স্বরচিত কবিতা
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
অনেকদিন পর চলে এলাম আমার কবিতার ঝুলি নিয়ে। আপনাদের সাথে নানান ধরনের ব্লগ শেয়ার করি। আগে হয়তো আর্ট ক্রাফট এইগুলো অনেক করতাম এখন নিজের লেখালেখির প্রতি একটু নজর দেওয়ার ফলে ওই কাজগুলো খুব একটা বেশি হচ্ছে না তাই ব্লগের লেখার ধরনও বদলে গেছে।
সকাল থেকেই ভাবছিলাম কি নিয়ে লেখা যায় কিন্তু অনেকগুলো টপিক মাথায় আসার পরেও মনে হল যে না একটা কবিতা পোস্ট করি কারন অনেকদিন হলো কোন কবিতা পোস্ট করা হয় না। তাই আমার কাছে কবিতা পোস্ট করাটা অনেকটা সহজ মনে হয়।
আসলে আমাদের এখানে এখন ওয়েদারটা প্রচন্ড গরম, এত গরম পুনেতে আমি আগে কখনো পাইনি। বৃষ্টির কোন গল্প নেই। দুপুর থেকে যেন গরমের হালকা হাওয়া দেয়। সারা ঘর অন্ধকার করে রাখি তবুও গরম কমে না। এইসব নিয়ে কাজগুলো করতে খুব একটা যেন এনার্জি পাইনা। এ সব সময় শরীরটাও ভালো থাকে না। গলা ব্যথা কাশি সর্দি এসব তো লেগেই রয়েছে। কতদিন যে ঠিকমত গান প্র্যাকটিস হয় না। আশা করছি দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে।
এরকম ওয়েদারে পড়াশোনাও কমে যায়। তবে নিয়মিত যোগব্যায়াম করি এছাড়াও ডিটক্স ওয়াটার খাচ্ছি যাতে করে নিজেকে সুস্থ রাখা যায় কারণ হঠাৎ গরম আমাদের সবাইকে অসুস্থতার দিকে ঠেলে দিতে পারে।
যাই হোক বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি কবিতাতে। আমি যেহেতু ছোট ছোট কবিতা লিখি তাই আজকে ভাবলাম আপনাদের জন্য দুটো কবিতা পোস্ট করব।
কবিতা-১
মাঝে মাঝে
------------------ নীলম সামন্ত
মাঝে মাঝে জ্বরে পুড়ে যাওয়া ভালো
ঠিক যেমনটা চিতার আগুন জ্বলে
সমস্ত হিসেব চুকেবুকে যায়
যাওয়া আসার রাস্তায় কেবল ধোঁয়া পড়ে থাকে—
ঠিক যেন তোমার না বলতে পারার গলা টিপে ধরে
উদবাস্তু কথাদের জায়গা করে দেওয়া
পেশাদারিত্বের ঢিল ছোঁড়া
অব্যর্থ টিপ
শুধু ধোঁয়ার সাথে ধুলো উড়ে যায়
সামান্য কিছু হরিরলুট
লাল হয়ে যায়
রক্তচন্দন ছাপিয়ে পোড়া গন্ধে ঠাঁয় দাঁড়িয়ে থাকি
কখন সকাল হয়ে যায়
কথারা নির্বোধ খেলায় সামান্য বিরতির নাম করে
ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে
আমার তখনও কবিতা লেখা হয় না
পাথরের গায়ে হেলান দিয়ে
অভাবী পাহাড় সাজিয়ে তুলি।
কবিতা-২
মৌসুমি বায়ু আছড়ে পড়ার পর
------------------------------------------------------ নীলম সামন্ত
মৌসুমি বায়ু আছড়ে পড়ার পর
কোন খানাতল্লাশির প্রয়োজন পড়ে না৷
তার বিশাল আকারের পাঞ্জা
ধারালো জিভ
লবনাক্ত লালারসে কোন কিছু ঠান্ডা করার আগেই
পুড়িয়ে ছারখার করে দেয় আভ্যন্তরীণ স্পন্দন।
তারপর—
কোন একদিন আবহাওয়া অধিদপ্তরের গাফিলতির কারণে
খবরে প্রকাশ পেল না ভারীবর্ষণের খবর
এদিকে সামান্য সিগারেটের টানে
বর্ষা উদযাপন ক্রমশ অপরাহ্নের দিকে...
আবার মাঝরাত
ভেসে যাচ্ছে দাতব্যখানার দালান।
জলের রঙ লাল,
জলের রঙ - চোখ, ঠোঁট, কোমর ও অন্ধকার।
খবরওয়ালা ছুটে আসছে
কত কত অটোরিকশা, সমাজের ক্যামেরা
ফল ফুল ডুবে যাচ্ছে নির্লজের জলে।
টা টা

পোস্টের ধরণ | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
কলমওয়ালা | নীলম সামন্ত |
মাধ্যম | স্যামসাং এফ৫৪ |
লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
ব্যবহৃত অ্যাপ | ক্যানভা, অনুলিপি |
১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে
~লেখক পরিচিতি~
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিত গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।
https://x.com/neelamsama92551/status/1909933316289016098?t=VT4vdlw022xDwoi_MewDrQ&s=19
আপনার স্বরচিত কবিতা পড়ে খুব ভালো লাগলো । বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। বিশেষ করে এই লাইন গুলো খুব ভালো লেগেছে আমার কাছে।
ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আজিম ভাই এত সুন্দর করে মন্তব্য করলেন এবং আমার কবিতাটি যে পড়লেন সেটাই আমার কাছে বেশ আনন্দের।
https://x.com/neelamsama92551/status/1909991495513370649?t=XEd4Q-qmGym0jq-b7CzYmQ&s=19
https://x.com/neelamsama92551/status/1909992011341475978?t=5PurYur4GA6FSB2x3nyYUw&s=19
https://x.com/neelamsama92551/status/1909993721921262022?t=NXsNSsxoeM5ah4gEQ3_1Bw&s=19
https://x.com/neelamsama92551/status/1909993159913771502?t=Rmd4LzhCf2IenNsdZHChig&s=19
https://x.com/neelamsama92551/status/1909994411863265592?t=BcfGfgP75ENLkHZy9PD9xg&s=19