"আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা -১৩ এর ফলাফল প্রকাশ।।

image source & credit: copyright & royalty free PIXABAY
হ্যালো সবাইকে। বসন্ত জাগ্রত দ্বারে। বাংলা ব্লগ কমিউনিটির ওয়ালে নজর দিলে সেটা খুব ভালোভাবেই আঁচ করা যাচ্ছে। সাত দিন পূর্বে বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্টের বিজয়ীদের নাম ইতিমধ্যেই কমিউনিটি হ্যাংআউটের মাধ্যমে ঘোষণা করে দেওয়া হয়েছে। গত সাত দিনে কমিউনিটিতে বাহারি রকমের ফুলের দেখা মিলেছে। কমিউনিটি যেন এক নতুন সাজে সেজে ছিল। বসন্তের ছোঁয়া আমাদের কমিউনিটিতে খুব ভালোভাবেই স্পর্শ করেছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা সত্যিই অনেক খুশি।
একটি বিষয় খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে, অনেক ইউজারের ভালো ডিভাইস নেই ফটোগ্রাফি করার। তবুও তারা বসে না থেকে প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যতোটুকু পেরেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি পোস্ট আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এত এত অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ৮ জনকে বাছাই করে নিয়ে আসা আমাদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জ ছিল। সিলেকশনে ত্রুটি হতে পারে। আশা করি বিশ্বাস হারাবেন না। পরিশ্রম করুন এবং আমাদের সাথেই থাকবেন। যাই হোক, আটজনকে আমরা উইনার লিস্টে রাখতে পেরেছি। সেই ৮ জন এর তালিকা নিম্নে দেওয়া হলঃ-
অংশগ্রহণকারীঃ- ৬২
মোট বিজয়ীঃ- ৮
নং | নাম | এন্ট্রি লিংক | পুরস্কার |
---|---|---|---|
★ | @tanuja | লিংক | Spacial |
১ | @tasonya | লিংক | 30 STEEM |
২ | @narocky71 | লিংক | 25 STEEM |
৩ | @mostafezur001 | লিংক | 20 STEEM |
৪ | @ebrahim2021 | লিংক | 15 STEEM |
৫ | @emon42 | লিংক | 12 STEEM |
৬ | @rabiul365 | লিংক | 8 STEEM |
৭ | @razuahmed | লিংক | 5 STEEM |
বিজয়ীদেরকে জানাচ্ছি অভিনন্দন । আর যে সকল ইউজার পার্টিসিপেট করেছেন কিন্তু বিজয়ী তালিকায় নেই তারা হতাশ হবেন না। কারণ প্রত্যেকেই অনেক ভালো করেছেন। সামনে আপনাদের জন্য আরো দুর্দান্ত সব সুযোগ আসতে যাচ্ছে।
এ প্রতিযোগিতায় যারা স্পন্সর করেছেঃ-
নং | নাম | পরিমাণ |
---|---|---|
১ | @rex-sumon | 35 STEEM |
২ | @shuvo35 | 35 STEEM |
৩ | @kingporos | 15 STEEM |
৪ | @nusuranur | 15 STEEM |
৫ | @ayrinbd | 15 STEEM |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সকল বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে বসন্তের শুভেচ্ছা। আশা করি এ বিজয়ে আরো অনেক কল্যাণ বয়ে আনবে। আর ও সমৃদ্ধির ধারা বয়ে আনবে আপনাদের জীবনে।
♥♥
প্রথমেই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এমন সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমি কোন সময়ে চিন্তাও করতে পারিনি আমি এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করতে পারব। আমার নাম শোনার সাথে সাথেই আমি যেনো মনে হলো আকাশ থেকে পড়লাম। কথা বলার মতো কোন ভাষা হয়তোবা আমার ওই সময় ছিল না। মনের অজান্তে কি বলেছি আমার মনে নাই। এই ধরনের প্রতিযোগিতার কারণে প্রত্যেকটি ইউজার এর মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করে, সেটা পুরস্কার পাওয়া যাক কিংবা না যাক। আশা করব পরবর্তীতে এমন সুন্দর সুন্দর কিছু প্রতিযোগিতা আমাদের মাঝে নিয়ে আসবেন ভাইয়া।
এবার বসন্ত ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। ভিন্ন ভিন্ন ফুলের সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়েছি। সকলের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। প্রতিযোগিতায় বিজয়ীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব
যোগ্য প্রতিযোগিতারা প্রাইজ পেয়েছে এটাতেই ভালো লাগে।
আপনি আমার প্রোফাইলে গিয়ে আমার পোস্টে আমাকে যদি ভোট দেন। আর কমেন্ট করে জানিয়ে দিয়েন। তাহলে আমি আপনার প্রোফাইলে গিয়ে আপনার পোস্টে বোর্ড দিয়ে। আপনাকে কমেন্ট করে জানিয়ে দিব
বসন্তের ফুলের ফটোগ্রাফির প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছিলেন। যারা বিজয়ী হয়েছে তারা সবাই তাদের দক্ষতায় দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিজয়ীদেরকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে দারুন সব ফটোগ্রাফি সকলের মাঝে শেয়ার করে আমাদের সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
আপনি আমার প্রোফাইলে গিয়ে আমার পোস্টে আমাকে যদি ভোট দেন। আর কমেন্ট করে জানিয়ে দিয়েন। তাহলে আমি আপনার প্রোফাইলে গিয়ে আপনার পোস্টে বোর্ড দিয়ে। আপনাকে কমেন্ট করে জানিয়ে দিব
এর আগে কয়েকটা প্রতিযোগিতা হয়েছিল কিন্তু আমি অংশগ্রহন করতে পারি নাই।এই প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহন করে আমি আমি ৬তম স্থান পেয়েছি । আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে।আসলে প্রাইজ যাই হোক আমার কষ্ট সার্থক হয়েছে।আর আমাদের আমার বাংলা ব্লগের সব এডমিন এবং মডারেটরকে আমি ধন্যবাদ জানাই যে এইরকম একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
আপনি আমার প্রোফাইলে গিয়ে আমার পোস্টে আমাকে যদি ভোট দেন। আর কমেন্ট করে জানিয়ে দিয়েন। তাহলে আমি আপনার প্রোফাইলে গিয়ে আপনার পোস্টে বোর্ড দিয়ে। আপনাকে কমেন্ট করে জানিয়ে দিব
প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং যারা বিজয়ী হয়েছেন তাদের জানাই মনের গভীর থেকে ভালোবাসা। আশা করছি আমার বাংলা ব্লগের আবারো সুন্দর একটি প্রতিযোগিতায় আয়োজনে আমরা সবাই অংশগ্রহণ করতে পারবা। সবার সুস্থতা কামনা করছি।
আপনি আমার প্রোফাইলে গিয়ে আমার পোস্টে আমাকে যদি ভোট দেন। আর কমেন্ট করে জানিয়ে দিয়েন। তাহলে আমি আপনার প্রোফাইলে গিয়ে আপনার পোস্টে বোর্ড দিয়ে। আপনাকে কমেন্ট করে জানিয়ে দিব
মিসটেক
আপনি আমার প্রোফাইলে গিয়ে আমার পোস্টে আমাকে যদি ভোট দেন। আর কমেন্ট করে জানিয়ে দিয়েন। তাহলে আমি আপনার প্রোফাইলে গিয়ে আপনার পোস্টে বোর্ড দিয়ে। আপনাকে কমেন্ট করে জানিয়ে দিব
অনেক চেষ্টা এবং পরিশ্রম করেছি তবুও এই লিস্টে আসতে পারেনি। ভাগ্য হতো আমার সাথে ছিল না। যদি বিজয়ীদের মধ্যে একজন হতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। যাই হোক যারা বিজয়ী হয়েছেন সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আর আমাদের মাঝে এত সুন্দরভাবে পোস্টটি উপস্থাপন করার জন্য প্রিয় সুমন ভাইকে জানাই অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া ।
আমরা আপনার কনটেন্ট দেখেছি। আপনি প্রচুর পরিশ্রম করেছেন এটা আমার কাছেও ক্লিয়ার। কিন্তু সমস্যা হল কাজ করতে হবে স্মার্টলি। আপনি প্রচুর প্রচুর ফটোগ্রাফি শেয়ার করেছেন কিন্তু সেগুলো না করে যদি ওই গুলোর মধ্য থেকে সেরা গুলো শেয়ার করতেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগত। কথায় আছে না, প্রথমে দর্শনদারী তারপর গুণবিচারী।
যাইহোক আমি আপনাকে আশা ছাড়তে বারণ করব। আপনি কাজ করে যান । সফলতা আসবেই আসবে।
আপনি আমার প্রোফাইলে গিয়ে আমার পোস্টে আমাকে যদি ভোট দেন। আর কমেন্ট করে জানিয়ে দিয়েন। তাহলে আমি আপনার প্রোফাইলে গিয়ে আপনার পোস্টে বোর্ড দিয়ে। আপনাকে কমেন্ট করে জানিয়ে দিব
সুন্দর তথ্য প্রদানের জন্য আপনার প্রতি কৃতজ্ঞ ভাইয়া।
আপনি আমার প্রোফাইলে গিয়ে আমার পোস্টে আমাকে যদি ভোট দেন। আর কমেন্ট করে জানিয়ে দিয়েন। তাহলে আমি আপনার প্রোফাইলে গিয়ে আপনার পোস্টে বোর্ড দিয়ে। আপনাকে কমেন্ট করে জানিয়ে দিব
খুব সুন্দর একটি প্রতিযোগিতা ছিল, এবং এ প্রতিযোগিতায় অনেক ভালো কিছু ফটোগ্রাফি দেখতে পেয়েছি। আর যারা বিজয়ী তাদের সবাইকে স্বাগতম। এবং আশা করি সামনে আরও ভালো ভালো কনটেস্ট বা প্রতিযোগিতা আমরা দেখতে পাব অনেক ধন্যবাদ।