বাক-স্বাধীনতার অপব্যবহার না করাই ভালো
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
[সোর্স](মেটা AI)


আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
বাক-স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের এক অমূল্য অধিকার। এটি ব্যক্তি-মানসের পরিপূর্ণ বিকাশে সহায়ক, মত প্রকাশের স্বাধীনতাই মানুষকে সৃজনশীল করে তোলে। কিন্তু এই স্বাধীনতার সঙ্গেই আসে দায়িত্ব ও সংযম। আজকের পৃথিবীতে এই অধিকারটি যেভাবে ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে একটি বড় অংশই হয়ে দাঁড়িয়েছে অপব্যবহার।
আমরা আজ এমন এক যুগে বাস করছি, যেখানে সোশ্যাল মিডিয়ার এক ক্লিকেই লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে যে কোনো কথা। অনেকেই এই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্বেষ, অপপ্রচার, বিভাজনমূলক বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। ধর্মীয়, জাতিগত কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে হেয় করা, মিথ্যে তথ্য ছড়িয়ে দেওয়া বা উদ্দেশ্যমূলকভাবে কাউকে আক্রমণ করা—সবই বাক-স্বাধীনতার নামে বৈধতা পায়। অথচ এইসব কাজ শুধু অনৈতিকই নয়, অনেক সময় তা সামাজিক বিশৃঙ্খলা ও সহিংসতার জন্ম দেয়।
বাক-স্বাধীনতা মানে যা খুশি তা বলা নয়, বরং অন্যের অধিকারের প্রতিও শ্রদ্ধাশীল থাকা। একজন সচেতন নাগরিক হিসেবে মত প্রকাশের আগে ভাবা জরুরি, কথাটি কতটা যুক্তিসংগত, কতটা সত্যনিষ্ঠ, এবং তা অন্য কারো মর্যাদায় আঘাত করছে কি না। মত প্রকাশের স্বাধীনতা কখনোই কাউকে অপমান করার লাইসেন্স হতে পারে না।
এই অবাধ মতপ্রকাশের যুগে আমরা যেন ভুলে না যাই—স্বাধীনতার প্রকৃত অর্থ হলো দায়িত্বশীল আচরণ। অন্যের স্বাধীনতাকে সম্মান না করলে নিজের স্বাধীনতাও টেকে না। আর তাই বাক-স্বাধীনতার অপব্যবহার না করাই শ্রেয়। কারণ শব্দের শক্তি আছে, আর সেই শক্তিকে যদি অজ্ঞতায় বা বিদ্বেষে ব্যবহার করা হয়, তবে তা শুধু মানুষ নয়, একটি সভ্যতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
আধুনিক সমাজে সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, এবং এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রেও মতপ্রকাশের স্বাধীনতা একটি জটিল বাস্তবতায় পরিণত হয়েছে। সংবাদমাধ্যম অনেক সময় চটকদার শিরোনামের লোভে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে। আবার অনেকে ট্রোলিং, সাইবার বুলিং, কিংবা ফেক নিউজের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ যেন যেন তেন প্রকারেণ "মতপ্রকাশ"। কিন্তু এই মতপ্রকাশ আমাদের নৈতিক বোধকে প্রশ্নবিদ্ধ করে।
শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যবোধ ও মানবিকতা গড়ে তোলা। ছোটবেলা থেকেই যদি শেখানো হয় বাক-স্বাধীনতার সঙ্গে কীভাবে যুক্তিসংগত ও দায়িত্বশীল ব্যবহার করা যায়, তবে ভবিষ্যতের সমাজ হবে আরও সুস্থ ও পরিপক্ব। গণতন্ত্র কেবল ভোটাধিকার নয়, মত প্রকাশের স্বাধীনতার মধ্যে দিয়ে একটি পরিপূর্ণ চেতনার বিস্তার। কিন্তু সে চেতনার সঙ্গে থাকতে হবে সহানুভূতি, সৌজন্য, এবং সর্বোপরি বিবেক।
আমরা যখনই কথা বলি, তখন সেই শব্দ শুধু বাতাসে মিশে যায় না, তা প্রভাব ফেলে মানুষের চেতনা ও সমাজের বাস্তবতায়। সেই কথার মধ্যে যদি থাকে বিদ্বেষ, অবমাননা বা কুৎসা, তবে তা সম্পর্ক নষ্ট করে, ভাঙন ঘটায় সমাজে। অন্যদিকে, যদি আমরা সংযম ও দায়িত্ব নিয়ে কথা বলি, তবে সেই বাক-স্বাধীনতা হবে সভ্যতার অগ্রগতির বাহক।
তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে ভেবে দেখা, আমরা কি সত্যিই বাক-স্বাধীনতার সদ্ব্যবহার করছি, নাকি সেটিকে ঢাল হিসেবে ব্যবহার করছি নিজের গোপন বিদ্বেষকে প্রকাশ করতে? ব্যক্তিগত অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ সামাজিক দায়বদ্ধতা। বাক-স্বাধীনতা কোনো ব্যক্তির একক সম্পত্তি নয়, এটি একটি সমষ্টিগত চেতনার অংশ, যেখানে একে অপরের প্রতি সম্মান ও সহনশীলতা বজায় রাখা আবশ্যক।
পরিশেষে বলা যায়, বাক-স্বাধীনতা তখনই অর্থপূর্ণ, যখন তা দায়িত্বশীলতার সঙ্গে চর্চা করা হয়। অপব্যবহারে নয়, বরং সংযমে ও সহনশীলতায় এর সার্থকতা নিহিত। বাক-স্বাধীনতার অপব্যবহার আমাদের সমাজ ও সংস্কৃতিকে যেভাবে বিষিয়ে তুলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি।

পোস্টের ধরণ | জেনারেল রাইটিং |
---|---|
কলমওয়ালা | নীলম সামন্ত |
ছবি মাধ্যম | মেটা এ আই |
লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
ব্যবহৃত অ্যাপ | ক্যানভা, অনুলিপি |
১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে
~লেখক পরিচিতি~
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।
https://x.com/neelamsama92551/status/1910635308158181838?t=oeoEG7L60r63slZ5f_JqhQ&s=19
আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি আমাদের সমাজে বর্তমানে বাকস্বাধীনতা নামে মানুষ অপব্যবহার করছে। বিনা কারণে একে অপরকে কুবাক্যবান করে হেনস্থা করে চলেছে। এছাড়াও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ দাদা খুব সুন্দর করে আপনি মন্তব্য করেছেন। বর্তমান পরিস্থিতি যা তাতে বাক স্বাধীনতার ফলাফল দেখে আমি তো বাকরুদ্ধই হয়ে যাচ্ছি। আমাদের সমাজ যে বর্তমানে বারুদের উপর দাঁড়িয়ে তা নিয়ে কি বলব আর৷
https://x.com/neelamsama92551/status/1910751772077084880?t=OiTYwbSFpqPJwJYsDR72zg&s=19
https://x.com/neelamsama92551/status/1910752473037291545?t=cthja-h3oRSO_VQWx7QVyA&s=19
https://x.com/neelamsama92551/status/1910753184596762706?t=SiEt-B588eIzTXgBQeQHjw&s=19
https://x.com/neelamsama92551/status/1910753842741813670?t=xq0_NFDtY0FMCT2jgxHh7Q&s=19
https://x.com/neelamsama92551/status/1910754404950561042?t=k_vl65YuqWgouL_6QbGuPw&s=19
https://x.com/neelamsama92551/status/1910754781565771908?t=b2MmWaK5Zrueyz3R0FGpIw&s=19
https://x.com/neelamsama92551/status/1910755278192009365?t=BasSUBYhwQfGxRFUsb2SzQ&s=19
https://x.com/neelamsama92551/status/1910755647819235769?t=e3KSBSOCKO__VsdMTlf9gA&s=19
https://x.com/neelamsama92551/status/1910755951952482402?t=pWU0kWCF-FZsK9KCr4DDBw&s=19
বেশ গুরুত্বপুর্ণ একটা বিষয় নিয়ে আপনি লিখেছেন। আজকাল সব জায়গা্তেই দেখা যাচ্ছে বাক স্বাধীনতার অপব্যবহার। অন্যের বিশ্বাসকে ছোট করাই যেনো আজকাল বাকস্বাধীনতা মূল বিষয় হয়ে উঠেছে। কিন্তু বাকস্বাধীনতার সুষ্ঠ ব্যবহার কেবল পারে সমাজকে সুন্দর করে গড়ে তুলতে।
বেশ গুরুত্বপুর্ণ একটা বিষয় নিয়ে আপনি লিখেছেন। আজকাল সব জায়গা্তেই দেখা যাচ্ছে বাক স্বাধীনতার অপব্যবহার। অন্যের বিশ্বাসকে ছোট করাই যেনো আজকাল বাকস্বাধীনতা মূল বিষয় হয়ে উঠেছে। কিন্তু বাকস্বাধীনতার সুষ্ঠ ব্যবহার কেবল পারে সমাজকে সুন্দর করে গড়ে তুলতে।
মানুষ থামতে জানে না। এটাই সমস্যার আপু। আপনি আমার কথাগুলো যে পড়লেন তা দেখে খুশি হলাম খুব। ধন্যবাদ নেবেন আপু।