেই অনেক ভালো করেছেন। সামনে আপনাদের জন্য আরো দুর্দান্ত সব সুযোগ আসতে যাচ্ছে।

এ প্রতিযোগিতায় যারা স্পন্সর করেছেঃ-
নংনামপরিমাণ
@rex-sumon35 STEEM
@shuvo3535 STEEM
@kingporos15 STEEM
@nusuranur15 STEEM
@ayrinbd15 STEEM


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এই প্রতিযোগিতার মাধ্যমে মজার মজার সব ফলের জুসের রেসিপি দেখতে পেয়েছি। প্রত্যেকে তাদের সেরা রেসিপি গুলো শেয়ার করেছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

যারা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যেমে ভালো করেছেন,তাদেরকে অভিনন্দন। খুব ভালো একটি প্রতিযোগিতা ছিলো।আমিও অংশগ্রহন করেছিলাম।যদিও আমি ভালো করতে পারি নি।ধন্যবাদ।

 3 years ago 

এবারের প্রতিযোগিতায় প্রথম হতে পেরে সত্যিই অনেক আনন্দিত। বুঝতে পারছি না কি বলবো। একবারও ভাবি নি যে বিজয়ীদের তালিকায় থাকতে পারবো, কারণ সবার অংশগ্রহণ অনেক ভালো ছিলো।
ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগের সকল এডমিন এবং মডারেটর প্যানেল কে। এবং অভিনন্দন জানাচ্ছি সকল বিজয়ীদের।

 3 years ago 

আসলে বেশ ভালো ছিল উদ্যোগটি। আসলে সকালে নিজের ভিতরে থাকা প্রতিভাকে এখানে প্রকাশ করতে পেরেছে এবং সকল বিজয়ীদের জন্য অভিনন্দন রইল। তারা জেনো খুব ভালো থাকে এবং সামনে আরো কনটেস্টে আরো দারুন দারুন উত্তেজনা প্রতিযোগিতা নিয়ে জয়েন করতে পারে। এই কামনাই রইল

প্রতিযোগিতায় অংশ গ্রহণে বিজয়ীদের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবার পোস্ট কোয়ালিটি অনেক অনেক ভাল ছিলো। আমি ও অংশ গ্রহন করেছিলাম যদি ও ভালো করে করতে পারি নি ইনশাআল্লাহ এবার চেষ্টা করবো এই তালিকায় থাকার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। ধন্যবাদ।

 3 years ago 

শরবত বানানোর প্রতিযোগিতায় বিজয়ীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।সকলে খুব ভালো করেছে।

 3 years ago 

প্রত্যেকেই অনেক দক্ষতার সাথে নিজের প্রতিভা শেয়ার করেছেন। সবার দক্ষতা অসাধারণ ছিল
সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

 3 years ago 

অভিনন্দন সকল বিজয়ীদের, এবারের প্রতিযোগিতাটি সত্যি বেশ জমজমাট ছিলো এবং সবাই বেশ ইউনিক ইউনিক রেসিপি নিয়ে অংশগ্রহণ করেছিলো। বিশেষভাবে কিছু সাধারণ জুসের রেসিপিগুলোকে ভিন্নভাবে অসাধারণ করে তোলার বেশ প্রচেষ্টা ছিলো।

চমৎকার একটি প্রতিযোগিতা ছিল এটি। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে দেখে খুব ভালো লাগলো। বিজয়ীদের জন্য অভিনন্দন।

ভাল একটি উদ্যোগ ছিল। অংশগ্রহণ করে বেশ মজা পেয়েছি। সামনের দিন গুলোতে আবার অংশগ্রহণ করব।